পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯ অধ্যায়।] পরমেশ্বরের পথে চলিবে ; এই রূপে পরমেশ্বর ইব্রাহীমের বিষয়ে প্রতিশ্রুত আপনার বাক্য সফল করিবেন। অনন্তর পরমেশ্বর কহিলেন, সিদোমের ও অমোরার মহাধ্বনি উঠিতেছে, তাহাদের পাপ অতি গুরুতর } ** এই জন্যে আমি নীচে দেখিতে গিয়া, আমার নি• কটে আগত ধ্বনি অনুসারে তাহারা সৰ্ব্বতোভাবে করিয়াছে কি না, তাহী জানিব । ২ং পরে সেই ব্যক্তিরা তথাহইতে ফিরিয়া সিদোমের দিগে গমন করিলেন ; কিন্তু ইব্রাহীম তখনও পরমেশ্বরের সাক্ষাতে দণ্ডায়মান থাকিল। ২৩ পরে ইব্রাহীম নিকটে গিয়া কহিল, তুমি কি পাপির সহিত ধার্মিককেও সRহার করিব ? ২° সেই নগরের মধ্যে যদি পঞ্চাশ জন ধার্মিক পাওয়া যায়, তবে ভূমি কি তন্মধ্যবৰ্ত্তি পঞ্চাশ জন ধার্মিকের অনুরোধে সেই স্থানের প্রতি ক্ষমা না করিয়া তাহা বিনষ্ট করিব ? ২° পাপির সহিত ধার্মিকের বিনাশ করা, এই প্রকার কর্ম তোমাহইতে দূরে থাকুক ও ধার্মিককে পাপির সমান করা তোমাহইতে দূরে থাকুক। সমস্ত পৃথিবীর বিচারকত্ব কি ন্যায়বিচার করিবেন না ? ২° তাহাতে পরমেশ্বর কহিলেন, আমি যদি সিদোম নগরে পঞ্চাশ জন ধাৰ্মিক দেখি, তবে তাহাদের অনুরোধে সেই সমস্ত স্থানের প্রতি ক্ষমা করিব। ২১ তাহাতে ইব্রাহীম কহিল, দেখুন, মৃত্তিকারেণু ও ভষ্মমাত্র যে আমি, আমি প্রভূর প্রতি কথা কহিতে প্রবৃত্ত হইয়াছি। ২৮ যদি পঞ্চাশ জন ধার্মিকের পাচ জন নূ্যন হয়, তবে পাঁচ জনের অভাব প্রযুক্ত কি সমস্ত নগর বিনষ্ট করিব ? তিনি কহিলেন, পয়তাল্লিশ জন পাইলে আমি তাহা বিনষ্ট করিব না। ২৯ সে র্তাহাকে পুনৰ্ব্বার কহিল, সে স্থানে যদি চল্লিশ জন পাওনNযায় ? তিনি কহিলেন, চল্লিশ জনের অনুরোধে তাঁহা করিব না। " আর বার সে কহিল, প্রভু বিরক্ত হইবেন না, তবে আরো কহি যদি সেখানে ত্রিশ জন পাওয়া যায় ? তিনি কহিলেন, ত্ৰিশ জন পাইলে তাহা করিব না। ২১ সে কহিল, দেখুন, প্রভুর প্রতি আমি সাহসী হইয়া পুনৰ্ব্বার কহি, যদি সেখানে বি^শতি জন পাওয়া যায় ? তিনি কহিলেন, বি২শতি জনের অনুরোধে তাহ নষ্ট করিব না। *২ সে কহিল, ইহাতে প্রভু ক্রুদ্ধ হইবেন না, আমি কেবল আর এক বার কহি ; যদি সেখানে দশ জন পাওয়া যায় ? তিনি কহিলেন, দশ জনের, অনুরোধে তাহ নষ্ট করিব না। ** তখন পরমেশ্বর ইব্রাহীমের সহিত এই রূপ কথোপকথন শেষ করিয়া প্রস্থান করিলেন, এবং ইব্রাহীমও স্বস্থানে ফিরিয়া গেল। আদিপুস্তক l S (r ১৯ অধ্যায়। ১ লোটের কাছে দুই দূতের আগমন ও র্তাহীদের প্রতি সিদোমীয় লোকদের কুব্যবহার এবং লোটের ও তাছার দুই কন্যার রক্ষা ও সিদ্যেমীয় লোকদের ও গোটের হীর বিনাশ, ২৭ ও সিদেী মের বিনাশে ইব্রাহীমাদির রক্ষা, ও ০ ও লোট ও তাহার দুই কন্যার কৃব্যবহার হইতে মোয়াবীয় ও অমোনীয় বংশের উৎপত্তি। .

