পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫ অধ্যায়।]

    • পরে শৌল পিলেষ্টীয়দের পশ্চাদগমনছইতে ফিরিয়া আইল, এবং পিলেষ্টীয়ের অীপন ২ স্থানে গমন করিল। • • শৌল ইস্রায়েল ব২শের রাজ্য গ্রহণ করিলে পর আপন চতুদিকস্থিত সমস্ত শত্ৰুগণের অর্থাৎ মোয়ারীয়দের ও আমোন বংশীয়দের ও ইদোমীয়দের ও সোবার রাজগণের ও পিলেষ্টীয়দের সহিত যুদ্ধ করিল, এবং সে যে দিগে যাইত সেই দিগে জয়ী হইত। ৮ এই রূপে বীরতত্র প্রকাশ করিয়া অমালেকীয়দিগকে পরাস্ত করিয়া লুটকারিদের হস্তুহইতে ইস্রায়েল বংশকে উদ্ধার করিল।
    • যোনাথন ও যিশবি ও মলকিপূয় নামে শৌলের তিন পুত্র ছিল ; এবং তাহার দুই কন্যা, জ্যেষ্ঠার নাম মেরব, ও কনিষ্ঠার নাম মাখল ছিল । ** এবং অহীনোয়ম নামে অহীমাসের কন্যা তাহার ভাষা ছিল ; এব^ শৌলের পিতৃব্য নেরের পুত্র অবনের নামে তাহার সেনাপতি ছিল। ** এবং শৌলের পিতা কীশ, ও অবনেরের পিতা নের, এই উভয়ে অধীয়েলের পুত্র ছিল। • • শৌলের যাবজ্জীবন পিলেষ্টীয়দের সহিত ঘোরতর যুদ্ধ হইত, এই জন্যে শৌল কোন বীর্যবান ও যোদ্ধা লোককে দেখিলে আপনার নিকটে গ্রহণ করিত।

১৫ অধ্যায় ।

  • श्रयांटलकीग्नष्मद्र दिङ्गदक <शील८क cधद्रव, ७ ७८रुबीग्रप्मन्नै धठेि ठांशद्र श्रमूअंक ७ श्रयां८लकीप्रदमब्र धउि নিগ্রহ, ১ • ও শৌলের ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন, ২৪ ७ श्राज्रांलब्धम थपूख् भिरुग्नल्चाब्र उांशद्र प्र७

প্রকাশ, ৩২ ও অগাস্থকে বধ করণ, ৩৪ ও শিমুয়ে ८लझ भूटश् श्रेषन ।

  • অপর শিমুয়েল শৌলকে কহিল, পরমেশ্বর আপন প্রজা ইসুয়েল লোকদের উপরে তোমাকে রাজতন্ত্ৰপদে অভিষেক করিতে আমাকে প্রেরণ করিয়াছিলেন ; অতএব এখন তুমি পরমেশ্বরের কথা শুন সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর এই কথা কহেন, ইস্রায়েল লোকদের সহিত অমালেক যেরূপ ব্যবহার করিয়াছিল, অর্থাৎ মিসরহইতে তাহাদের আগমন কালে সে পথের মধ্যে তাহাদের বিরুদ্ধে যেরূপ ঘাটি বসাইয়াছিল, তাহার তত্তবানুসন্ধান আমি করিলাম। ৩ এখন তুমি যাইয়া আমালেকীয়দিগকে আঘাত কর ও তাহাদের সর্বস্ব বর্জিতরূপে বিনষ্ট কর, তাহাদের প্রতি চক্ষুলজ্জা করিও না ; তাহাদের স্ত্রী ও পুরুষ ও বালক ও স্তনপায়ি শিপ্ত এবং গোরু ও মেষ ও উষ্ট্র ও গদ্দভ সকলকে বধ কর । * পরে শৌল টিলায়ীমে লোকদিগকে ডাকাইয় গণনা করিল ; তাহাতে দুই লক্ষ পদা

