পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭ অধ্যায় ।] আনিয়া পিতলের শৃঙ্খলে বন্ধ করিল ; পরে সে কারাগারে পেষণ কর্ম করিতে লাগিল। * * তথাপি ক্ষেীরী হওনের পর তাহার মাস্তুকের কেশ পুনৰ্ব্বার বৃদ্ধি পাইতে লাগিল। ** অপর পিলেষ্টীয়দের অধ্যক্ষগণ আপনাদের দেবতা দাগোনের নিকটে অনেক বলিদান ও আমোদ করিতে একত্র হইল, কেননা তাহারা কহিল, আমাদের দেবতা আমাদের শত্ৰু শিমশোনকে আমাদের হস্তগত করিলেন । * ° এবং তাহাকে দেখিয়া লোকেরা আপনাদের দেবতার প্রশ৭ স৷ করিয়া কহিল, আমাদের দেবতা আমাদের দেশনাশক ও অনেকের বধকারি শত্ৰুকে আমাদের হস্তে সমপর্ণ করিলেন। ২* পরে তাহাদের অন্তঃকরণ হর্ষর্মদে মত্ত হইলে তাহারা, কহিল, শিমশোনকে ডাক, সে আমাদের সাক্ষাতে কৌতুক করুক। তাহাতে লোকের কারাগৃহহইতে শিমশোনকে ডাকিয়া আনিল, এব^ তাহারা স্তম্ভের মধ্যে তাছাকে দাড় করাইলে সে তাহাদের সাক্ষাতে কৌতুক করিল। ** পরে শিমশোন আপন হস্তধারি বালককে কহিল, আমাকে ছাড়িয়া দেও ; যে দুই স্তন্ডের উপরে প্রাসাদের ভার অাছে, তাহা আমাকে সপশ করিতে দেও; আমি তাহাতে নির্ভর দিয়া দাড়াইব । ২ * ঐ সময়ে স্ত্রীলোকেতে ও পুরুষেতে সেই প্রাসাদ পরিপূর্ণ ছিল, বিশেষতঃ পিলেষ্টীয়দের তাবৎ অধ্যক্ষ সেখানে ছিল, এবং ছাতের উপরে স্ত্রী ও পুরুষ তিন সহসু লোক শিমশোনের কৌতুক দেখিতেছিল। ২৮ তখন শিম্শোন পরমেশ্বরের উদ্দেশে প্রার্থনা করিয়া কহিল, হে প্রভো পরমেশ্বর, অনুগ্রহ করিয়া আমাকে স্মরণ করুন ; হে ঈশ্বর, অনুগ্রহ পূৰ্ব্বক কেবল এই এক বার আমাকে বলবান করিয়া পিলেষ্টীয়দিগকে আমার দুই চক্ষুর নিমিত্তে এক বার দণ্ড করিতে দিউন। ২* অপর মধ্যস্থিত যে দুই স্তম্ভের উপরে প্রাসাদের ভার আছে, শিমশোন নত হইয়া তাহার একের উপরে দক্ষিণ বাহু ও অন্যের উপরে বাম বাহু রাখিয়া আপনার ভার দিল। ** পরে পিলেষ্টীয়দের সহিত আমীর প্রাণ যাউক, ইহা কহিয়া শিম্শোন আপন সমস্ত বলেতে নির্ভর দিল ; তাহাতে ঐ প্রাসাদ তষ্মধ্যস্থিত অধ্যক্ষগণ প্রভূতি সমস্ত লোকের উপরে পড়িল ; এই রূপে তাহার জীবনকালের হত লোক অপেক্ষ তাহার মরণকালের হত লোক অধিক হইল। ** পরে তাহার ভাতৃগণ ও পিতৃবংশের আসিয়া তাহাকে লইয়। সারয়ের ও ইষ্টায়োলের মধ্যস্থানে আপন পিতা মানোহের কবরস্থানে তাহার কবর দিল ; সে বিংশতি বৎসরাবধি ইস্রায়েল বহুশের বিচার করিয়াছিল। 2 L বিচারকত্বিবরণ। २९१ ১ ৭ অধ্যায়। " - ১ মাখার রূপ। চুরি করণ ও প্রতিম নির্মাণ করণের কথা, ৭ ও প্রতিমার সেবা করিতে পুরোহিত নিযুক্ত করণের কথা।

