পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪ অধ্যায়।] করিয়া গ প্রস্থান করিল ; এই রূপে তাহারা পরসপর পৃথক হইল। *ং তদবধি ইরাম্ কিনান দেশে থাকিল, এবং লেটি সেই প্রাস্তরস্থিত সকল নগরের মধ্যে থাকিয়া সিদোম নগরের নিকট পর্যন্ত তাম্বু স্থাপন করিতে লাগিল। “ ঐ সিদোমের লোকের অতি দুষ্ট ও পরমেশ্বরের গোচরে অতি পাপিষ্ঠ ছিল।

  • এই রূপে ইবামহইতে লোট পৃথক হইলে পর পরমেশ্বর ইলুমিকে কহিলেন, এই যে স্থানে তুমি আছ, এই স্থানহইতে চক্ষু জুলিয়া উত্তর দক্ষিণ পূৰ্ব্ব পশ্চিমে দৃষ্টিপাত করi * কেননা তোমার দৃশ্য এই সমস্ত দেশ আমি চিরকালের নিমিত্তে তোমাকে ও তোমার বংশকে দিব ** এবং পৃথিবীন্থ ধূলির ন্যায় তোমার বংশবৃদ্ধি করিব ; কেহ যদি পৃথিবীস্থ ধূলি গণিতে পারে, তবে তোমার বংশ গণ্য হইবে। ** উঠ, এই দেশের দীর্ঘ প্রস্থে পর্যটন কর, কেননা আমি তোমাকেই তাহ দিব। * তখন ইলাম তান্তু তুলিয়া হিন্ত্রোণের নিকটবৰ্ত্তি মস্ত্রি নামক উদ্যানে গিয়া বাস করিল, এবং সেখানে পরমেশ্বরের উদেশে এক যজ্ঞবেদি নির্মাণ করিল।

১৪ অধ্যায়। ১ চারি রাজার সহিত পাঁচ রাজার যুদ্ধ করণ, ১৩ ও লেটের লুট ও পরম্বস্তুগত হওন ও ইব্রামের দ্বারা পুনশ্চ মুক্ত হওন, ১৭ ও প্রত্যাগমনের সময়ে সিদোমের রাজা ও মলুকীষেদক রাজার সঙ্গে ইব্রামের সাক্ষাৎ করণ ও তাহার কথোপকথন।

  • অনন্তর শিনিয়রের অমুাফল নামে রাজা ও ইল্লাসরের অরিয়োক নামে রাজা ও এলমের কিদলায়োমর নামে রাজা এবং অন্যজাতীয় তিদিয়ল নামে রাজার অধিকার সময়ে, * সিদোমের বির নামক রাজার ও অমোরার বিশ। নামক রাজার ও অদৃমার শিনাৰ নামক রাজার ও সিবোয়িমের শিমেবর নামক রাজার ও বিলার অর্থাৎ সোয়রের রাজার সহিত ঐ রাজগণ যুদ্ধ করিল। ইহারা সকলে সিন্দীম প্রান্তরে অর্থাৎ লবণসমুদ্রে একত্র হইয়াছিল। * কারণ ইহারা দ্বাদশ বৎসর পর্যন্ত ঐ কিললায়োমর রাজার বশীভূত থাকিয় ত্রয়োদশ বৎসারে তাহার অবশ হইয়াছিল। * এই জন্যে চতুর্দশ বৎসরে কিদলীয়েমের রাজা আপন সহায় রাজগণের সহিত আসিয়া অস্তিরোৎকরিম দেশীয় রিফায়ীয় লোকদিগকে ও হম দেশীয় সুৰীয় লোকদিগকে ও শাবিকিরিয়াথয়িষ্ণু দেশীয়