2 Ο 2 - ১ শিমুয়েল। 、レーベ9 তিক ও যিহুদার দশ সহস্ৰ লোক হইল। " পরে । শৌল আমালেকীয়দের নগরে আসিয়া নিমন ভূমিতে লুককায়িত থাকিল। - - - * তখন শৌল কেনীয়দিগকে কহিল, তোমরা উঠিয়া স্থানান্তরে যাও, অমালেকীয়দের মধ্যহইতে প্রস্থান কর, নতুবা আমি তাহাদের সহিত তোমাদিগকেও বিনষ্ট করিব ; কিন্তু মিসর হইতে ইস্রায়েল বংশের আগমন কালে তোমরা তাহাদের প্রতি দয়া করিয়াছ ; পরে কেনীয়ের আমালেকীয়দের মধ্যহইতে প্রস্থান করিল। * পরে শৌল হীল অবধি মিসরের সন্মুখস্থ শূরে উপস্থিত হওন পর্যন্ত অমালেকীয়দিগকে পরাজয় করিল। ৮ সে অমালেকীয়দের অগাগ রাজাকে জীবৎ ধরিল, এবং সমস্ত লোককেই খড়গের ধারেতে বজ্জির্তরূপে বিনষ্ট করিল। * কিন্তু শৌল ও লোকেরা আগাগের প্রতি এবং উত্তম ২ মেষ ও গোরুর প্রতি ও পুষ্টপশু ও মেষশাবকগণের প্রতি ও তাবৎ উত্তম বস্তুর প্রতি দয়া করাতে সেই সকল বর্জিতরূপে বিনষ্ট করিতে সমত হইল না ; কিন্তু যে মন্দ ও অকর্মণ্য, তাহাই বর্জির্তরূপে বিনষ্ট করিল।

    • পরে শিমূয়েলের প্রতি পরমেশ্বরের এই বাক্য উপস্থিত হইল, ** আমি শৌলকে যে রাজজ্ঞ দিয়াছি তন্নিমিত্তে আমার অনুতাপ হই

| তেছে, যেহেতুক সে আমাহইতে পরাজুখ হইল, আমার বাক্য সফল করিল না। তাহাতে শিয়ুয়েল শোকাম্বিত হইয়া সমস্ত রাত্রি পরমেশ্বরের উদ্দেশে প্রার্থনা করিল। * অপর শিমুয়েল শৌলের সহিত সাক্ষাৎ করিতে প্রত্যুষে উঠিলে শিমূয়েলের প্রতি ইহা উক্ত হইল, দেখ, শৌল কমিলে আসিয়া জয়স্তম্ভ প্রস্তুত করাইল, পরে তথাহইতে ফিরিয়া গিল্গলে নামিয়া গেল। ও শিমুয়েল শৌলের নিকটে আইলে শেীল তাহাকে কহিল, আপনি পরমেশ্বরেতে ধন্য ; আমি পরমেশ্বরের বাক্য সফল করিয়াছি। - * তাহাতে শিমুয়েল কহিল, তবে মেষের রব কেন আমার কর্ণগোচর হইতেছে? ও কেন আমি গোরুর ডাক শুনিতেছি? * শৌল কহিল, লোকের উত্তম ২ গোরু ও মেষের প্রতি দয়া করাতে তোমার প্রস্তু পরমেশ্বরের উদ্দেশে বলিদীনাথে আমালেকীয়দের হইতে তাহা আনি । য়াছে ; কিন্তু আমরা অবশিষ্ট সকলকে বর্জিতরূপে বিনষ্ট করিয়াছি। * তখন শিষুয়েল শেীলকে কহিল, শুন, গত রাত্রিতে পরমেশ্বর আমাকে যাহা কহিলেন, তাহা তোমাকে কহি। সে কহিল, কচ্ছন। ** পরে শিযুয়েল কহিল, বল দেখি, যে সময়ে তুমি আপন দৃষ্টিতে ক্ষুদ্র । ছিল, তখন কি, ইসুয়েল বংশদের প্রধান ২ 283