পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ 8 8 হইয় পরমেশ্বরের দূতকে দেখিলাম। ২° তাহাতে পরমেশ্বর তাঁহাকে কহিলেন, তোমার মঙ্গল হউক, ভয় নাই ; তুমি মরিব না। ২° পরে গিদিয়োন সে স্থানে পরমেশ্বরের উদ্দেশে এক বেদি নির্মাণ করিয়া তাহার নাম যিহোবা-শালোম (পরমেশ্বর মঙ্গলদাতা) রাখিল ; তাহ অবীয়েষ্ট্রীয়দের অফুতে অদ্যাপি আছে। ২* পরে সেই রাত্রিতে পরমেশ্বর তাহাকে কহিলেন, তুমি আপন পিতার যুব বলদকে ও সাত বৎসর বয়স্ক দ্বিতীয় বলদকে সঙ্গে লইয়া তোমার পিতার বালদেবের যে বেদি আছে, তাহা ভগ্ন কর, ও তাহার নিকটস্থ চৈতাবৃক্ষ ছেদন কর; ** এবং এই দৃঢ় শৈলের শৃঙ্গে আপন প্রভু পরমেশ্বরের উদ্দেশে পরিপাটি এক যজ্ঞবেদি নির্মাণ কর, এব^ সেই দ্বিতীয় বলদ সঙ্গে লইয়া, যে চৈত্য বৃক্ষ ছেদন করিবা, তাহার কাষ্ঠীদ্বারা হোম কর । * তাহাতে গিদিয়েনি আপন ভূতদের মধ্যে দশ জনকে সঙ্গে লইয়া পরমেশ্বরের আজ্ঞানুসারে তাহাই করিল ; কিন্তু আপন পিতার পরিজনগণকে ও নগরস্থ লোকদিগকে ভয় করণ প্রযুক্ত দিবসে তাহ করিতে না পারাতে রাত্রিতে করিল। ২৮ অপর নগরস্থ লোকের প্রত্যুষে উঠিলে বালের বেদি ভগ্ন হইয়াছে, ও নিকটস্থ চৈতাবৃক্ষ ছিন্ন হুইয়াছে, এবং নুতন বেদির উপরে দ্বিতীয় বলদ উৎসর্গ হইয়াছে, ইহা দেখিয়া ২৯ পরসপর কহিল, এমত কর্ম কে করিল ? পরে যতনপূৰ্ব্বক জিজ্ঞাসিলে লোকের কহিল, যোয়াশের পুত্র গিদিয়োন ইহা করিল । * তাহাতে নগরস্থ লোকেরা যোয়াশকে কহিল, তোমার পুত্রকে বাহির করিয়া আন ; সে হত হউক, কেননা সে বালের বেদি ভগ্ন করিল, ও তাহার নিকটস্থ চৈত্য বৃক্ষ ছেদন করিল। * তখন যোয়াশ আপনার প্রতিকুলে দণ্ডায়মান সমস্তকে কহিল, তোমরাই কি বালের পক্ষে বিবাদ করিব ? তোমরাই বা কি তাহাকে জয়যুক্ত করিব ? যে জন তাহার পক্ষে বিবাদ করে, এই প্রভাতের সময়ে তাহার অপমৃত্যু হউক বাল যদি দেবতা হয়, তবে সে আপনার বিবাদ আপনি করুক ; যেহেতুক তাহারই বেদি ভগ্ন হুইল । * অতএব এ যাহার বেদি ভগ্ন করিল, সেই বাল ইহার সহিত বিবাদ করুক, এই কথাপ্রযুক্ত সেই দিবস তাবধি তাহার নাম যিব্রুব্বাল (বাল বিবাদ করুক ) হইল। * ৩৬ ঐ সময়ে মিদিয়নীয় ও অমালেকীয় ও পূৰ্ব্বদেশীয় লোকের একত্র হইয়া পার হইয়। ষিয়িয়েলের প্রান্তরে শিবির স্থাপন করিল। * কিন্তু