পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ অধ্যায়।] প্রভাতে পরমেশ্বরীয় আবাসের কপাট মুক্ত করিল ; কিন্তু শিমুয়েল এলির কাছে ঐ দশনের বিষয় প্রকাশ করিতে ভীত হইল। ** পরে এলি শিমুয়েলকে ডাকিয়া কহিল, হে আমার পুত্র শিমুয়েলঃ তাহাতে সে উত্তর করিল, এই আমি। ** তখন এলি জিজ্ঞাসিল, তিনি তোমার কাছে কি কথা প্রকাশ করিলেন ? বিনয় করি, আমাহইতে তাহা গোপন করিও না ; ঈশ্বর যে ২ কথা তোমাকে কহিলেন, তাহার কোন কথা যদি আমাহইতে গোপন কর, তবে তিনি অমুক ও ততোধিক প্রতিফল তোমাকে দিউল। ** তখন শিমুয়েল তাহাকে সমস্ত বৃত্তান্ত কহিল, কিছুই গোপন করিল না। তাহাতে এলি কহিল, তিনি পরমেশ্বর ; তাহার যাহা ভাল বোধ হয়, তাহাই করুন ।

    • পরে শিমূয়েলের বয়স বৃদ্ধি পাইলে পরমেশ্বর তাহার সঙ্গে থাকিয় তাহার কোন বাক্য ব্যর্থ হইতে দিলেন না। ২• তাহাতে শিমুয়েল পরমেশ্বরের এক বিশ্বাস্য ভবিষ্যদ্বক্তা, ইহা দান অবধি বেরশেবা পর্যন্ত ইসায়েলের তাবৎ লোক জ্ঞাত হইল। ** এই রূপে পরমেশ্বর শীলোতে আপনাকে পুনঃ ২ প্রকাশ করিতেন, অর্থাৎ পরমেশ্বর আপনার বাক্যদ্বারা শিমূয়েলের কাছে শীলোতে প্রকাশিত হইতেন; তাহাতে শিমুয়েলের বাক্য তাবৎ ইস্রায়েল, ব^শের মধ্যে প্রচলিত হইল।

৪ অধ্যায় । ১ এবন-এষর স্থানে ইস্রায়েল্ বংশের পরাম্ভ হওন, ৩ ও শীলেtহইতে নিয়মসিন্দুক শিবিরে আনয়ন, ১• ও পুনৰ্ব্বার পরাস্ত হওন ও এলির দুই পুত্রের হত হওন, ১২ ও তাঁহা শুনিয়া এলির মৃত্যু হওন, ১৯ ও তাঁহার পুত্রবধুর প্রসব ও মৃত্যু হওন।

  • অনন্তর ইস্রায়েলের তাবৎ বংশ পিলেষ্টীয়দের সহিত যুদ্ধার্থে নিগর্ত হইয় এবন-এষরে শিবির স্থাপন করিল, এবং পিলেষ্টীয়েরা অফেকে শিবির স্থাপন করিল পরে পিলেষ্টীয়েরা ইসুয়েল রংশের বিরুদ্ধে সৈন্যরচনা করিল, এবং যুদ্ধ ব্যাপ্ত হইলে ইস্রায়েল বংশ পিলেষ্টীয়দের সম্মুখে পরাস্ত হইল ; তাহাতে ঐ যুদ্ধক্ষেত্রে সৈন্যশ্রেণীর প্রায় চারি সহস্ৰ লোক হত হইল ।

