পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ অধ্যায় ।] এই স্থানে আছি; তোমরা পরমেশ্বরের বা র্তাহার অভিষিক্রের সাক্ষাতে আমার বিষয়ে প্রমাণ দেও, আমি কাহার গোরু লইয়াছি ? কাহার বা গৰ্দ্দভ লইয়াছি ? কাছার প্রতি বা অন্যায় করিয়াছি ? কাহার উপরে বা দৌরাত্ম্য করিয়াছি ? কিম্বা আপন চক্ষু অন্ধ করিতে কাহার হস্তম্বইতে উৎকোচ গুহণ করিয়াছি ? আমি তোমাদিগকে তাহ ফিরাইয়া দিব। * তাহারা কহিল, আপনি আমাদের প্রতি অন্যায় করেন নাই, ও দৌরাত্ম্য করেন নাই, ও কাহারে হস্তহইতে কিছু গ্রহণ করেন নাই। “ পরে সে তাহাদিগকে কহিল, তোমরা আমার হস্তে (পরের) কোন দ্রব্য পাও নাই, ইহাতে পরমেশ্বর ও উাহার অভিষিক্ত ব্যক্তি অদ্য সাক্ষী আছেন। তাহারা উত্তর করিল, সাক্ষী আছেন।

  • পরে শিমুয়েল লোকদিগকে কহিল, সেই পরমেশ্বর মূসাকে ও হারোণকে নিযুক্ত করিয়াছিলেন, এবং তোমাদের পূৰ্ব্বপুরুষদিগকে মিসরদেশহইতে বাহির করিয়া আনিয়াছেন। " তোমরা এখন দাড়াও ; পরমেশ্বর তোমাদের ও তোমাদের পূৰ্ব্বপুরুষদের প্রতি যে সমস্ত ধর্মকর্ম করিয়াছেন, তদবিষয়ে আমি পরমেশ্বরের সাক্ষাতে তোমাদের সহিত বিবেচনা করিব। ৮ যাকুব মিসরদেশে আইলে পরে যখন তোমাদের পূৰ্ব্বপুরুষেরা পরমেশ্বরের কাছে প্রার্থনা করিল, তখন পরমেশ্বর মূসাকে ও হারোণকে প্রেরণ করিলেন ; তাহাতে তাহারা মিসর হইতে তোমাদের পূর্বপুরুষদিগকে বাহির করিয়া আনিল, এবণ এই স্থানে তাহাদিগকে বাস করাইল। * পরে লোকেরা আপনাদের প্রভূ পরমেশ্বরকে বিস্তৃত হইলে তিনি হাংসোরের সেনাপতি সীষিরার ও পিলেষ্টীয়দের ও মোয়াবীয় রাজার হস্তুে তাহাদিগকে বিক্রয় করিলেন ; তাহাতে তাহার। তাহাদের সহিত যুদ্ধ করিল। ** পরে তাহারা পরমেশ্বরের উদ্দেশে প্রার্থনা করিয়া কহিল, আমরা পাপ করিলাম, আমরা পরমেশ্বরকে ত্যাগ করিয়া বাল দেবগণের ও অস্তারোৎ দেবীগণের সেবা করিলাম ; কিন্তু এখন তুমি শজুহস্তহইতে আমাদিগকে উদ্ধার কর, তাহাতে আমরা তোমার সেবা করিব । ** পরে পরমেশ্বর ষিরুব্বালকে ও বারককে ও ফিপ্তহকে ও শিমশোনকে প্রেরণ করিয়া তোমাদের চতুৰ্দ্দিকস্থ শত্ৰুহন্তহইতে তোমাদিগকে উদ্ধার করিলেন ; তাহাতে তোমরা নিরাপদে বাস করিলা । ** পরে অষ্মোন বংশীয় রাজা নাহশ তোমাদের প্রতিকুলে বাহির হইয়া আসিতেছে, তাহ দেখিয়া তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদের রাজা হইলেও তোমরা আমাকে কহিলা, না, না, কিন্তু

