পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭ অধ্যায়।] তাহাতে সেই লোকেরাও ঐ রীতিক্রমে কহিল। ৩১ তখন দায়ুদ যাহা ২ কহিয়াছিল, তাহার জনরব হওয়াতে শৌল তাহা জ্ঞাত হইয়া আপনার নিকটে তাহাকে আনাইল । -

    • অপর দায়ুদ শৌলকে কহিল, উহার জন্যে কাহারে অন্তঃকরণ নিরাশ না হউক ; আপনকার এই দাস যাইয়া ঐ পিলেষ্টীয়ের সহিত যুদ্ধ করবে। • তাহাতে শৌল দায়ূদকে কহিল, ভূমি যুদ্ধার্থে ঐ পিলেষ্টীয়ের প্রতিকুলে যাইতে সমর্থ নও, কেননা তুমি বালক, এব^ সে বাল্যকালাবধি যোদ্ধা । * দাযুদ্ৰ শৌলকে কহিল, আপনকার এই দাস আমি পিতার মেষ রক্ষা করিতেছিলাম, ইতিমধ্যে এক সিংহ ও এক ভলুক আসিয়া পালের মধ্যহইতে মেষবৎস ধরিয়া লইল । * তাহাতে আমি তাহার পশ্চাৎ ২ ঘাইরা তাহাকে প্রহার করিয়া তাহার মুখহইতে তাহ উদ্ধার করিলাম ; পয়ে সে আমার বিরুদ্ধে উঠিলে আমি তাহার দাড়ি ধরিয়া প্রহার করিয়া তাহাকে বধ করিলাম। ** এই প্রকারে আপনকার দাস যে সিংহকে ও ভলুককে বধ করিয়াছে, ঐ আচ্ছিন্নতত্ত্বক পিলেষ্টীয় লোক অমর ঈশ্বরের সৈন্যকে বিদ্রুপ করাতে সেই দয়ের মধ্যে একের জুল্য হইবে । * দায়ুদ আরো কহিল, যিনি সেই সিAহের ও ভলুকের হস্তহইতে আমাকে উদ্ধার করিয়াছেন, সেই পরমেশ্বর ঐ পিলেফ্টীয়ের হস্তুহইতেও আমাকে উদ্ধার করিবেন। তাহাতে শৌল দাযুদ্ধকে কহিল, যাও, পরমেশ্বর তোমার সহায় হউন ।
  • পরে শৌল আপনার সজ্জাম্বারা দায়ূদৃকে সাজাইয়া তাহার মস্তকে পিত্তলের শিরস্ত্র ও গাত্রে বর্ম দিল । * তখন দাযুদ্ব সজ্জার উপরে খড়গ বাধিয়া বেড়াইতে চেষ্টা করিল ; কেননা পূৰ্ব্বে তাহার পরীক্ষা করে নাই। অনন্তর দায়ুদৃ শৌলকে কহিল, এই বেশে আমি যাইতে পারি না, কেননা ইহার পরীক্ষা করি নাই ; অতএব দায়ুদৃ তাহ খুলিয়া রাখিল । ** পরে সে আপন যষ্টি হস্তে লইল, এবং স্রোতহইতে পাঁচ চিককণ প্রস্তুর বাছিয়া লইয়া আপনার যে মেষপালকের পাত্র অর্থাৎ ঝুলি ছিল, তাহাতে রাখিল ; এবং ফিঙ্গা হন্তে লইয়া ঐ পিলেষ্টীয়ের নিকটে গমন করিল। **তাহাতে পিলেষ্টীয় অগ্রসর হইয়া দাযুদের সন্নিকট হইল, এবং এক জন ঢালী তাহার অগ্লে ২ চলিল। ** পরে পিলেষ্টীয় চতুদিগে চাহিয়া দায়ূদৃকে দেখিতে পাইয়। তুচ্ছডান করিল, কেননা সে বালক ও ঈষৎ রক্তবর্ণ ও সুন্দরবদন ছিল। ** পরে ঐ পিলেষ্টীয়

