পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ १० লাম ; এবং ইসুয়েল বংশের অগ্নিকৃত তাবৎ উপহার তোমার পিতৃবxশকে দিলাম। ২৯ অতএব আমি আপন আবাসে যাহা ২ উৎসর্গ করিতে আজ্ঞা করিয়াছি, আমার সেই সকল বলি ও নৈবেদ্যের উপরে তোমরা কেন পদাঘাত কর ? আমার প্রজা ইসুয়েল বংশের শ্রেষ্ঠ নৈবেদ্যদ্বারা যাহাতে তোমরা হৃষ্টপুষ্ট হও, এই আশয়ে তুমি আমা অপেক্ষ আপন পুত্রদিগকে মান্য করিতেছ। ** অতএব ইদ্রায়েলের প্রভু পরমেশ্বর কহেন, তোমার বখশ ও তোমার পিতৃবংশ আমার সম্মুখে সৰ্ব্বদা পরিচর্য্যা করিবে, এই কথা আমি নিশ্চয় কহিয়াছিলাম ; কিন্তু এখন পরমেশ্বর কহেন, তাহ আমার নিকটহইতে দূর হউক। যাহারা আমাকে মান্য করে, তাহাদিগকে আমি মান্য করিব ; কিন্তু যাহারা আমাকে তুচ্ছ করে, তাহারা তুচ্ছীকৃত হইবে।” দেখ,আমি যে সময়ে তোমার বাহু ও তোমার পিতৃব^শের বাহু ছেদন করিব, ও তোমার বংশে এক বৃদ্ধ থাকিবে না, এমত সময় আসিতেছে। * তাহাতে তুমি আমার আবাসে এবং ইস্রায়েল বংশকে দত্ত সমস্ত মঙ্গলে শজুকে নিযুক্ত দেখিবা, এবং তোমার ব৯শে কেহ কথনে বৃদ্ধ হইবে না। * আর আমি আপন যজ্ঞবেদিহইতে তোমার যে মনুষ্যকে ছেদন না করিব, সে তোমার চক্ষুঃক্ষয়ার্থে ও তোমার অন্তঃকরণের শোক জন্মাইতে থাকিবে, এব^ তোমার বংশে উৎপন্ন তাবৎ লোক যৌবনাবস্থায় মরিবে। ** এবণ, হফনি ও পানিহস্ নামে তোমার দুই পুত্রের প্রতি যাহা ঘটিবে, তাহা তোমার এক চিহ্নস্বরূপ হইবে ; তাহার। দুই জন এক দিবসে মরিবে। * আর আমি আপনার নিমিত্তে এক বিশ্বাস্য যাজককে উৎপন্ন করিব, সে আমার অভিমত ও অভিলষিত কর্ম করিবে ; আমি তাহার এক চিরস্থায়ি বxশ ংপন্ন করিব ; সে সৰ্ব্বদা আমার অভিষিক্তের সম্মুখে পরিচর্য্য করবে। ** এব^ তোমার বKশের অবশিষ্ট প্রত্যেক জন আসিয়া এক রৌপ্যমুদ্র ও এক খণ্ড রুটীর নিমিত্তে নত হইয়। তাহাকে কহিলে, বিনয় করি, আমি যাহাতে এক খণ্ড রুটী খাইতে পাই, এমত কোন যাজকন্দ্রপদে আমাকে নিযুক্ত করুন। ৩ অধ্যায় । ১ শিমুয়েলের প্রতি পরমেশ্বরের অঙ্কিান, ১১ ও শিমূয়েলের প্রতি এলি বণ্ডশের বিনাশ প্রকাশিত হওন, ১৫ ও এলির কাছে তাহ শিমুয়েলের প্রকাশ করণ, ১৯ ও শিমুয়েলের যশের বৃদ্ধি ।