ঐমীয় লোকদিগকে “ ও প্রান্তরের নিকটবর্বি এলপারণ অবধি সেয়ীর পর্বত নিবাসি হোরীয় লোকদিগকে জয় করিল। * পরে তথাহইতে ফি с 2 আদিপস্তক । Y } রিয়া ঐণমিসপটে অর্থাৎ কাদেশে গিয়া আমালেকীয় লোকদের তাবৎ দেশকে ও হৎসসেনি তামর নিবাসি ইমোরীয় লোকদিগকে পরাজয় করিল। ৮ অতএব সিদোমের রাজা ও অমোরার রাজা ও অদৃমার রাজা ও সিবোয়িমের রাজা ও বিলার অর্থাৎ সোয়রের রাজা, এই পাঁচ রাজা ব্যুহ রচনা করিয়া এলম দেশের কিদলায়োমর রাজার ও অম্যজাতীয়দের তিদিয়ল রাজার ও শিনিয়রের অমুাফল রাজার ও ইল্লাসরের অরিয়োক রাজার এই চারি রাজার সহিত সিন্দীম প্রান্তরে যুদ্ধ করিল। ** ঐ সিন্দীম প্রান্তরে মেটা তৈলের অনেক খাত ছিল ; তাহাতে সিদোমের ও আমেরিার রাজগণ পলাইতে তাহার মধ্যে পতিত হইল, এবং অবশিষ্টেরা পৰ্ব্বতে পলায়ন করিল। ** অতএব শত্রুরা সিদোমের ও আমোরীর সমস্ত সম্পত্তি ও ভক্ষ্য দ্রব্য লুটিয়া লইয়া প্রস্থান করিল। ২ বিশেষতঃ ইব্রামের ভুতৃিপুত্র সিদোম নিবাসি লোটকে ও তাহার সমন্ত সম্পত্তি লইয়া গেল। ১৩ তখন এক জন পলাতক ইস্ত্রীয় ইলুমিকে সমাচার দিল ; ঐ সময়ে ইরাম ইষ্ণেকালের ও আনেরের ভুতি ইমোরীয় মমির উদ্যানে বাস করিতেছিল, এবং তাহারা ইব্রামের সহায় ছিল। ** তখন ইত্তাম্ আপন ভাতৃপুত্রকে ধরিয়া লইয় যাওনের সমাচার শুনিবামাত্র আপন গৃহজাত তিন শত অষ্টাদশ শিক্ষিত ভূত্যকে সুসজ্জ করিয়া শত্ৰুগণের পশ্চাৎ ২ ধাবমান হুইয়া দান নগর পর্যন্ত গেল। ** পরে আপন ভূত্যগণকে দুই দল করিয়া রাত্রিকালে শত্ৰুগণের প্রতি আক্রমণ দন্মেষকের বামস্থিত হোবা পর্যন্ত তাহাদিগকে তাড়াইয়া দিল। ** এবং সকল সম্পত্তি, বিশেষতঃ আপন ভাতৃপুত্র লোট ও তাহার সম্পত্তি এবং স্ত্রী ও প্রজা, লোক সকলকে किज़ाङ्गेश ठाiनिव्न । --

  • এই রূপে ইব্রাম কিদলায়োমরকে ও তাহার সহায় রাজগণকে জয় করিয়া প্রত্যাগমন করিলে পর, সিদোমের রাজা তাহার সহিত সাক্ষাৎ করিতে শাবী প্রান্তরে অথাৎ রাজার প্রান্তরে গমন করিল। ১৮ এবং সর্বোপরিস্থ ঈশ্বরের যাজনকারী মলকীষেদক নামে শালমের রাজা রুটী ও দ্রাহ্মারস বাহির করিয়া - ইব্রামকে এই আশীৰ্ব্বাদ করিল, ইব্রাম স্বর্গমর্কের অধি কারি সৰ্ব্বোপরিস্থ ঈশ্বরের আশীৰ্ব্বাদপাত্র হউক । ২° এবং সৰ্ব্বোপরিস্থ ঈশ্বর ধন্য হউন, তিনি তোমার শযুগণকে তোমারই হন্তে সমপর্ণ করি. লেন। তখন ইব্রাম সমস্ত দ্রব্যের দশমাংশ তাহাকে দিল। ২ * অনন্তর সিদোমের রাজা ইবামকে কহিল, তুমি সমস্ত সম্পত্তি লও, কিন্তু লোক

11