পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* @ 9 বাটীতে থাকিল। ** তাহাতে মীখা কহিল, পরমেশ্বর, আমার মঙ্গল করিবেন, ইহা আমি এখন জানিলায়, যেহেতুক এই লেবীয় লোক আমার পুরোহিত হইল। । o ১৮ অধ্যায়। : ১ অধিকার অনুসন্ধান করিতে দ্বান বংশের পাঁচ জনকে প্রেরণ, ৭ ও লয়িশ অনুসন্ধান কর৭ের কথা, ১ ১ ও ছয় শত লোক লইয়া তাহ৷ আক্রমণ করিতে যাওন, ১৩ ও পথিমধ্যে মীখার বিগ্রহাদি চুরি করণ, ২২ ও নীখর কথা ন মানিয়া লfয়শে যাইয় তাহ হস্তগত - করণ, ৩ ৪ ও সে স্থানে বিগ্রহ স্থাপল ।

  • ঐ সময়ে ইস্রায়েল ব৯শে কোন রাজা ছিল না; আর তৎকালে দান ,বxশ আপনাদের বাসাথে অধিকার চেষ্টা করিল, কেননা সেই দিন পর্যন্ত ইস্রায়েল বংশের মধ্যে তাহার। সেই মত অধিকার প্রাপ্ত হয় নাই। ২ তখন দান বংশ আপনাদের অঞ্চলহইতে, অর্থাৎ সরিয়হইতে এবং ইষ্টায়োলহইতে আপন বংশের পাঁচ জন বীরকে দেশ দশন ও অনুসন্ধান করিতে এই কথা কহিয়া প্রেরণ করিল, তোমরা যাইয়া দেশের অনুসন্ধান কর ; তাহাতে তাহারা ইফুয়িম পৰ্ব্বতে উপস্থিত হইয়া মাখার গৃহে আসিয়া সেই স্থানে রাত্রি যাপন করিল। ৩ তাহারা যখন মীখার পরিবারের সহিত ছিল, তখন ঐ লেৰীয় যুবার উচ্চারণেতে তাহাকে চিলিয়া গৃহমধ্যে যাইয় তাহাকে জিজ্ঞাসিল, এ স্থানে তোমাকে কে আনিল ? এবং এ স্থানে ভূমি কি কর্ম করিতেছ? এবং এই স্থানে তোমার কি খ আছে ? - তাহাতে সে তাহাদিগকে কহিল, মীখা আমার সহিত এই ২ প্রকার ব্যবহার করিল, সে আমাকে বেতন দিতে স্বীকৃত হইলে আমি তাহার পুরোহিত হইলাম। এ তাহাতে তাহার কহিল, আমরা বিনয় করি, আমাদের গন্তব্য পথে মঙ্গল হইবে কি না, তাহ। ঈশ্বরের কাছে জিজ্ঞাসা কর। -- তাহাতে সেই পুরোহিত তাহাদিগকে কহিল, তোমরা কুশলে যাও, তোমাদের গন্তব্য পথ পরমেশ্বরের গোচরে আছে । -
  • পরে তাহারা পাঁচ জন যাত্রা করিয়া লয়ি:ে উপস্থিত হইলে তথাকার নিবাসি লোকেরা সীদোনীয় লোকদের রীত্যনুসারে নিভয় ও নিশ্চিন্ত হইয়া নিযকণ্টকে বাস করিতেছে, এবং সে দেশে তাহাদের প্রতি উপদ্রব করিতে কতুর্তাবিশিষ্ট কেহ নাই, এবং সীদোন্‌হইতে তাহারা দূৱস্থ, এব^ অন্য লোকের সহিত তাহাদের সম্বন্ধ নাই, ইহা তাহার দেখিল পরে তাহার। সরিয় ও ইষ্টায়োলে আপন ভাতৃগণের নিকটে প্রত্যাগমন

