পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪ অধ্যায়।] পিলেষ্টীয়দের অধ্যক্ষগণকে উত্তর করিল, এ কি ইসুয়েলের রাজা শৌলের দাস দায়দ নয় ? এ কত দিন ও কত বৎসর আমার সঙ্গে বাস করিতেছে ; এবং যে দিবসাবধি আমার পক্ষ হইয়াছে, তদবধি অদ্য পয্যন্ত তাহার কোন জুটি দেখি নাই। * তাহাতে পিলেষ্টীয়দের অধ্যক্ষগণ তাহার প্রতি ক্রুদ্ধ হইল ; এবং পিলেষ্টীয়দের অধ্যক্ষগণ তাহাকে কহিল, তুমি উহাকে ফিরাইয়া পাঠাইয়া দেও ; সে তোমার নিরূপিত আপন স্থানে ফিরিয়া যাউক, আমাদের সহিত যুদ্ধে না আসুক, নতুবা সে যুদ্ধে আমাদের শত্ৰু হইবে ; কেননা সে এই মনুষ্যদের মুগু বিনা আর কিসেতে আপন কৰ্ত্তাকে প্রসন্ন করিবে ? * অার শেীল সহসু সহসুকে, কিন্তু দায়ুদ অযুত অযুতকে বধ করিল, এই গীত স্ত্রীলোকেরা যাহার বিষয়ে গান করিল, এ কি সেই দায়ুদ নয় ?

  • তখন আখীশ দায়ূদকে ডাকিয়া কহিল, আমি অমর পরমেশ্বরের নামে দিব্য করিয়া কহিতেছি, তুমি নিতান্ত সরলাচরণ করিতেছ, এবx সৈন্যের মধ্যে আমার সহিত তোমার গমনাগমন উত্তম দেখিতেছি, ও তোমার আগমন দিনাবধি অদ্য পর্যন্ত তোমার কোন দোষ পাই নাই, তথাচ অধ্যক্ষগণ তোমাতে সন্তুষ্ট নহে। অতএব এখন তুমি কুশলে ফিরিয়া যাওঁ, পিলেষ্টীয়দের অধ্যক্ষগণকে অসন্তুষ্ট করিও না । ৮ দায়ুদ আখীশকে কহিল, আমি কি করিলাম ? যদবধি আপনকার সঙ্গে আছি, তদবধি অদ্য পর্যন্ত আপন দাসেতে কি দোষ পাইলা ? আমি আপন প্রভু রাজার শত্ৰুদের সহিত যুদ্ধ করিতে কেন যাইতে পারি না ? - তাহাতে আখীশ দায়ূদকে উত্তর করিল, তুমি আমার সাক্ষাতে ঈশ্বরীয় দূতের ন্যায় তুষ্টিজনক আছ, ইহা আমি জানি ; তথাপি পিলেষ্টীয়দের অধ্যক্ষগণ কহে, সে আমাদের সহিত যুদ্ধে যাইতে পাইবে না । ** অতএব তুমি ও তোমার সহিত আগত তোমার প্রভুর দাসগণ প্রত্যুষে উঠিয়া আলো হইলে প্রস্থান করিও । * তাহাতে দায়ুদ ও তাহার লোকের প্রত্যুষে উঠিয়া প্রাতঃকালে যাত্রা করিয়া fপলেষ্টীয়দের দেশে ফিরিয়া গেল ; কিন্তু পিলেষ্টীয়ের যিন্ত্রিয়েলে গমন করিল।

৩০ অধ্যায় । ১ অমালেকীয়দের দ্বারা সিকলগের লুট হওন, ও ও তাহার বিষয়ে দায়ুদূ ও তাহার লোকদের দুঃখ, ৯ ও অমলেকীয়দের পশ্চাতে গমন ও সAবiদ পাওন, ১৬ ও তাহাদিগকে বধ করণ ও লুটদ্রব্য পুনগ্রহণ, ২১ ও লুটদ্রব্য বিভাগ করণের ব্যदग्झl fन्छब्र रूद्रव, २७ ७ दछूcप्रव्र निदcछे १lग्नरम द्र লুটদ্ৰব্য প্রেরণ করণ । జీ ১ শিমুয়েল। و o ۹۵