১ শিমুয়েল্‌ ৷ দায়ুদ্ধকে কহিল, আমি কি কুক্কুর, যে তুই দণ্ড লইয়া আমার কাছে আসিতেছিম ? অপর সেই २ !-१ পিলেষ্টীয় আপন দেবগণের নাম লইয়া দায়ুকে শাপ দিল । ** পিলেষ্টীয় দায়দৃকে আরো কহিল, জুই আমার কাছে আয়, আমি তোর মাংস শূন্যের পক্ষি ও প্রান্তরের পশুদিগকে দি। ** তাহাতে দায়দৃ ঐ পিলেষ্টীয়কে কহিল, তুমি খড়গ ও বড়শা ও শল্য লইয়া আমার কাছে আসিতেছ, কিন্তু তুমি যাহাকে তুচ্ছ করিতেছ, সেই সৈন্যাধ্যক্ষ প্রভু পরমেশ্বরের অর্থাৎ ইস্রায়েলের সৈন্যশ্রেণীয় ঈশ্বরের নামে আমি তোমার নিকটে আসিতেছি । অদ্য পরমেশ্বয় তোমাকে আমার হস্তুগত করিবেন ; তাহাতে আমি তোমাকে আঘাত করিয়া তোমার শিরশেদন করিব, এবং পিলেষ্টীয়দের সৈন্যের শব অদ্য আকাশের পক্ষিগণকে ও পৃথিবীর বনপন্তদিগকে দিব ; তাহাতে ইস্রায়েলের সহায় এক ঈশ্বর আছেন, ইহা পুথিবীর তাবৎ লোক জ্ঞাত হইবে। ** এবং পরমেশ্বর খড়গ ও বড়শাদ্বারা রক্ষা করেন না, ইহাও এই সভাস্থ তাবৎ লোক জানিবে ; কেননা যুদ্ধ পরমেশ্বরের, তিনি তোমাদিগকে আমাদের হন্তে সমপর্ণ করিবেন। ** পরে ঐ পিলেষ্টীয় উঠিয়া দায়ুদের সহিত মিলিতে নিকটে গমন করিলে দাম্বুদ্ব শীঘু করিয়া পিলেষ্টীয়ের সহিত মিলিবার জন্যে সৈন্যশ্রেণীর প্রতি দেীড়িল পরে দায়ুদৃ আপন বুলিতে হস্ত দিয়া এক প্রস্তর বাহির করিয়া তাহ পাক দিয়া ঐ পিলেষ্টীয়ের কপালে এমত আঘাত করিল, যে সেই প্রস্তর তাহার কপালে বসিয়া গেল ; তাহাতে সে ভূমিতে অধোমুখ হইয়া পড়িল । * ” এই প্রকারে দায়ুদ্ৰ ফিঙ্গা ও প্রস্তুরদ্বারা ঐ • পিলেষ্টীয়কে প্রহার করিয়া বধ করিয়া জয়ী হইল ; কিন্তু দায়ুদের হন্তে খড়গ ছিল না। * পরে দায়ুদ দৌড়িয়া ঐ পিলেষ্টীয়ের পাশ্বে দাড়াইয়া কোষহইতে তাহার খড়গ লইয়া তাহাকে বধ করিয়া তাহার শিরশেছদন করিল ; পরে পিলেষ্টীয়েরা আপনাদের সেই বীরের মৃত্যু দেখিয়া পলায়ন করিল।

    • অনন্তর ইস্রায়েলের ও যিহুদার লোকেরা উঠিয়া সিংহনাদ করিয়৷ তলভূমিতে আগমনস্থান ও ইক্রোণের দ্বার পর্যন্ত পিলেষ্টীয়দের পশ্চাৎ ২ তাড়না করিয়া গেল ; তাহাতে পিলেষ্টীয়দের আহত লোকের শারয়িমের পথে গাৎ ও ইক্রোণ পৰ্যন্ত পড়িল । ** পরে ইসুয়েল বখশ পিলেষ্টীয়দের পশ্চাদৃগমনহইতে ফিরিয়া আসিয়া তাহাদের তাম্বু লুট করিল। ** পরে দায়ুদ সেই পিলেষ্টীয়ের মস্তক ঘিরশালমে লইয়া গেল, কিন্তু তাহার সজ্জা আপন তাম্বুতে রাখিল।
    • ঐ পিলেষ্টীয়ের বিরুদ্ধে দায়ুদের নিগমন দেখিয়া শৌল আপনার সেনাপতি অবনেরকে

o (287