পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ অধ্যায় ।] হইয়। রামতে শিমুয়েলের নিকটে আসিয়া “ তাহাকে কহিল, দেখ, তুমি বৃদ্ধ হইয়াছ, এব^ তোমার পুত্ৰগণ তোমার পথে চলে না ; অতএব ভিন্ন জাতীয় তাবৎ লোকদের ন্যায় আমাদের বিচার করিতে তুমি আমাদের উপরে এক রাজা নিযুক্ত কর।

  • আমাদের বিচার করিতে এক রাজা নিযুক্ত কর, তাহাদের এই কথা শিমূয়েলের মন্দ বোধ হইল ; তাহাতে শিমুয়েল পরমেশ্বরের উদ্দেশে প্রার্থনা করিল। * তখন পরমেশ্বর শিযুয়েলকে কহিলেন, এই লোকেরা তোমার কাছে যাহা ২ কহিল, সেই সমস্ত বিষয়ে তাহাদের বাক্য শুন ; কেননা তাহার যে তোমাকে ত্যাগ করিল তাহা নহে, বরং আমি যেন তাহাদের উপরে রাজতর না করি, এই অভিপ্রায়ে তাহারা আমাকেই ত্যাগ করিল। ৮ মিসর হইতে আমাদ্ধারা তাহীদের আনয়ন দিন অবধি অদ্য পর্যন্ত তাহারা (আমার সহিত) যে রূপ ব্যবহার করিয়া আসিতেছে, অর্থাৎ ইতর দেবগণের সেবা করণার্থে আমাকে ত্যাগ করিয়া আসিতেছে, তদ্রুপ ব্যবহার তোমার সহিতও করিতেছে। * তথাপি এখন তাহীদের বাক্য গুন ; কিন্তু তাহাদের নিকটে অতি দৃঢ় রূপে আপন মত জানাও, এবং তাছাদের উপরে যে রাজতন্ত্ৰ করিবে, সেই রাজার রীতি তাহাদিগকে জ্ঞাত কর ।
    • পরে শিমুয়েল রাজপ্রার্থনাকারি লোকসমূহের নিকটে পরমেশ্বরের এই সকল কথা কহিল । ** আরো কহিল, তোমাদের উপরে রাজতন্ত্রকারি রাজার এই রূপ রীতি হইবে ; সে তোমাদের পুত্রগণকে লইয়া আপনার রথারূঢ় ও অশ্বারূঢ় সৈন্য করিবে, এবx তাহাদের কাহাকে ২ আপন রথের আগে ধাবমান করাইবে। *ং সে তাহাদিগকে আপনার সহস্পতি ও পঞ্চাশৎপতি নিরূপণ করিবে, এবং আপন ভূমির কৃষি করণার্থে ও শস্য ছেদনার্থে এবং যুদ্ধান্ত্র ও রথের সজ্জা নির্মাণ করণার্থে নিরূপণ করিবে। ** এবং সে মোদককারিণী ও পাচিক ও ভজ্জিকা করণার্থে তোমাদের কন্যাগণকে গ্রহণ করিবে i ** এবং তোমাদের সর্বাপেক্ষা উত্তম শস্যক্ষেত্র ও দুfক্ষাক্ষেত্র ও জিতবৃক্ষ লইয়া আপন ভূতাদিগকে দিবে। * এব^ তোমাদের বীজের ও দ্রাক্ষার দশমাংশ লইয়া আপন গৃহাধ্যক্ষ ও ভূতাদিগকে দিবে। ** এবং সে তোমাদের দাস ও দাসী ও সৰ্ব্বোত্তম যুব পুরুষ ও গর্দভদিগকে লইয়া আপন কার্যে নিযুক্ত করবে। * সে তোমাদের মেষগণের দশমাংশ লইবে, ও তোমরা তাহার দাস হইব । ৮ সেই সময়ে তোমরা আপনা

2 N 2 > শিমুয়েল l Ꭶ☾Ꮔ☾ দের মনোনীত রাজা প্রযুক্ত বিলাপ করিব ; কিন্তু পরমেশ্বর সেই সময়ে তোমাদিগকে উত্তর দিবেন না ।

    • তথাপি লোকের শিমুয়েলের বাক্য শুনিতে অসম্মত হইয়া কহিল, না ২, আমাদের এক জন রাজা হউক ; ** তাহাতে আমরাও ভিন্নজাতীয় তাgৎ লোকের ন্যায় হইব ; ও সেই রাজা আমাদের বিচার কারবে ও আমাদের অগ্রসর হইয়া যুদ্ধ করিবে । * তখন শিমুয়েল লোকদেৱ সমস্ত কথা শুনিয়া পরমেশ্বরের কর্ণগোচরে নিবেদন করিল। ২২ তাহাতে পরমেশ্বর শিমুয়েলকে কহিলেন, ভূমি তাহাদের , কথা শুনিয়া তাঁহাদের নিমিত্তে এক জন রাজা স্থির কর ; পরে শিমুয়েল্ ইসায়েল বংশকে কহিল, তোমরা প্রত্যেকে আপন ২ নগরে যাও । ।

৯ অধ্যায় । ১ শৌলের হারাণ গৰ্দ্দভী অনুসন্ধান করণ, ১১ ও শিমুয়েগের কাছে যাওন, ১৫ ও শৌলকে শিমূয়েলের ভোজন করiওন, ২৫ ও তাহকে বিদায় করিত্তে তাহার সঙ্গে বাহিরে যাওন ।

  • ঐ সময়ে বিন্যামীন বংশীয় অফীহের বৃদ্ধপ্রপৌত্র বিখোরতের প্রপৌত্র সিরোরের পৌত্র অবীয়েলের পুত্র কীশ নামে বিক্রমশালী এক লোক ছিল ; খ এবং শৌল নামে তাহার এক পরম সন্দর যুব পুত্র ছিল ; ইস্রায়েল বংশে তদপেক্ষা সুন্দর কোন পুরুষ ছিল না, এবং সে অন্য সমস্ত লোকহইতে এক মন্তক দীর্ঘ ছিল। ৩ অপর ঐ শৌলের পিতা কীশের গৰ্দ্দভী সকল হারাণ হওয়াতে সে আপন পুত্র শৌলকে কহিল, তুমি এক জন দাসকে সঙ্গে লইয়া উঠিয়া গৰ্দ্দভীদের অম্বেষণ করিতে যাও। * তাহাতে সে ইফুয়িম পৰ্ব্বত দিয়া ভুমণ করিয়া শালিশ প্রদেশ দিয়া গমন করিল, কিন্তু তাহাদের উদ্দেশ পাইল না। পরে তাহারা শালীম প্রদেশ দিয়া গমন করিল ; সেখানেও নাই। পরে সে বিনামীন দেশে গমন করিল, কিন্তু সেখানেও পাইল না। * অনন্তর সুফ প্রদেশে উপস্থিত হইলে শৌল আপন সঙ্গি দাসকে কহিল, আইস, আমরা ফিরিয়া যাই ; কি জানি আমার পিতা গৰ্দ্দভীদের জন্যে আর ভাবিত না হইয়া আমাদের জন্যে ভাবিত হন। * তাহাতে সে কহিল, দেখ, এই নগরে ঈশ্বরের এক লোক থাকে ; সে অতি মান্য, এবং যাহা ২ কহে সকলি সিদ্ধ হয় ; অতএব আইস, আমরা এখন সেই স্থানে যাই ; হয় তো সে আমাদের গন্তব্য পথ জানা- . ইতে পারিবে । * তখন শৌল দাসকে কহিল, দেখ, যদি আমরা যাই, তবে সে মানুষের কাছে

275.