পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ অধ্যায়।] এবং দশ সহস্র অবশিষ্ট থাকিল। • পরে পরমেশ্বর গিদিয়োম্কে কছিলেন, লোকের এখনো অধিক আছে, তুমি তাহাদিগকে জলের নিকটে লইয়া যাও ; সেখানে আমি তোমার জন্যে তাহাদের পরীক্ষা লইব ; তাহাতে যাহার বিষয়ে কহিব, এই ব্যক্তি তোমার সহিত যাইবে, সেই তোমার সহিত যাইবে ; এব^ যাহার বিষয়ে কহিব, এই ব্যক্তি যাইবে না, সে তোমার সহিত যাইবে মা। " তাহীতে সে জলের নিকটে লোকদিগকে লইয়া গেলে পরমেশ্বর গিদিয়োনকে কহিলেন, যাহার কুক্কুরের ন্যায় জিহাদ্বারা জল চাটিয়া খায় তাহাদিগকে, ও যাহারা পান করিতে হাটু গাড়ে তাহাদিগকে ভূমি পৃথক করিয়া রাখ। * তাহাতে তিনশতসAথ্য লোক মুখে হাত জুলিয়া জল চাটিয়া খাইল, কিন্তু অন্য সমস্ত লোক পান করিতে হাঁটু গাড়িল । * পরে পরমেশ্বর গিদিয়োনকে কহিলেন, চাটিয়া জল পানকারি এই তিন শত লোকদ্বার। আমি তোমাদিগকে জয়যুক্ত করিব, ও মিদিয়নীয়দিগকে তোমার হস্তে সমপর্ণ করিব ; অন্য সমস্ত লোক আপন ২ স্থানে প্রস্থান করুক। ৮ পরে লোকেরা আপন ২ হস্তে খাদ্য দ্রব্য ও তুরী গ্রহণ করিল, এবং সে ইস্রায়েল বংশের অবশিষ্ট সমস্তুকে স্ব ২ বাসস্থানে বিদায় করিয়া ঐ তিন শত মনুষ্যকে রাখিল ; তৎকালে মিদিয়নীয় সৈন্যগণ তাহার নীচে তলভূমিতে ছিল।

  • পরে সেই রাত্রিতে পরমেশ্বর তাহাকে কহিলেনা, উঠ, তাহাদের শিবিরে যাও ; কেননা আমি তোমার হস্তে তাহা সমপর্ণ করিলাম । ** আর তুমি যদি যাইতে ভীত হও, তবে তোমার দাস ফুরাকে সঙ্গে লইয়া শিবিরের নিকটে যাও । ** এবং তাহারা যাহা কহে, তাহা শুন শুনিলে তুমি সাহসী হইবা; অতএব তাহাদের শিবিরে গমন কর। তাঁহাতে সে আপন দাস ফুরার সহিত শিবিরস্থ লোকদের প্রান্তভাগ পর্যন্ত গেল। ** ঐ মিদিয়নীয় ও অমালেকীয় ও পূৰ্ব্বদেশীয় লোকেরা বহুতর প্রযুক্ত পঙ্গপালের ন্যায় প্রান্তর আচ্ছাদন করিয়াছিল, এবং উটুও বহুতল প্রযুক্ত সমূদ্রতীরস্থ বালুকার ন্যায় অসংখ্য ছিল। পরে fগদিয়োন প্রবেশ করিলে তাহাঁদের মধ্যে এক জন আপন বন্ধুর নিকটে এই স্বপ্নকথা কহিতেছিল, দেখ, আমি এক স্বপ্ন দেখিলাম, যেন যবের এক রুটী মিদিয়নীয়দের শিবিরের মধ্য দিয়া গড়িয়া গেল, এবং তাম্বুর নিকটে উপস্থিত হইয় তাহাকে আঘাত করিল ; তাহাতে তাম্বু উলটিয়া দীঘ হইয়া পড়িল । * তাহাড়ে তাহার বন্ধু উত্তর করিল, তাহ ইস্রায়েল বংশীয়

