পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২শুশু রুৎকে কহিল, হে আমার কন্যে, তুমি তাহার দাসীদের সহিত যাও ; এব^ লোকের অন্য কোন ক্ষেত্রে তোমার সহিত সাক্ষাৎ না করে, সে ভাল। ** অতএব যব ও গোমশস্যচ্ছেদন সমাপ্তি পর্যন্ত সে কুড়াইতে ২ বোয়সের দাসীদের সহিত থাকিল, এবং আপন শ্বশ্রীর সহিত বাস করিল। ৩ অধ্যায় । ১ নয়মীর আদেশে বোয়সের চরণে রূতের আশ্রিয় লওন, ৮ ও মধ্যরাত্ৰিতে বোয়সের চমৎকৃত হওন ও জ্ঞাতির কর্ম করিতে স্বীকার করণ, ১৪ ও ছয় পাত্র যব দিয় শ্বশ্ৰুর নিকটে প্রেরণ ।

  • অপর তাহার শ্বশ্রা নয়মী তাহাকে কহিল, হে অামার কন্যে, তোমার যেন মঙ্গল হয়, এই নিমিত্তে আমি কি তোমার বিশ্রাম চেষ্টা করিব না ? ? তুমি যে বোয়সের দাসীদের সহিত ছিল, সে কি আমাদের জ্ঞাতিদের মধ্যে নহে ? দেখ, সে অদ্য রাত্রিতে শস্যমন্দনস্থানে যব বাড়িবে। * অতএব তুমি এখন স্নান কর, ও তৈল মদন কর, ও আপন পরিচ্ছদ পরিধান করিয়া শস্যমন্দনস্থানে গমন কর ; কিন্তু সে মানুষ ভোজন পান সমাপ্ত না করিলে তাহাকে আপন পরিচয় দিও না। ° সে যখন শয়ন করে, তখন তুমি তাহার শয়নস্থান দেখিয়া নিশ্চয় কর ; পরে সেই স্থানে যাইয় তাহার চরণ অনাবৃত করিয়া শয়ন করিব ; তাহাতে -সে তোমার কৰ্ত্তব্য তোমাকে কহিবে। “ সে উত্তর করিল, তুমি যাহা কহিতেছ, সে সমস্তুই আমি করিব। * পরে সে শস্যমন্দনস্থানে গিয়া আপন শ্বশ্রীর তাবৎ আদেশানুসারে করিল । * অপর বোয়স ভোজন পান পূৰ্ব্বক অন্তঃকরণ তৃপ্ত করিয়া শস্যরাশির প্রান্তে শয়ন করিতে গেলে রূৎ ধীরে ২ আসিয়া তাহার চরণ অনাবৃত করিয়া শয়ন করিল।
  • পরে মধ্যরাত্রি সময়ে ঐ পুরুষ অস্থির হইয়। পাশ্ব পরিবহন করিয়া আপনার চরণ সমীপে এক স্ত্রী শয়ন করিয়াছে ইহা টের পাইল । * তখন সে জিজ্ঞাসিল, তুমি কে ? তাহাতে সে উত্তর করিল, আমি তোমার দাসী রূহ ; তুমি আমাকে আশ্রয় দেও, কেননা তুমি আমার নিকটস্থ জ্ঞাতি । * তাহাতে সে কহিল, হে আমার কন্যে, তুমি পরমেশ্বরেতে ধন্য, কেননা ধনবান কি দরিদ্র কোন যুৱ পুরুষের পশ্চাদ্বর্কিনী না হওয়াতে তুমি প্রথমাপেক্ষা শেষে অধিক সদ্ভাব দেখাইল । ** অতএব হে কন্যে, ভয় করিও না, আমি তোমার জন্যে তোমার