있58 o বিচারকর্তৃবিবরণ। [১৮ অধ্যায় । করিলে তাহাদের ভাতৃগণ জিজ্ঞাসিল, সমাচার কি ? * তাহাতে তাহারা কহিল, উঠ, আমরা তাহাদের বিরুদ্ধে উঠিয়া যাই ; দেখ, সে দেশ অতি উত্তম, আমরা দেখিলাম ; তোমরা কেন নিষকর্মে আছ ? সেই দেশে যাইতে ও তাহা অধিকার করিবার জন্যে প্রবেশ করিতে আলস্য করিও না। ** গেলে তোমরা নিশ্চিন্তে বাসকারি লোকদিগকে ও বিস্তারিত দেশকে পাইৰ ; ঈশ্বর তোমাদের হস্তে সেই দেশ সমপর্ণ করবেন ; এবং তথায় পৃথিবীস্থ কোন বস্তুর অভাব নাই।

    • জাহাতে দান বংশীয় ছয় শত লোক যুদ্ধান্ত্রে সুসভঞ্জ হইয়া সরিয় ও ইস্টায়োলহইতে যাত্রা করিল। ২ এবং যিহুদার কিরিয়ৎ-যিয়ারীমে আসিয়া তথায় শিবির স্থাপন করিল ; এই জন্যে অদ্য পর্যন্ত সেই স্থানের নাম মহনে-দান (দানের শিবির) কহে, তাহা কিরিয়ৎ-যিয়ারীমের পশ্চাৎ আছে। -
    • অপর তাহারা তথাহইতে ইফুয়িম পৰ্ব্বতে যাইয়া মাথার বাটীতে উপস্থিত হইলে, ** যে পাচ জন লয়িশ দেশ অনুসন্ধান করিয়াছিল, তাহারা আপন ভাতৃগণকে কহিল, তোমরা জান কি? এই বাটীতে এক এফোদৃ ও পুত্তলিক ও খোদিত প্রতিমা ও ছাচে ঢালা প্রতিমা আছে, অতএব এখন তোমাদের যাহা কৰ্ত্তব্য তাহা বিবেচনা কর । * তাহাতে তাহারা সেই দিগে গিয়া মাখার বাটীতে ঐ লেবীয় যুবার গৃহে আসিয় তাহার কুশল জিজ্ঞাসা করিল। ** পরে যুদ্ধান্ত্রে সুসজ্জ ছয় শত দান বংশীয় লোক দ্বারপ্রবেশস্থানে দাড়াইয় আছে, ** ইতিমধ্যে দেশানুসন্ধানকারি সেই পাঁচ জন উঠিয়া যাইয়। তথায় প্রবেশ করিয়া ঐ খোদিত প্রতিমা ও এফোদৃ ও পুত্তলিক ও ছাচে ঢালা প্রতিমা তুলিয়। লইল । তখন পুরোহিত যুদ্ধান্ত্রে সুসজ্জ ছয় শত লোকের সহিত দ্বারপ্রবেশস্থানে দাড়াইয়াছিল। ** পরে ইহার মাথার বাটীত্তে প্রবেশ করিয়৷ ঐ খোদিত প্রতিমা ও এফোদ ও পুত্তলিকা ও ছাচে ঢালা প্রতিমা তুলিয়া আনিলে পুরোহিত তাহাদিগকে কহিল, তোমরা কি কৱিতেছ? ** তাহাতে তাহারা উত্তর করিল, মুখে হস্ত দিয়া নীরব হও; তুমি আমাদের সহিত যাইয়া আমাদের পিতৃস্বরূপ ও পুরোহিত হও। একের পরিজনের পুরোহিত হওয়া তোমার ভাল ? কি ইস্রায়েলের এক বংশের ও গোষ্ঠীর পুরোহিত হওয়া ভাল ? ২° তাহাতে পুরোহিতের মন প্রফুল্প হইল, এবং সে ঐ এফোদ ও পুত্তলিক ও. খোদিত প্রতিমা লইয়া লোকদের মধ্যে চলিয়া গেল। ** এই রূপে তাহার। মুখ ফিরাইয় প্রস্থান করিল, এবং বালক ও