১ শিমুয়েল। ২৭৯ কোন রাজা আমাদের উপরে রাজতন্ত্র করুক। ** অতএব এই দেখ, তোমাদের মনোনীত ও প্রাথিত রাজা ; দেখ, পরমেশ্বর তোমাদের উপরে এক রাজা নিযুক্ত করিলেন । * আর তোমরা যদি পরমেশ্বরকে ভয় করিয়া উাহার সেবা কর, ও উাহারি কথা শুন, ও পরমেশ্বরের আজ্ঞার বিরুদ্ধাচরণ না কর, তবে তোমরা এবx তোমাদের উপরে কতৃৰ্তরপ্রাপ্ত রাজা, উভয়ে প্রভু পরমেশ্বরের অনুবী হও। * কিন্তু যদি পরমেশ্বরের কথা না শুন ও পরমেশ্বরের আজ্ঞার বিরুদ্ধাচরণ কর, তবে পরমেশ্বর যেমন তোমাদের পূর্বপুরুষদের প্রতিকুল ছিলেন, তক্রপ তোমাদেরও প্রতিকুল হইবেন।

    • এখন তোমরা দাড়াও ; পরমেশ্বর তোমাদের সাক্ষাতে যে মহাকৰ্ম্ম করিবেন, তাহ দেখ। ** অদ্য কি গোমশস্য ছেদনের সময় নয় ? ' আমি পরমেশ্বরের উদ্দেশে প্রাথনা করিব ; তাহাতে তিনি মেঘগৰ্জ্জন ও বৃষ্টি করিলে তোমর রাজপ্রার্থনা করাতে পরমেশ্বরের সাক্ষাতে অতি দুষ্টতা করিয়াছ, ইহা দেখিয়া বুঝিব। * পরে শিমুয়েল পরমেশ্বরের উদ্দেশে প্রার্থনা করিলে পরমেশ্বর ঐ দিবসে মেঘগজ্জন ও বৃষ্টি করিলেন ; তাহাতে সমস্ত লোক পরমেশ্বর হইতে ও শিমুয়েলহইতে অতিশয় ভীত হইল। - এবং সমস্ত লোক শিষুয়েলকে কহিল, আমরা যেন না মরি, এই জন্যে ভূমি আপন দাসদের মিমিত্তে আপন প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা কর, কেননা আমরা রাজপ্রার্থনা করাতে পাপের উপরে পাপ করিয়াছি । o খ * পরে ল লোকদিগকে কহিল, যদ্যপি তোমরা এই সমস্ত দুষ্টত করিয়াছ, তথাপি ভয় করিও না ; কিন্তু কোন মতে পরমেশ্বরের পশ্চাদৃগমনে নিবৃত্ত না হইয় আপনাদের সমস্ত অন্তঃকরণের সহিত পরমেশ্বরের সেবা কর। ং ” এবং অসার দেবগণের অনুবন্তী হইয়া বিপথগামী হইও না ; তাহার উপকার ও রক্ষা করণে অক্ষম, কেননা তাহার। আসার । ** পরমেশ্বর আপন মহানামের গুণে আপন প্রজাদিগকে ত্যাগ করিবেন না ; তোমাদিগকে আপন প্রঞ্জা করিতে পরমেশ্বরের মনোভিলাষ আছে । ২৩ এবথ আমি যে তোমাদের জন্যে প্রাথন করিতে জুটি করণদ্বারা পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করি, এমত না হউক ; আমি তোমাদিগকে উত্তমও সরল পথ শিক্ষা করাইব। ২° তোমর কেবল পরমেশ্বরকে ভয় কর, ও আপনাদের সমস্ত আন্তঃকরণের সহিত সত্যরূপে র্তfহার সেবা কর, এবং তিনি তোমাদের জন্যে যে ২ মহৎকর্ম করিয়াছেন, তাহ বিবেচনা কর। ২° নতুবা যদি

279