উক্ত সমস্তই করিব ; কেননা তুমি যে সাধ্বী; 266 ৰূৎ ৷ [৩,৪ অধ্যায় । ইহ নগরদ্বারের তাবৎ লোক জানে। ১২ আমি জ্ঞাতি ইহা সত্য ; কিন্তু আমাহইতেও তোমার নিকটসম্পকৰ্কীয় আর এক জ্ঞাতি আছে। ** অদ্য রাত্রি থাক ; প্রাতঃকালে সে যদি তোমার প্রতি ডাতির কৰ্ত্তব্য করে, তবে ভাল, সে জ্ঞাতির কৰ্ত্তব্য কর্ম করুক ; কিন্তু সে যদি তোমার প্রতি জ্ঞাতির কৰ্ত্তব্য, করিতে অনিচ্ছুক হয়, তবে পরমেশ্বরের নামে দিব্য করিতেছি, আমি তোমার প্রতি জ্ঞাতির কৰ্ত্তব্য কর্ম করিব ; তুমি প্রাতঃকাল পর্যন্ত শয়ন কর ।

  • তাহাতে রূৎ প্রাতঃকাল পর্যন্ত তাহার চরণ সমীপে শয়ন করিয়া থাকিল, এবথ এক জন অন্যকে চিনিতে পারে, এমত সময়ের পূৰ্ব্বে উঠিল ; কারণ বোয়স কহিল, এই স্ত্রী শস্যমৰ্দ্দন স্থানে আসিয়াছিল, ইহা প্রকাশ না হউক । ** সে আরো কহিল, তোমার গাত্রীয় বস্ত্র পাতিয়া ধর ; তাহাতে সে বস্ত্র পাতিলে সে ছয় পাত্র যব মাপিয় তাহার মস্তুকে দিয়া নগরে গেল। ** অপর রূৎ আপন শ্বশ্ৰুর নিকটে আইলে তাহার শ্বশ্ৰী কহিল, হে আমার কন্যে, কি হইল ? তাহাতে সে আপনার প্রতি সেই পুরুষের কৃত সমস্ত কর্ম তাহাকে জ্ঞাত করিল। ** এব^ কহিল, শ্বশ্রীর নিকটে রিক্ত হন্তে যাইও না, ইহা বলিয়া সে আমাকে এই ছয় পাত্র যব দিল । ** পরে তাহার শ্বশ্রা তাহাকে কহিল, হে আমার কন্যে, এ বিষয়ে কি ঘটিবে, তাহা যাবৎ জানিতে না পরি, তাবৎ বসিয়া থাক ; কেননা সে মানুষ আদ্য এ কর্মের শেষ না করিয়া বিশ্রাম করিবে না ।

৪ অধ্যায় { ১ বিচারস্থানে বোয়সের গমন ও ডস্তুতিকে ডাকন, ও ও ডাতি স্বীকার না করিলে তাহার ইলীমেলকের ক্ষেত্র ক্রয় করণ, ১৩ ও রূত্তের বিবাহ ও সন্তান প্রসব করণ, ১৮ ও পেরসের বKশfবলি ।

  • পরে বোয়স নগরদ্বারে যাইয়া সেই স্থানে বসিয়া থাকিল; এব^ যে জ্ঞাতির কথা কহিয়াছিল, সেই ব্যক্তি ঐ পথ দিয়া গমন করিলে বোয়স, তাহাকে ডাকিল, ওহে অমুক, ফিরিয়া এই স্থানে আসিয়া বৈস ; তাহাতে সে পাশ্বে আসিয়া বসিল । * পরে বোয়স নগরের দশ জন প্রাচীনকে ডাকিয় কহিল, তোমরাও এই স্থানে বৈস ; তাহাতে তাহারা বসিল । * তখন বোয়স্থ ঐ জাতিকে কহিল, আমাদের ভুতি৷ ইলীমেলকের যে ভূমি ছিল, তাহ মোয়াব দেশহইতে আগত নয়মী বিক্রয় করিতেছে । * অতএব আমি তোমাকে এই কথা জানাইতে মনস্থ করিলাম, তুমি নগরনিবাসিদের ও আ