  • অপর সন্ধ্যাকালে যখন ঐ দুই স্বর্গদূত সিদোম নগরে প্রবেশ করেন, তখন লোট নগরদ্বারে উপবিষ্ট থাকাতে র্তাহাদিগকে দেখিয়া উাহাদের সহিত সাক্ষাৎ করিতে উঠিল, এবং ভূমিষ্ঠ হইয় প্রণাম করিয়া কহিল, হে আমার প্রভূর, বিনয় করি, আপনকাদের এই দাসের গৃহে পদাপর্ণ করিয়া অদ্য রাত্রি বাস করুন ও পাদপ্রক্ষালন করুন ; পরে প্রত্যুষে উঠিয়া স্বযাত্ৰাতে অগ্রসর হইবেন। তাছাতে র্তাহারা কহিলেন, না, আমরা চকে রাত্রি যাপন করিব । ° কিন্তু লোট অতিশয় সাধ্যসাধনা করিলে উাহারা তাহার সঙ্গে গিয়া তাহার বাটীতে প্রবেশ করিলেন তাহাতে সে র্তাহাদের জন্যে তাড়ীশূন্য রুটী প্রভৃতি খাদ্য সামগ্রী প্রস্তুত করিলে র্তাহারা ভোজন করিলেন। * পরে তাহাদের শয়নের পূৰ্ব্বে ঐ নগরের লোকেরা অর্থাৎ সিদেমি নগরের আবাল বৃদ্ধ তাবৎ লোক চতুর্গিহইতে আসিয় তাহার ঘর ঘেরিল, “ এবR লোটকে ডাকিয় কহিল, আদ্য রাত্ৰিতে যে মনুষ্যের তোমার বাটীতে আইল, তাহারা কোথায় ? তাহাদিগকে বাহির করিয়া আমাদের নিকটে আনি, আমরা তাহাদিগেতে উপগত হইব । * তখন লোটু বাহিরে তাহাদের নিকটে আসিয়া কবাট বদ্ধ করিয়া কহিল, "হে ভাই সকল, আমি বিনয় করি, এমত কুব্যবহার করিও না । ৮ দেখ, পুরুষকতৃক অসপৃষ্ট আমার দুই কন্যা আছে, তাহাদিগকে তৈামাদের নিকটে আনি, তোমরা তাহাদের সহিত স্বেচ্ছানুসারে ব্যবহার কর, কিন্তু এই ব্যক্তিদের প্রতি কিছুই করিও না, কেননা এই নিমিত্তে ইহারা আমার গৃহের ছায় মোশ্রয় করিল । * তখন তাহারা কহিল, সরিয়া যা ; আরও কহিল, এই এক বেটা প্রবাস করিতে আসিয়া আমাদের বিচারকর্ষ হইল ; এখন তাহাদের অপেক্ষ তোর প্রতি আরো কুব্যবহার করিব। ইহা বলিয়া তাহারা সেই লোটের প্রতি আক্রমণ করিয়া কবাট ভাঙ্গিতে গেল। ** তখন সেই দুই ব্যক্তি হস্ত বাড়াইয় লোটকে গৃহের মধ্যে আপনাদের নিকটে টানিয়া লইয়া কবাট বন্ধ করিলেন, ** এবং গৃহদ্বারের নিকটবহি ক্ষুদ্র ও মহান তাবৎ লোককে অন্ধ করিলেন ।

15