  • ইফুয়িম পৰ্ব্বতে মাখা নামে এক লোক ছিল।
  • সে আপন মাতাকে কহিল, তোমাহইতে চুরীকৃত যে এগার শত শেকল রূপার বিষয়ে ভূমি শাপ দিলা ও আমার কণে তাহ শুনাইল, দেখ, সেই রূপা আমি লইয়াfছ, আমার কাছে আছে। তাহাতে তাহার মাত কহিল, হে পুত্র, ভূমি পরমেশ্বরের আশীৰ্ব্বাদপ্রাপ্ত হও । ৩ পরে সে ঐ এগার শত শেকল রূপ। আপন মাতাকে ফিরাইয়া দিলে তাহার মাত কহিল, আমি এক ছাঁচে ঢাল ও এক খোদিত প্রতিমা নির্মাণ করাইবার জন্যে আপন পূত্রের মঙ্গলার্থে পরমেশ্বরের উদ্দেশে সে রূপা উৎসর্গ করিতে মনস্থ করিয়াছিলাম, অতএব এখন তাহা তোমাকে ফিরাইয়া দিলাম। " তথাপি সে আপন । মাতাকে ঐ রূপ। ফিরাইয়া দিল । পরে তাহার মাতা দুই শত শেকল রূপ লইয়া স্বর্ণকারকে দিল ; তাহাতে সে এক ছাচে ঢালা ও এক খোদিত প্রতিমা নির্মাণ করিলে সেই প্রতিমা মাথার গৃহে থাকিল । * ঐ মাখার এক দেবালয় ছিল ; অপর সে এক এফেদ্বি ও পুত্তলিকা নির্মাণ করিল, এবx আপনার এক পুত্রকে যাজকতাপদে নিযুক্ত করিলে সে তাহার পুরোহিত হইল । * ঐ সময়ে ইস্রায়েল বংশে কোন রাজা ছিল না, তাহারা প্রত্যেক জন আপন ২ ইচ্ছামত কর্ম করিত । -

তৎকালে যিহুদী বংশের বৈৎলেহম-মিজুদ নগরহইতে এক লেৰীয় যুব উপস্থিত হইয়া সে স্থানে প্রবাস করিল। ৮ সে যেখানে সেখানে প্রবাস করিবার জন্যে বৈৎলেহম-মিহুদ নগরহইতে নিগর্ত হইয় গমন করিতে ২ ইফুয়িম, পৰ্ব্বতে মাখার বাটীতে আসিয়াছিল। * তাহাতে মীথ তাহাকে জিজ্ঞাসিল, জুমি কোথাহইতে আইলা ? সে উত্তর করিল, আমি বৈৎ* লেহম- যিহুদার এক জন লেবীয় ; যেখানে সেখানে প্রবাস করিতে যাইতেছি। -- তাহাতে মীথ তাহাকে কহিল, তুমি আমার সহিত থাকিয়া আমার পুরোহিত ও পিতৃস্বরূপ হও, আমি সম্বৎসরে তোমাকে দশ শেকল রূপ ও এক যোড়া বস্ত্র ও তোমার খাদ্যদ্রব্য দিব । ۵ 5ي دTEf= ভে সে লেবীয় তাহার গৃহে গিয় তাহার সহিত থাকিতে সন্মত হইল। তদবধি সে যুবা তাহার এক পত্রের ন্যায় হইয়া থাকিল। *ং পরে মীথ সেই লেৰীয়কে যাজকন্স পদে নিযুক্ত করিল, ও সে যুব তাহার পুরোহিত হইয়। মীথার 357.