পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৮০ তোমরা নিতান্ত মন্দ আচরণ কর, তবে তোমর ও তোমাদের রাজা উভয়ে বিনষ্ট হইব। ১৩ অধ্যায় । ১ তিন সহস্ৰ লোককে শেীলের মনোনীত করণ, ৫ ও যুদ্ধ করিতে পিলেষ্টীয়দের একত্র হওন, ৮ ও শিমুয়েল উপস্থিত না হইলে শৌলের হোম করণ, ১১ ও শৌলের প্রতি শিমুয়েলের অনুযোগ, ১৭ ও পিলেষ্টীয়দের তিন দলের কথা, ১৯ ও ইস্রায়েলের মধ্যে কর্মকারের অভাব । • শৌল এক বৎসর রাজ্য করিয়াছিল ; পরে আর দুই বৎসর ইস্রায়েল বংশের উপরে রাজতল করণানন্তর ২ শৌল ইসায়েল বংশের তিন সহস্র সৈন্য মনোনীত করিল , তাহার দুই সহসু মিকমসে ও বৈথেল পৰ্ব্বতে শৌলের সহিত থাকিল ; এব^ এক সহসু বিনামীন প্রদেশস্থ গিবিয়াতে যোনাথনের সহিত থাকিল ; এব^ অন্য সকল লোককে সে অাপন ২ বাসস্থানে বিদায় করিল। * পরে যোনাথন গেবাস্থিত পিলেষ্টীয়দের সৈন্যদল জয় করিলে পিলেষ্টীয়ের তাহ! শুনিল ; তাহাতে শৌল দেশের সৰ্ব্বত্র তুরী ঘোষণা করাইয়া কহিল, ইন্দ্রীয় লোকেরা শুনুক । * তাহাতে পিলেষ্টীয়দের সৈন্যদল শৌলদ্বারা পরাজিত হওয়াতে ইস্রায়েল বংশ পিলেষ্টীয়দের নিকটে ঘূণাসপদ হইল, এই কথা তাবৎ ইসায়েল লোক শুনিল ; পরে লোকেরা শৌলের পশ্চাৎ গিলগলে একত্র হইল। * অপর পিলেষ্টীয়েরা ইস্রায়েল ব^শের সহিত যুদ্ধ করিতে ত্রিশ সহসু রথকে ও ছয় সহস্ৰ অশ্বারূঢ়কে ও সমুদ্রতীরস্থ বালুকার ন্যায় আসস্থ্য লোকদিগকে একত্র করিল ; তাহারা আসিয়া বৈথাবনের পূর্বদিকস্থ মিকমসে শিবির স্থাপন করিল। * তাহাতে উপদ্রব প্রযুক্ত ইস্রায়েল লোকেরা আপনাদিগকে বিপদৃগুস্ত দেখিয়া ধহাতে ও ঝোপে ও পৰ্ব্বতে ও উচ্চ স্থানে ও গন্তে লুক্কায়িত হইল। " এবং ইন্দ্রীয়দের কেহ ২ যদন পার হইয়া গাদ ও গিলিয়দৃ দেশে গেল, এবং শৌল সেই পর্যন্ত গিলগলে থাকিল ; কিন্তু তাহার পশ্চাদৃগামি লোক সকল কম্পান্বিত হইল। ৮ পরে শৌল শিমূয়েলের নিরূপিত কালানুসারে সাত দিবস গৌণ করিল ; কিন্তু শিমুয়েল গিলগলে আগমন না করাতে লোকের তাহার নিকটহইতে ছিন্নভিন্ন হইলে - শৌল কহিল, এই স্থানে আমার নিকটে হোমৰলি ও মঙ্গলার্থক বলি আন ; পরে সে হোমবলি উৎসর্গ করিল। ** হোমবলি উৎসর্গ সমাপ্ত করিবামাত্র শিমুয়েল উপস্থিত হইল , তাহাতে শোল তা 280 ১ শিমুয়েল। [১৩ অধ্যায়। হাকে নমস্কার করণার্থে তাহার সহিত সাক্ষাৎ করিতে গেল ।

    • পরে শিমুয়েল কহিল, তুমি কি করিলা ? শৌল উত্তর করিল, লোকেরা আমার নিকটহইতে ছিন্নভিন্ন হইতেছে, এবx নিরূপিত দিবসের মধ্যে তুমিও আইস নাই, এবং পিলেষ্টীয়েরা মিকমসে একত্রীভূত আছে, ইহা দেখিয়া ১২ আমি কহিলাম, পিলেষ্টীয়ের এখনি নামিয়া গিলগলে আমার নিকটে আসিবে, কিন্তু আমি পরমেশ্বরের উদ্দেশে প্রার্থনা করি নাই ; এই জন্যে আমি সাহস বাধিয়া হোমবলি উৎসর্গ করিলাম। -- তাহাতে শিয়ুয়েল শৌলকে কহিল, তুমি অজ্ঞান লোকের কর্ম করিলা ; তোমার প্রভু পরমেশ্বর তোমাকে যে আজ্ঞা দিয়াছেন, তাহ পালন করিলা না ; করিলে পরমেশ্বর ইস্রায়েল বংশের উপরে তোমার রাজতন্ত্ৰ সদাকাল পর্যন্ত স্থির করিয়া রাখিতেন। ** এখন তোমার রাজ্য স্থির থাকিবে না ; পরমেশ্বর আপন মনের মত এক জনকে নিশ্চয় করিয়1 আপন লোকদের অধ্যক্ষপদে নিযুক্ত করিলেন, কেননা পরমেশ্বর তোমাকে যাহা আজ্ঞা করিয়াছিলেন, তাহা তুমি পালন কর নাই ** পরে শিমুয়েল উঠিয় গিলগলহইতে বিন্যামীনের গিবিয়াতে প্রস্থান করিল ; তখন শৌল গণনা করিয়া ছয় শত লোক আপনার নিকটে বৰ্ত্তমান পাইল । * - শৌল ও তাহার পুত্ৰ যোনাথন ও তাহাদের নিকটে বৰ্ত্তমান লোকের বিন্যামীনের গিৰিয়াতে থাকিল, এবং পিলেষ্টীয়ের মিকমসে শিবির স্থাপন করিয়া থাকিল।
    • পরে পিলেফ্টীয়দের শিবির হইতে তিন দল বিনাশক সৈন্য নির্গত হইল, তাহার এক দল অফুরি পথে গমন করিয়া শিয়াল প্রদেশে গেল। ** এবং অন্য দল বৈথোরোণের পথের প্রতি ফিরিল ; এবং আর এক দল সিবোয়িম উপত্যকাভিমুখ সীমার পথ দিয়া প্রান্তরের দিগে গেল ।
    • ঐ সময়ে ইস্রায়েলের তাবৎ দেশে কৰ্ম্মকার ছিল না ; কারণ পিলেষ্টীয়ের কহিল, পাছে ইন্দ্রীয় লোকের। আপনাদের জন্যে খড়গ ও বড়শা নির্মাণ করে। - অতএব ইস্রায়েলের তাবৎ লোক আপন ২ ফাল বা ছুরিক বা কুড়ালি বা কোদালি শাণ দিতে পিলেষ্টীয়দের নিকটে যাইত। ২১ ফলতঃ তাহাদের ফাল ব৷ ছুরিকা বা বিদ। বা কুড়ালির ধার ভোতা হইলে, কিম্বা কোন অস্ত্রের কাটা সারাইতে হইলে তথায় যাইতে হইত। এই জন্যে যুদ্ধসময়ে শৌলের ও যোনাথনের সঙ্গি লোকদের হস্তুে