পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ অধ্যায়।] শের স্থানে দাড়াইল ; ৩১ পরে অবীমেলক ও তাহার সঙ্গি লোকের গুপ্ত স্থানহইতে উঠিলে গাল লোকদিগকে দেখিয়া সিকূলকে কহিল, ঐ দেখ, পৰ্ব্বতশৃঙ্গহইতে লোকসমূহ নামিয়া আসিতেছে। তাহাতে সিকূল তাহাকে কহিল, তুমি পৰ্ব্বতের ছায়া দেখিয়া লোকসমূহ জ্ঞান করিতেছ। পরে গাল পুনৰ্ব্বার কহিল, দেখ, উচ্চ দেশহইতে লোকসমূহ নামিয়া আসিতেছে, এবx আর এক দল মিয়োনিনীমের এলোন বৃক্ষের পথ দিয়া আসিতেছে। ৩৮ তাহাতে সিবুল কহিল, অবীমেলক কে ? আমরা কেন उाशेहं সেবা করি ? এই কথা তুমি যে মুখ দিয়া কহিয়াছ, তোমার সেই মুখ এখন কোথায় ? তুমি যে লোকদিগকে তুচ্ছ করিয়াছ, ইহার কি সেই লোক নয় ? বিনয় করি, তুমি এখন বাহির হইয়া ইহাদের সহিত যুদ্ধ কর। এই পরে গাল শিখিমের গৃহস্থদের অগ্রগামী হইয়া বাহিরে যাইয়া অবীমেলকের সহিত যুদ্ধ করিল। ** তাহাতে অবীমেলক তাহাকে তাড়না করিলে সে তাহার সম্মুখহইতে পলায়ন করিল, এবথ দ্বারে প্রবেশের স্থান পর্যন্ত অনেক লোক হত হইয়া পড়িল। ** পরে অবীমেলক অরুমাতে বাস করিল, এবং সিবুল গালকে ও তাহার ভাতৃগণকে দূর করিয়া শিথিমে বাস করিতে আর দিল না । ** পরদিবসে লোকের বাহির হইয়া ক্ষেত্রে যাইতেছিল, কিন্তু আবীমেলক তাহার সAবাদ পাইয়। * ° লোকদিগকে লইয়া তিন দল করিয়া ক্ষেত্রে লুকাইয়া থাকিল ; পরে লোকের নগরহইতে বাহির হইয়া আসিতেছে, ইহা সে নিরীক্ষণ করিয়। দেখিলে তাহাদের বিরুদ্ধে উঠিয়া তাহাদিগকে আঘাত করিল। ** এবx আবীমেলক ও তাহার সঙ্গিদল ক্ৰতগমনে অগ্রসর হইয়। নগরদ্বারে প্রবেশ স্থানে দাড়াইয়া থাকিল, এবং অন্য मूहै দল ক্ষেত্রস্থ তাবৎ লোকের বিরুদ্ধে উঠিয়া তাহাদিগকে বধ করিল। ** এই রূপে অবীমেলক সেই সমস্ত দিন ঐ নগরের বিরুদ্ধে যুদ্ধ করিল, এবং নগর হস্তগত করিয়া তষ্মধ্যস্থিত লোকদিগকে বধ করিল, এবং নগর সমভূমি করিয়া তাহার মধ্যে লবণ ছড়াইল ।

    • পরে শিখিমের দুর্গস্থিত তাবৎ গৃহস্থ লোক এই কথা শুনিয়া বিরীৎ দেবের মন্দির স্থ এক দৃঢ় স্থানে প্রবেশ করিল। ** পরে শিখিমের দুর্গস্থিত তাবৎ গৃহস্থ লোক একত্র হইয়াছে, এই কথা অবীমেলকের কর্ণগোচর হইলে ** অবীমেলব ও তাহার সঙ্গিগণ সলমোন পৰ্ব্বতে আরোহণ করিল ; পরে অবঁীমেলক এক কুঠার হস্তে লইয়া বৃক্ষহইতে এক শাখা ছেদন করিয়া লই

