পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২শু ২ দের হস্তে তাহাদিগকে সমপর্ণ করিব। ২১ পরে ইসুয়েল বংশ গিবিয়ার চতুদিগে ঘাটি বসাইল । * অনন্তর তৃতীয় দিবসে ইস্রায়েল বংশ বিনামীন বংশের প্রতিকুলে উঠিয়া গিয়া পূৰ্ব্বরীতি ক্রমে গিবিয়ার বিরুদ্ধে সৈন্য রচনা করি• লে বিন্যামীন বংশ লোকদের বিরুদ্ধে রাহির হইয়া নগর হইতে দূরে আসিয়া পূৰ্ব্বমত লোকদিগকে আঘাত ও বধ করিতে লাগিল, বিশেষতঃ বৈথেলে গমনকারি ও প্রান্তর দিয়া গিবিয়াতে গমনকারি দুই রাজপথে তাহার ইসুয়েল বংশের নুনাধিক ত্ৰিশ জনকে বধ করিল। * তাহাতে বিনামীন বংশ কহিল, ইহারা আমাদের সম্মুখে ত পরাজিত হইতেছে। কিন্তু ইস্রায়েল বংশ কহিল, আইস, আমরা পলাইয়া ইহাদিগকে নগরহইতে রাজপথে আকর্ষণ করি। ** পরে ইস্রায়েল বথশের তাবৎ লোক আপন ২ স্থানহইতে উঠিয়া বাল-তামরে সৈন্য রচনা করিল, এবং ইস্রায়েল ব^শের লুককায়িত লোকের অাপন ২ স্থানহইতে অর্থাৎ গিবিয়ার প্রান্তর হইতে নিগত -sr I 58 লর তাবৎ ব^শহইতে মনোچچ নীত সেই দশ সহসু লোক গিবিয়া নগরের প্রতিকুলে আইল, তাহাতে ঘোরতর সৎ গুমি হইল ; কিন্তু আপনাদের সম্মুখে ষে বিপদ উপস্থিত,তাহ বিন্যামীন বংশীয়ের জ্ঞাত ছিল না। * তখন পরমেশ্বর ইসায়েল বংশের সম্মুখে বিন্যামীন র২শকে আঘাত করাতে সেই দিনে ইসায়েল রংশ বিন্যামীন বংশের মধ্যে পচিশ সহসু এক শত খড়গধারি লোককে বধ করিল। ৩ ° ডাহাতে আমরা পরাস্ত হইলাম, বিন্যামীন বংশ এমত দেখিল ; কেননা গিবিয়ার সমীপে লুককায়িত লোকদের উপরে নির্ভর করাতে ইসায়েল রথশ বিন্যামীন বংশের নিকটহইতে পলায়ন করিয়াছিল, ২৭ ইতিমধ্যে লুককায়িত লোকেরা গিবিয়া নগরে দৌড়িয়া গিয় তাহা আক্রমণ করিয়া খড়গধারেতে নগরস্থ তাবৎ লোককে আঘাত করিতে লাগিল। * লুক্কায়িত লোকেরা যেন নগরহইতে ধুমের বৃহৎ মেঘ নিগত করিয়া চিহ্ন দেখায়, ইস্রায়েল বKশের সহিত তাহাদের এই পরামর্শ হইয়াছিল। ৩১ অগ্নে ইস্রায়েল বংশ স^গ্রামে পরায়ুখ হইলে বিন্যামীন বKশ তাহাদের প্রায় ত্ৰিশ জনকে অাঘাত ও বধ করিয়াছিল, এবং প্রথম যুদ্ধের ন্যায় এ বারঃ ইহারা আমাদের সম্মুখে পরাস্তু হইতেছে, এমত বোধ করিয়াছিল। ** পরে যখন নগরহইতে স্তন্ডাকার ধুমময় মেঘ উঠিতেছে, তখন বিন্যামীন লোকেরা আপনাদের পশ্চাৎ অবলোকন করিয়া সমস্ত নগর অগ্নি 