পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ १२. হে আমার পুত্ৰ, সমাচার কি ? *? সে দূত উত্তর করিল, ইস্রায়েল বংশ পিলেষ্টীয়দের সমুখহইতে পলায়ন করিল, ও তাহাদের মধ্যে অনেক লোক হত হইল ; বিশেষতঃ হফনি ও পানিহস নামে তোমার দুই পুত্রগু হত হইল, এবং ঈশ্বরের শকুহস্তগত হইল। * তখন ঈশ্বরের সিন্দুকের নাম করিবামাত্র এলি দ্বারের পাশ্বে আসনহইতে পশ্চাৎ পতিত হইল ; তাহাতে তাহার গ্রীব ভগ্ন হওয়াতে সে মরিল, কেননা সে বৃদ্ধ ও ভারী ছিল। ঐ এলি চল্লিশ বৎসরাবধি ইস্রায়েল বংশের বিচার করিয়াছিল।

    • সেই সময়ে তাহার পুত্রবধু পানিহসের স্ত্রী গৰ্ত্তবর্তী, ও তাহার প্রসবকাল নিকট ছিল ; অপর ঈশ্বরের সিন্দুক শত্ৰুহন্তগত হইয়াছে, এব^ আপনার শ্বস্তুর ও স্বামী মরিয়াছে, এই সংবাদ শুনিয়া সে অধোমুখী হইয়া প্রসব করিল ; কারণ তাহার প্রসববেদনা উপস্থিত হইল। ২ * তখন তাহার মরণ সময়ে তাহার নিকটে দণ্ডায়মান স্ত্রীগণ তাহাকে কহিল, ভয় নাই, তুমি পুত্রকে প্রসব করিলা । কিন্তু সে কিছুই উত্তর দিল না, ও কিছুই মনোযোগ করিল না। কেবল বালকের নাম ঈখাবোদ্‌ ( নিস্তেজ ) রাখিয়া কহিল, ইস্রায়েল ব^শহইতে তেজ গেল। কেননা ঈশ্বরের সিন্দুক শজুহস্তগত হইয়াছিল, এব^ তাহার শ্বশুরের ও স্বাfমর মৃত্যু হইয়াছিল ; ২২ অতএব ঈশ্বরের সিন্দুক শজুহস্তগত হওয়াতে সে কহিল, ইসুয়েল বংশহইতে তেজ গেল ।

৫ অধ্যায় । ১ দাগোন দেবের মন্দিরে সিন্দুক রাখন, ৩ ও দাগে - নের ভগ্নতা এবং অস্দেীদের ও গাত্তের লোকদের পীড়িত ও বিনষ্ট হওন, ১ • ও ইক্রোণে সিন্দুক প্রেরণ ।

  • পরে পিলেষ্টীয়েরা ঈশ্বরের সিন্দুক লইয়। এবন-এষরহইতে অসদোদে আনিল । * তাহার পর পিলেষ্টীয়েরা ঈশ্বরের সিন্দুক লইয়৷ দাগোন দেবের মন্দিরে আনিয়া দাগোনের পাশ্বে স্থাপন করিল।

° তাহাতে পরদিবসে অস্দোদের লোকেরা প্রত্যুষে উঠিয়া দেখিল, পরমেশ্বরের সিন্দুকের সম্মুখে দাগোনু দেব মৃত্তিকাতে উবুড় হইয় পতিত আছে; তাহাতে তাহারা দাগোন দেবকে লইয়া পুনৰ্ব্বার স্বস্থানে স্থাপন করিল। " এব^ তাহার পরদিবসেও লোকের প্রত্যুষে উঠিয় দেখিল, পরমেশ্বরের সিন্দুকের সম্মুখে দাগোন দেব মৃত্তিকাতে উবুড় হইয়া পতিত আছে, এবং গোবরাটে দাগোনের ছিন্ন মস্তক ও দুই কর 272 ১ শিমুয়েল। [৫,৬ অধ্যায় । আছে, কেবল তাহার মৎস্যভাগ অবশিষ্ট আছে। “ এই নিমিত্তে দাগোনের পুরোহিত প্রভূতি যত লোক দাগোনের মন্দিরে প্রবেশ করে, তাহাদের মধ্যে অস্দোদে স্থিত দাগোনের গোবরাটে অদ্য পর্যন্ত কেহ পা দেয় না। * অপর পরমেশ্বর অস্দোদীয় লোকদিগকে ক্লেশ দিয়া সAহার করিলেন, অর্থাৎ অসদোদের ও তাহার সীমার অনেক লোককে অশোরোগদ্বারা আঘাত করিলেন । * পরে অসদোদীয় লোকেরা এই রূপ দেখিয়া কহিল, ইসায়েলের ঈশ্বরের সিন্দুক আমাদের কাছে থাকিবে না, কেননা আমাদের ও আমাদের দেবতা দাগোনের প্রতি তিনি ক্লেশদায়ক । ৮. অতএব তাহার লোক পাঠাইয়া পিলেষ্টীয়দের অধ্যক্ষগণকে আপনাদের নিকটে একত্র করিয়া কহিল, ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুকের বিষয়ে আমাদের কি কৰ্ত্তব্য ? অধ্যক্ষগণ কহিল, ইসায়েলের ঈশ্বরের সিন্দুক গাং নগরে নীত হউক। তাহাতে তাহারা ইসুয়েলের ঈশ্বরের সিন্দুক তথায় লইয়া গেল । * লইয়া গেলে পর পরমেশ্বর আত্যন্তিক বিপদদ্বারা ঐ নগরকে ক্লেশ দিয়া নগরের ক্ষুদ্র কি মহান সকলকেই আঘাত করিলেন, অর্থাৎ তাহাদের অশোরোগ হইল।

  • পরে তাহারা ঈশ্বরের সিন্দুক ইক্রোণ নগরে প্রেরণ করিল। কিন্তু ঈশ্বরের সিন্দুক ইক্রোণে উপস্থিত হইলে সেই ইক্রোণ নগরীয় লোকেরা উচ্চৈঃস্বরে কহিল, আমাদিগকে ও আমাদের লোকদিগকে বধ করণার্থে তাহারা আমাদের কাছে ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক আনিল । ** অপর তাহার1 লোক পাঠাইয়। পিলেষ্টীয়দের তাবৎ অধ্যক্ষকে একত্র করিয়৷ কহিল, ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক যেন আমাদিগকে ও আমাদের লোকদিগকে বধ না করে, এই জন্যে তাহাকে পুনৰ্ব্বার আপন স্থানে প্রেরণ

কর । কেননা ঈশ্বর সে স্থানে অত্যন্ত ক্লেশ দায়ক হওয়াতে নগরের সৰ্ব্বত্র মড়করূপ বিপদ ঘটিল। ** এবং যে লোকের বাচিল, তাহার। অশোরোগেতে পীড়িত হইল ; অতএব নগরীয় লোকদের অাৰম্বর আকাশ পর্যন্ত উঠিল। ৬ অধ্যায় । ১ ইস্রায়েল্ লোকদের কাছে সিন্দুক পাঠাইতে পিলেষ্টীয়দের মঅণ, ১ • ও সিন্দুক প্রেরণ, ১৯ ও বৈংশেমশে সিন্দুকে দৃষ্টিপাত করতে লোকদের মধ্যে মহামারী হওন, ২১ ও কিরিয়ৎ-যিয়ারীমে সিন্দুক প্রেরণ । • পরমেশ্বরের সিন্দুক পিলেষ্টীয়দের দেশে সাত মাস পর্য্যন্ত থাকিল। ২ অপর পিলেষ্টা