গিদিয়োনের প্রতি পরমেশ্বরের আত্মা 244 বিচারকর্তৃবিবরণ। {৭ অধ্যায়। আবির্ভূত হইলে সে তুরী বাজাইল ; তাহাতে অবীয়েষ্ট্ৰীয় লোক তাহার নিকটে একত্র হইল । * এবং সে মিনশি বংশের সর্বত্র লোক পাঠাইলে তাহারাও তাহার নিকটে একত্র হইল ; পরে সে আশের ও সিবুলুন ও নপ্তালি বংশের নিকটে দূত প্রেরণ করিলে তাহার সাক্ষাৎ করিতে আইল । - ৩° পরে গিদিয়েনি ঈশ্বরকে কহিল, আপনকার বাক্যানুসারে আপনি আমার হস্তদ্বার1 ইস্রায়েল বংশকে উদ্ধার করবেন, ইহা কি সত্য ? * দেখুন, আমি শস্যমৰ্দ্দনস্থানে ছিন্ন মেষলোম রাখিব, তাহাতে কেবল সেই লোমের উপরে যদি শিশির থাকে, এবং সমস্ত ভূমি স্তষক থাকে, তবে আপনি আপন বাক্যানুসারে আমার হস্তদ্বারা ইস্রায়েল বুশকে উদ্ধার করবেন, ইহা জ্ঞাত হইব । ৩৮ পরে সেই রূপ ঘটিলে পরদিবসে সে প্রত্যুষে উঠিয়া সেই লোম চাপিয়া তাহাঁহইতে পূর্ণ এক বাটী শিশির নিঙ্গড়িয়া ফেলিল। * তখন গিদিয়োন ঈশ্বরকে কহিল, আপনি আমার প্রতিকুলে ক্রুদ্ধ হইবেন না, আমি কেবল আর এক কথা কহি ; বিনয় করি, আমি লোমম্বারা আর এক বার পরীক্ষা লইব ; এখন কেবল লোমের উপরে স্তুষকতা হউক, ও সকল ভূমির উপরে শিশির থাকুক। ** পরে ঈশ্বর সে রাত্রিতে সেই রূপ করিলেন ; তাহাতে কেবল লোমের উপর শুষকতা হইল, এবং সকল ভূমিতে শিশির পড়িল । ৭ অধ্যায় । ১ গিদিয়োনের সৈন্যের নূ্যন করণ, ৯ ও স্বপ্নের কথা শুনিয় গিদিয়োনের মন স্থির হওন, ১৫ ও সৈন্যের প্রতি গিদিয়োনের আজ্ঞা, ১৯ এবং মশাল ও তুরী ও ঘটদ্বারা মিদিয়নীয়দিগকে জয় করণ, ২৪ ও ওরেব ও সে রাজাকে হস্তগত করণ। . * পরে ঘিরুব্বাল অর্থাৎ গিদিয়োন ও তাহার সমস্ত সঙ্গি লোক প্রত্যুষে উঠিয়া ঐন-হারোদ নামক স্থানে শিবির স্থাপন করিল ; তাহাতে মিদিয়নীয় সৈন্য তাহদের উত্তরদিগে মোরি পৰ্ব্বতের নিকটস্থ প্রান্তরে থাকিল । * পরে পরমেশ্বর গিদিয়োনকে কহিলেন, তোমার সঙ্গি লোকদের সAখ্যা এত বড়, যে আমি মিদিয়নীয়দিগকে তাহাদের হস্তে সমপর্ণ করিব না ; করিলে আমরা আপন বাহুবলেতে জয়ী হইলাম, এই কথা কহিয়া ইসুয়েল লোকের আমার প্রতিকুলে গৰ্ব্ব করবে। - অতএব তুমি যাইয় লোকদের কণে এই কথা ঘোষণা কর, যে জন ভীত ও ত্ৰাসযুক্ত, সে প্রত্যুষে গিলিয়দ পৰ্ব্বতহইতে ফিরিয়া যাউক ; তাহাতে লোকদের মধ্যহইতে বাইশ সহস্ৰ লোক ফিরিয়া গেল,