26? বিচারকত্ববিবরণ। [২১ অধ্যায় । ময় হইয়া আকাশে উঠিয়া যাইতেছে, ইহ। দেখিল ** এবং ইস্রায়েল লোকের পুনবৰ্মার ফিরিয়া দাড়াইল, তাহাতে আমাদেরই প্রতি অমঙ্গল উপস্থিত, ইহা দেখিয় বিনামীন ব^শ উদ্বিগ্ন হইল । ** পরে জাহার। ইসুায়েল ব^শের সন্মুখে প্রান্তরের পথের দিগে ফিরিল , তাহাতে সেই স্থানেও সংগ্রাম উপস্থিত হইলে ইসায়েল, বখশ তাহাদের সহিত নগর হইতে আগত লোকদিগকেও তাঁহাদের সঙ্গে বধ করিল । * তাহারা বিনামীন বংশের চারি দিগে ঘেরিয়া তাড়না করিয়া গিবিয়ার সম্মুখে সুৰ্য্যোদয় দিগে তাহাদিগকে অনায়াসে ভূমিতে দলিত করিল। ** জাহাতে বিন্যামীন বংশের আঠার সহসু যোদ্ধ বীর হত হইল । ** পরে প্রান্তরের দিগে ফিরিয়া রিন্মোন শৈলে তাহাদের পলায়ন কালে তাহারা রাজপথে তাহাদের মধ্যে অন্য পাঁচ সহস্ৰ লোককে বধ করিল পরে অতি বেগে তাহাদের পশ্চাৎ ২ তাড়না করিয়া গিদিয়োম পর্যন্ত যাইয় তাহাদের দুই সহস্ৰ লোককে বধ করিল । * ° তাহাতে সে দিবসে বিন্যামীন বংশের খড়গধারি পচিশ সহস্ৰ লোক হত হইল ; তাহারা সকলেই বীর ছিল। ** এব৯ ছয় শত লোক ফিরিয়া প্রান্তরস্থিত রিন্মোন পৰ্ব্বতে পলায়ন করিয়া সেই রিম্মোন পৰ্ব্বতে চারি মাস বাস করিল। ৮ কিন্তু ইসায়েল বংশ পুনৰ্ব্বার বিন্যামীন ব^শের প্রতি আক্রমণ করিয়া নগরস্থ মনুষ্য ও পঙ্ক প্রভূতি যাহা ২ পাওয়া গেল, সে সকলকে খড়গধারে আঘাত করিল ; এবং নগর সকল হস্তগত করিয় তাহাও অগ্নিদ্বারা দগ্ধ করিল। ২১ অধ্যায়। ১ বিনামীন বংশের বিষয়ে লোকদের বিলাপ, ৮ ও যাবেশ-গিলিয়দের লোক বিনাশ করলে চারি শত কন্যা প্রাপ্তি, ১৬ ও শীলোতে নৃত্যকারিণী কন্যাদিগকে ধরিতে বিনামীন বNশকে পরামর্শ দেওন।

  • ইসায়েল বKশ মিস্পীতে থাকিয়৷ এই দিব্য করিয়াছিল, আমরা কেহ বিনামীন বংশের সহিত আপন কন্যার বিবাহ দিব না । * তাহাতে লোকের ঈশ্বরের আবাসে আসিয়া সন্ধ্য। পর্যন্ত সেই স্থানে ঈশ্বরের সম্মুখে থাকিয় উচ্চৈঃস্বরে বিলাপ করিয়া কহিল ; হে ইস্রায়েলের প্রভো পরমেশ্বর, ইস্রায়েল বংশের মধ্যে অদ্য এক ব^শের লোপ হইল, ইস্রায়েল দেশে কেন এমত ঘটিল ? * পরদিবসে লোকের প্রত্যুষে উঠিয় সেই স্থানে যজ্ঞবেদি নির্মাণ করিয়া হোমৰলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিল । * পরে ইস্রায়েল বংশের কহিল, মণ্ডলীর সহিত পরমেশ্বরের নিকটে