য় আপন স্কন্ধে রাখিল, এবx আপন সঙ্গি । 2 к বিচারকর্তৃবিবরণ। 史8矿 লোকদিগকে কহিল, তোমরা আমাকে যাহা করিতে দেখিতেছ, তদনুসারে শীঘ্ন কর। * তাহাতে লোকের প্রত্যেক জন সেই রীতি অনুসারে শাখা ছেদন করিয়া অবীমেলকের পশ্চাৎ ২ চলিল ; পরে দুর্গের নিকটে সেই সকল শাখা রাখিয়া তাহাতে অগ্নি লাগাইয়া দুর্গ দগ্ধ করিল; তাহাতে শিখিমের দুর্গস্থ তাবৎ লোক অর্থাৎ স্ত্রী ও পুরুষ প্রায় এক সহস্ৰ লোক মরিল।

    • পরে অবীমেলক তেবেসে গমন করিয়া তাহার বিরুদ্ধে শিবির স্থাপন করিয়া তাহা হন্তগত করিল। ** কিন্তু ঐ নগরের মধ্যে দুরাক্রম এক দুর্গ ছিল ; অতএব পুরুষ ও স্ত্রী নগরের তাবৎ গৃহস্থ লোক পলাইয় তাহার মধ্যে গিয়া স্বার রুদ্ধ করিয়া দুর্গের ছাতের উপরে উঠিল। * পরে অবমেলকও দুর্গনিকটে উপস্থিত হইয়া তাহার বিরুদ্ধে যুদ্ধ করিল, এবং অগ্নিদ্বারা দুর্গদ্বার দগ্ধ করিবার জন্যে তাহার নিকটে গেল। * - তাহাতে কোন এক স্ত্রীলোক যাতার এক খণ্ড লইয়া অীমেলকের মন্তকের উপরে নিক্ষেপ করিয়া তাহার মস্তকের খুলি ভগ্ন করিল। **তাহাতে সে শীঘু আপন অস্ত্রবাহক যুবকে ডাকিয়া কহিল, এক স্ত্রী তাহাকে বধ করিল, আr মার বিষয়ে এমত কথা যেন লোকেরা না কহে, এই জন্যে তুমি খড়গ খুলিয়া আমাকে বধ করা ; তাহাতে সে যুব তাহাকে বিদ্ধ করিলে সে মরিল। ** পরে অধীমেলক মরিল, ইহা দেখিয়া ইসু'য়েল বংশ প্রত্যেকে আপন ২ স্থানে প্রস্থান করিল। * - এই রূপে অবীমেলক আপন সত্ত্বরি ভুতাকে বধ করিয়া আপন পিতার বিরুদ্ধে যে দুযকর্ম করিয়াছিল, পরমেশ্বর তাহার সমুচিত দণ্ড তাহাকে দিলেন ; ** এবং শিখিমের গৃহস্থদিগকেও তাহাদের সমস্ত দুযকর্মের প্রতিফল দিলেন ; তাহাতে ফিরুব্বালের পুত্র যোথমের শাপ তাহাদিগেতে সফল হইল।

১০ অধ্যায় । ১ তোলয় বিচারকত্তার কথা, ৩ ও যায়ীর বিচারকত্তার কথা, ৬ ও পাপ প্রযুক্ত ইস্রায়েল লোকদের দুঃখ, ১০ ও পরমেশ্বরের প্রতি নিবেদম ও ঈশ্বরের উত্তর, ১৫ ও লোকদের পাপ স্বীকার ও তাহাদের প্রতি ঈশ্বরের দয়া । * অবমেলকের মৃত্যুর পর ইষাথর বংশীয় দোদয়ের পৌত্র পূয়ার পুত্র তোলয় উৎপন্ন হইয়া ইসুয়েল বংশের রক্ষা করিল ; সে ইফুয়িম পৰ্ব্বতস্থ শামীর নগরে বাস করিত। ই পরে তেইশ বৎসর পর্যন্ত ইস্রায়েল লোকদের বিচার করিয়া মরিল ; তাহাতে শামীরে তাহার কবর হইল । • তাহার পরে গিলিয়দীয় যায়ীর উৎপন্ন 249