৩ পরে লোকেরা শিবিরে প্রবেশ করিলে ইস্রায়েল বংশের প্রাচীনগণ কহিল, পরমেশ্বর অদ্য পিলেষ্টীয়দের সম্মুখে আমাদিগকে কেন পরাস্ত করিলেন ? আইস, আমরা শীলোহইতে আপনাদের নিকটে পরমেশ্বরের নিয়মসিন্দুক আনাই, তাহাতে তিনি আমাদের মধ্যে উপস্থিত ১ শিমুয়েল। २ १> হইয়। শম্ভুগর্ণের হস্তহইতে তামাদিগকে রক্ষা করিবেন। * পরে তাহারা শীলোতে লোক পাঠাইয়া কিরূবেতে আরূঢ় সৈন্যাধ্যক্ষ পরমেশ্বরের নিয়মসিন্দুক শীলোহইতে আনাইল । তখন হফনি ও পানিহস নামে এলির দুই পুত্র সে স্থানে ঈশ্বরের নিয়মসিন্দুকের সহিত ছিল। * পরে পরমেশ্বরের নিয়মসিন্দুক শিবিরে উপস্থিত হইলে ইসায়েলের তাবৎ বংশ এমত মহাসিংহনাদ করিল, যে তাঁহাতে পৃথিবী কঁাপিতে লাগিল। * তখন পিলেষ্টীয়েরা ঐ সিংহনাদের ধ্বনি শুনিয়া জিজ্ঞাসিল, ইন্দ্রীয়দের শিবিরে এই রূপ মহাসিAহনাদ,কেন হইতেছে । পরে পরমেশ্বরের নিয়মসিন্দুক শিবিরে আসিয়াছে, ইহা অবগত হইয় । পিলেফ্টীয়ের ভীত হইয়া কহিল, ঈশ্বর শিবিরে আসিয়াছেন। আরো কহিল, হায় হায় ! ইহার পূৰ্ব্বে কখনো এমত হয় নাই । ৮ হায় হায় ! সেই পরাক্রমি ঈশ্বরের হস্তহইতে আমাদিগকে কে উদ্ধার করিবে ? এ সেই ঈশ্বর, যিনি প্রান্তরে নানা প্রকার আঘাতদ্বারা মিস্ট্রীয়দিগকে বধ করিলেন। • হে পিলেষ্টীয়ের, আপনাদিগকে বলবান করিয়া বীরতত্ত্ব দেখাও ; নতুবা এই ইন্দ্রীয় লোকেরা যেমন তোমাদের দাস হইল, তদ্রুপ তোমরা তাহাদের দাস হইবা ; অতএব পুরুষতা দেখাইয়া যুদ্ধ কর।

  • তাহাতে পিলেষ্টীয়ের যুদ্ধ করিলে ইস্রায়েল বংশ পরাস্ত হইয়া প্রত্যেক জন আপন ২ বাসস্থানে পলায়ন করিল। এই মহাসAহারে ইস্রায়েল বংশের ত্রিশ সহস্র পদাতিক মারা পড়িল এবং ঈশ্বরের নিয়মসিন্দুক শত্ৰুহস্তগত হইল, এব^ এলির দুই পুত্র হফনি ও পানিহস হত হইল ।

১২ তখন বিন্যামীন বংশের এক জন বস্ত্র ছিড়িয়া মস্তকে ধূলি দিয়া সৈন্যশ্রেণীহইতে পলায়ন করিয়া সেই দিবসে শীলোতে উপস্থিত হইল। ১৬ তাহার আগমন সময়ে সে স্থানে এলি পথপাশ্বে আসনে বসিয়া কি ঘটিবে, ইহার প্রতীক্ষা করিতেছিল ; কেননা তাহার অন্তঃকরণ ঈশ্বরের কের জন্যে কম্পান্বিত ছিল। পরে সে লোক নগরে উপস্থিত হইয়া ঐ সংবাদ দিলে নগরস্থ তাবৎ লোক হাহাকার করিল। ** তাহাতে এলি ঐ হাহাকারের শব্দ শুনিয়া জিজ্ঞাসা করিল, এই কলরবের কারণ কি? তাহাতে সে লোক শীঘু আসিয়া এলিকে কহিল। * ঐ সময়ে এলি আটানব্বই বৎসর বয়স্ক ছিল, এবং ক্ষীণদৃষ্টি হওয়াতে দেখিতে পাইল না। * সে মনুষ্য এলিকে কহিল, আমি সৈন্যশ্রেণীহইতে আগত লোক, আদ্যই সৈন্যশ্রেণীহইতে পলাইয়া আইলাম। তাহাতে এলি জিজ্ঞাসিল, 271