  • পরে দায়ুদ ও তাঁহার লোকের তৃতীয় দিবসে সিক্লগ নগরে উপস্থিত হইল, কিন্তু এই অবকাশে অমালেকীয় লোকের সিক্লগ ও দক্ষিণ অঞ্চল আক্রমণ করিয়া সিক্লগ হস্তগত করিয়া অগ্নিতে দগ্ধ করিয়াছিল । ২ এবং তন্মধ্যস্থিত স্ত্রীদিগকে বন্দী করিয়া লইয়া গিয়াছিল, এবং বৃদ্ধ ও বালকদিগকে বধ না করিয়া হরণ করিয়া লইয়া আপন পথে চলিয়া গিয়াছিল।
  • পরে দায়ুদ ও তাহার লোকের নগরে উপস্থিত হইলে, নগর অগ্নিতে দগ্ধ ও আপনাদের স্ত্রী পুত্র কন্যা সকল বন্দি রূপে স্থানান্তরে নীত হইয়াছে, ইহা দেখিল । * তখন দায়ুদ ও তাহার সঙ্গি লোকেরা উচ্চৈঃস্বরে রোদন করিতে লাগিল, এবং নিঃশক্তি হওন পর্যন্ত রোদন করিল। “ ঐ সময়ে যিষুিয়েলীয়া অহীনোয়ম ও কর্মিলীয় মৃত নাবলের স্ত্রী অবগয়িল নামে দায়ুদের দুই ভাৰ্য্যা বন্দী হইয়াছিল । * তখন প্রত্যেক জনের মন আপন ২ পুত্র ও কন্যার জন্যে শোকাম্বিত হওয়াতে লোকের দায়ুদকে প্রস্তুরাঘাত করণের কথা কহিতে লাগিল ; তাহাতে দায়ুদ আতি ব্যাকুল হইল, কিন্তু আপন প্রভু পরমেশ্বরেতে আপনাকে আশ্বাস দিল। * পরে দায়ুদ অহামেলকের পুত্র অবিয়াথর যাজককে কহিল, আমি বিনয় করি, এই স্থানে এফেদি আন ; তাহাতে অবিয়াথর দায়ুদের নিকটে এফোদ আনিল। ৮ তখন দায়ুদ পরমেশ্বরের কাছে এই জিজ্ঞাসা করিল, ঐ সৈন্যদলের পশ্চাৎ ২ ধাবমান হইলে আমি কি তাহাদের লাগাইল পাইব ? তাহাজে পরমেশ্বর তাহাকে কহিলেন, তুমি তাহাদের পশ্চাৎ ২ যাও, অবশ্য তাহাদের লাগাইল পাণ্ড ইবা, ও সকলকে উদ্ধার করিবা ।
  • পরে দায়ুদ ও তাহার সঙ্গি ছয় শত লোক যাইয়। বিয্যের সুেতিস্বতীর তীরে উপস্থিত হইলে কতক লোক পরিত্যক্ত হইয়া রহিল ; ** ফলতঃ দায়ুদ ও তাহার সঙ্গি চারি শত লোক শজুদের পশ্চাৎ ২ গেল ; কিন্তু দুই শত লোক ক্লান্তি প্রযুক্ত বিষোর সুেতিস্বর্তী পার হইতে না পারাতে সেই স্থানে রহিল। ** অপর লোকেরা ক্ষেত্রের মধ্যে এক জন মিস্ট্রীয় লোককে পাইয়। দায়ুদের নিকটে আনিয়া আহার ও জল পান করাইল । * তাহারা উড়ম্বর চাকের এক খণ্ড ও দুই থলুয় শুষক দ্রাক্ষ তাহাকে দিল তাহ। খাইয়া সে চেতনা পাইল, কেননা সে তিন দিবারাত্রি অল্প খায় নাই ও জল পান করে নাই। ** পরে দামৃদ তাহাকে জিজ্ঞাসিল, তুমি কীহার লেকি ? ও কোথাহইতে আইলা ? সে কহিল, আমি এক জন অমালেকীয়ের দাস মিসুীয় যুৱ লোক ; ঠিন দিন হুইল আমি পীড়িত

301