পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৭৮ মনোনীত ব্যক্তি ; লোকদের মধ্যে ইহার তুল্য কেহ নাই। তাহাতে লোকের জয়ধ্বনি করিয়া কহিল, রাজা চিরজীবী হউন। ** পরে শিমুয়েল লোকদিগকে রাজনীতি কহিল, এব^ তাহা পুস্তকে লিখিয়া পরমেশ্বরের সাক্ষাতে রাখিল ; পরে শিমুয়েল তাবৎ লোককে অাপন ২ বাটীতে বিদায় করিল। ১° এবং শৌলও গিবিয়া নগরে আপন বাটীতে গমন করিল। পরে ঈশ্বর যাহাদের অন্তঃকরণে প্রবৃত্তি দিলেন, এমন এক দল সৈন্য তাহার সহিত গেল। ** কিন্তু এই ব্যক্তি আমাদিগের কি উপকার করিবে ? ইহা বলিয়। দুষ্ট লোকেরা তাহাকে তুচ্ছ জ্ঞান করিয়া উপটৌকন দিল না ; তথাপি সে বধিরের ন্যায় থাকিল । , ১ ১ অধ্যায় ৷ ১ নহেশের নিয়মকথা, ৪ ও শৌলের ও ইস্রায়েল ব^শের প্রতি দূত প্রেরণ ও তা হাদ্বার রক্ষা পাওন, ১ ২ ও শেীলের অভিষিক্ত হওন, ।

  • পরে অন্মোনীয় নাহশ আসিয়া যাবেশ-গিলিয়দের সম্মুখে শিবির স্থাপন করিল ; তাহাতে যাবেশের লোকেরা নাহশকে কহিল, তুমি আমাদের সহিত নিয়ম স্থির কর ; আমরা তোমার সেবা করিব। ২ কিন্তু অন্মোনীয় নাহশ তাহাদিগকে এই উত্তর দিল, আমি তোমাদের সকলের দক্ষিণ চক্ষু উৎপাটন করিয়া ইসায়েলের তাবৎ ব"শে কলঙ্ক রাখিব, তোমাদের সহিত এই নিয়ম করিব। - যাবেশের প্রাচীনের কহিল, জুমি সাত দিবস আমাদের প্রতি ক্ষান্ত থাক ; আমির ইস্রায়েল বংশের তাবৎ অঞ্চলে দূত প্রেরণ করি ; তাহাতে কেহ যদি আমাদিগের উপকার না করে, তবে আমরা বাহির হইয়া তোমার নিকটে আসিব ।
  • অপর দূতগণ শৌলের বাসস্থান গিবিয়া নগরে উপস্থিত হইয়া লোকদের কর্ণগোচরে ঐ স^বাদ কহিল, তাহাতে তাবৎ লোক উচ্চৈঃস্বরে রোদন করিতে লাগিল। * অপর শেীল ক্ষেত্রহইতে বলদের পশ্চাৎ ২ আসিয়া জিজ্ঞাসা করিল, লোকদের কি হইল ? তাহার কেন রোদন করিতেছে ? তাহাতে লোকেরা যাবেশের লোকদের ঐ স^বাদ তাহাকে কহিল । * তখন ঐ সAবাদ শুনিবামাত্র ঈশ্বরের আত্মা শোলেতে *আবির্ভূত হইলে তাহার ক্রোধ অতিশয় প্রজবলিত হইল। " এবং সে দুই বলদ লইয়া খণ্ড ২ করিয়া দূতদ্বারা ইস্রায়েল দেশের সর্বত্র পাঠাইয়া কহিল, যে কেহ শৌলের ও শিমূয়েলের পশ্চাৎ না আসিবে, এই বলদের ন্যায় তাহার বলদের প্রতি করা যাইবে ; তাহাতে , পরমেশ্বর হইতে

278 ১ শিমুয়েল। [১১,১২ অধ্যায় । লোকদের ভয় উপস্থিত হইলে তাহারা সকলে সম্মত হইয়া বাহির হইল । ৮ পরে বেষকেতে তাহাদিগকে গণনা করিলে ইস্রায়েল ব^শের তিন লক্ষ ও যিহুদী ব৯শের ত্ৰিশ সহসু লোক গণিত হইত 1 * পরে তাহারা আগত দূতগণকে কহিল, তোমরা যাইয়া যাবেশ-গিলিয়দের লোকদিগকে কহ, কল্য প্রখর রৌদ্র হওন সময়ে তোমরা উপকার পাইব1; তাহাতে দূতগণ অাসিয়া যাবেশের লোকদিগকে ঐ সমাচার কহিলে তাহারা আনন্দিত হইল । ** পরে যাবেশের লোকের কহিল, কল্য আমরা তোমাদের নিকটে বাহির হইয়া আসিব ; তাহাতে তোমাদের দৃষ্টিতে যাহা ভাল হয়, তাহ আমাদের প্রতি করিব। • • পরদিবসে শৌল আপন লোকদিগকে তিন দল করিয়া বেলা এক প্রহরের মধ্যে শত্রুসৈন্যমধ্যে প্রবিষ্ট হইয়া প্রচণ্ড রৌদ্র হওন পর্যন্ত অন্মোনীয়দিগকে সAহার করিল ; তাহাতে তাহাদের অবশিষ্ট লোকেরা এমত ছিন্নভিন্ন হইল, যে দুই জন এক স্থানে থাকিল না।

    • পরে লোকের শিমুয়েলুকে কহিল, শৌল কি আমাদের উপরে রাজা হইবে ? এই কথা কে ২ কহিয়াছে ? সেই মনুষ্যদিগকে আন, আমরা তাহাদিগকে বধ করি। -- তাহাতে শৌল কহিল, আদ্য কাহাকেও বধ করা যাইবে না, কেননা অদ্য পরমেশ্বর ইসায়েল ব^শকে রক্ষা করিলেন। ** পরে শিমুয়েল লোকদিগকে কহিল, আইস, আমরা গিলগলে যাইয়। সেখানে রাজ্য পুনৰ্ব্বার স্থির করি। * পরে তাবৎ লোক গিল্গলে গিয়া সেই স্থানে পরমেশ্বরের সাক্ষাতে শৌলকে রাজ্যে অভিষেক করিল, এবx সে স্থানে পরমেশ্বরের উদ্দেশে মঙ্গলার্থক বলি উৎসর্গ করিল, এবং শৌল ও ইস্রায়েলের তাবৎ মনুষ্য সেখানে মহা আনন্দ করিল।

১ ২ অধ্যায় । ১ শিমুয়েলের নিৰ্দ্দোষ হওন, ও ও লোকদের অকৃতBBS KBS BB C BBBDBBB BBB BBBS গৰ্জ্জন দ্বারা তাহাদের তীত হওন, ২০ ও শিমুয়েলের তাহাদিগকে সাস্তুন ও উপদেশ দেওন ।

  • পরে শিমুয়েল ইস্রায়েলের তাবৎ ব^শকে কহিল, দেখ, তোমরা আমাকে যাহা ২ কহিলা, আমি তোমাদের সেই সমস্ত কথা শুনিয়া তোমাদের উপরে এক জনকে রাজা করিলাম। * এই দেখ, রাজা তোমাদের সম্মুখবন্ধী আছে; আমি বৃদ্ধ ও পঙ্ককেশ হইলাম ; আর দেখ, আমার পুত্ৰগণ তোমাদের সহিত আছে, এব^ আমি বালককালাবধি অদ্য পর্যন্ত তোমাদের সম্মুখবর্তী হইয়া আসিতেছি। “ দেখ, আমি