  • তৎকালে শিমূয়েল বালক এলির সমক্ষে পরমেশ্বরের পরিচর্য্যা করিত। আর ঐ সময়ে পর

270 ১ শিমুয়েল। [৩ অধ্যায় । মেশ্বরের বাক্য দুর্লভ ছিল, দর্শন প্রায় প্রকাশিত হইত না। আর ক্ষীণদৃষ্টি হওয়াতে এলি আর দেখিতে পাইল না । এক দিন এলি আপন স্থানে শয়ন করিয়াছিল, এবং ঈশ্বরীয় সিন্দুক যে স্থানে ছিল, সেই স্থানে অর্থাৎ পরমেশ্বরের প্রাসাদের মধ্যে ঈশ্বরীয় প্রদীপ নিৰ্ব্বাণের পূৰ্ব্বে শিমুয়েল শয়ন করিয়াছিল ; “ ইতিমধ্যে পরমেশ্বর শিমুয়েলকে ডাকিলেন ; তাহাতে সে উত্তর করিল,এই আমি । * পরে সে এলির নিকটে দৌড়িয়া যাইয়া কহিল, এই আমি ; আপনি কি আমাকে ডাকিলেন ? তাহাতে সে কহিল, আমি ডাকি নাই, তুমি পুনৰ্ব্বার শয়ন কর। তখন সে যাইয়া শয়ন করিল । * পরে পরমেশ্বর পুনৰ্ব্বার ডাকিলেন, হে শিমুয়েল ; তাহাতে শিমুয়েল উঠিয়া এলির নিকটে যাইয়া কহিল, এই আমি ; আপনি কি আমাকে ডাকিলেন ? সে কহিল, হে আমার পুত্র, আমি ডাকি নাই, পুনৰ্ব্বার শয়ন কর । " সেই সময়ে শিমুয়েল পরমেশ্বরের রব জ্ঞাত ছিল না, এব^ তাহার নিকটে পরমেশ্বরের বাক্যও প্রকাশিত হয় নাই । ৮ পরে পরমেশ্বর তৃতীয় বার শিমুয়েলকে ডাকিলেন ; তাহাতে সে উঠিয়া এলির নিকটে যাইয়া কহিল, এই আমি ; আপনি কি আমাকে ডাকিলেন ? তখন পরমেশ্বর ঐ বালককে ডাকিতেছেন, ইহা বুঝিয়া এলি শিমুয়েলকে কহিল, তুমি যাইয়। শয়ন কর ; তিনি যদি আর বার তোমাকে ডাকেন, তবে “ হে পরমেশ্বর, কহুন, তাপনকার দাস শুনিতেছে, এই উত্তর দিব । তাহাতে শিমুয়েল যাইয়া আপন স্থানে শয়ন করিল। ** পরে পরমেশ্বর আসিয়া দণ্ডায়মান হইয়৷ অন্য সময়ের ন্যায় ডাকিয়া কহিলেন, হে শিমুয়েল, হে শিমুয়েল তাহাতে শিমুয়েল উত্তর করিল, কহুন, আপনকার দাস শুনিতেছে ।

    • তখন পরমেশ্বর শিমুয়েলকে কহিলেন, দেখ, আমি ইস্রায়েলের মধ্যে এক কর্ম করিব, তাহা যে ২ শুনিবে, তাহার কর্ণদ্বয় শিহরিয়া উঠিবে। * আমি এলির পরিবারের বিষয়ে যাহ ২ কহিয়াছি, সে সমস্ত প্রথমাবধি শেষ পর্যন্ত সেই দিনে সম্পন্ন করিব। - তাহার পুত্ৰগণ আপনাদিগকে শাপগুস্ত করিয়াছে, তথাপি সে তাহাদিগকে দমন করে নাই, এই যে অপরাধ তাহার মন জানে, তজন্যে আমি তাহার ব^শকে নিত্যস্থায়ি দণ্ড দিব, এই কথা তাহাকে কহিলাম। ** এবং বলিদান ও নৈবেদ্য উৎসগ করিলেও এলির ব^শের অপরাধ কখন পরিষ্ণকৃত হইবে না, ইহা অামি এলির পরিবারের বিষয়ে দিব্য করিলাম ।
  • অপর শিমুয়েল পুনরায় শয়ন করিয়া