বিচারকর্তৃবিবরণ। २ 8 (t যোয়াশের পুত্র গিদিয়োনের খড়গ ব্যতিরেক আর কি বুঝায় ? ঈশ্বর মিদিয়নীয় লোক ও সমস্ত শিবিরকে তাহার হস্তে সমপর্ণ করিলেন ।

    • তখন গিদিয়োন ঐ স্বপ্নের কথা ও তাহার অর্থ শুনিয়া প্রণাম করিয়া ইস্রায়েল বংশীয় সৈন্যের মধ্যে ফিরিয়া আসিয়া কহিল, উঠ, পরমেশ্বর তোমাদের হন্তে মিদিয়নীয়দের শিবিরকে সমপণ করিলেন । ** পরে সে ঐ তিন শত লোককে তিন দলে বিভাগ করিয়া প্রত্যেকের হস্তে এক ২ তুরী, এবং এক ২ শূন্য ঘট, ও ঘটের মধ্যে মশাল দিল। ** এবং তাহাদিগকে কহিল, তোমরা আমার প্রতি দৃষ্টি করিয়া আমার মত কর্ম কর ; আমি শিবিরের প্রান্তভাগে উপস্থিত হইলে যে রূপ করিব, তোমরাও তদ্রুপ করিব । * আমি ও আমার সঙ্গিগণ তুরী বাজাইলে তোমরাও শিবিরের চারি পাশ্বে থাকিয় তুরী বাজাইয়া, পরমেশ্বরের ও গিদিয়োনের জয়, এই কথা কহিবা। ’ ** পরে মধ্যপ্রহরের প্রথমে নুতন প্রহরী স্থাপিত হইবামাত্র গিদিয়োন ও তাহার সঙ্গি এক শত লোক শিবিরের প্রান্তভাগে উপস্থিত হইয়া তুরী বাজাইল, এবং আপন ২ হস্তস্থিত ঘট ভাঙ্গিল। ** এই রূপে তিন দলের লো: কের তুরী বাজাইল ও ঘট ভাঙ্গিল, এবং বাম হন্তে মশাল ও দক্ষিণ হন্তে বাজাইবার তুরী গ্রহণ করিল, এবং পরমেশ্বরের ও গিদিয়োনের খড়গ, এই কথা উচ্চৈঃশব্দে কহিল। খ * এবং প্রত্যেকে শিবিরের চারি দিগে অাপন ২ স্থানে দাড়াইয়া রহিল ; তাহাতে শত্ৰুগণের তাবৎ সৈন্য দৌড়াদৌড়ি করিয়া চীৎকার শব্দ পূর্বক পলায়ন করিতে লাগিল। ২২ এবx ঐ তিন শত লোক তুরী বাজাইলে পরমেশ্বর শিবিরস্থ প্রত্যেক খড়গধারিকে আপন ২ নিক4 টস্থ লোকের সহিত যুদ্ধ করাইলেন ; তাহাতে সৈন্যগণ সিরোদাস্থ বৈৎশিটাতে ও টৰ্ব্বতের নিকটবৰ্ত্তি আবেল-মিহোলার সীমা পর্যন্ত পলায়ন করিল। ** পরে নস্তালি ও আশের ও সমস্ত মিনশি দেশহইতে ইস্রায়েল লোকেরা একত্র হইয়া মিদিয়নীয়দের পশ্চাৎ ২ তাড়না করিয়া গেল ।

২° পরে গিদিয়োন ইফুয়িম পৰ্ব্বতের সর্বত্র প্রেরণ করিয়া এই কথা কহিল, তোমরা মিদিয়নীয়দের প্রতিকুলে নামিয়া যাও, এবং তাহাদের অগ্নে বৈৎবারার নিকটবর্বি জলের ও যদ্দনের ঘাট হস্তগত কর । তাহাতে ইফুfয়মের সমস্ত লোক একত্র হইয়। বৈৎবারার নিকটবর্বি জলের ও যদ্দনের ঘাট হস্তগত করিল। ** এব^ ওরেব ও সেব নামে মিদিয় 245