পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిరి స్చి হইলে আমার কৰ্ম্ম আমাকে ত্যাগ করিয়া গেল। ** আমরা কিরের্থীয়দের দক্ষিণাঞ্চল ও যিহুদার অধিকার ও কালেবের অধিকারের দক্ষিণাঞ্চল আক্রমণ করিয়াছিলাম, বিশেষতঃ সিক্লগ অগ্নিতে দগ্ধ করিয়াছিলাম। * পরে দায়ূদ কহিল, তুমি সেই দলের নিকটে কি আমাকে লইয়া যাইতে পায় ? সে কহিল, তুমি আমাকে বধ করিব না ও আমার কৰ্ত্তার হস্তগত করিব না, ইহা যদি ঈশ্বরের নামে দিব্য কর, তবে আমি ঐ দলের নিকটে তোমাকে লইয়া যাইব ।

    • পরে সে দায়ুদকে তাহাদের নিকটে আনিলে তাহারা পিলেষ্টীয়দের ও যিহুদার দেশহইতে বহু লুট অনিয়ন প্রযুক্ত তাবৎ ভূমিতে বিস্তারিত হইয়া ভোজনপান ও নৃত্য করিতেছে, ইহ সে দেখিল । * পরদিনে দায়ুদ প্রভাতাবধি সন্ধ্যাকাল পর্যন্ত তাহাদিগকে আঘাত করিল ; তাহাতে তাহাদের মধ্যে আর কেহ রক্ষা পাইল না, কেবল চারি শত যুব লোক উস্ট্রারোহণে, পলায়ন করিল। ’৮ আর অমালেকীয়ের যে কিছু লইয়া গিয়াছিল, সে সমস্ত দায়ূদ পুনৰ্ব্বার পাইল, এবং দায়ুদ আপন দুই স্ত্রীকেও মুক্ত করিল। * তাহাদের ছোট বড় ও পুত্র কন্যা ও সামগ্রী প্রভূতি যে কিছু হৃত হইয়াছিল, তাহার কিছুরই জুটি হইল না ; দায়ূদ্র সমস্তই পাইল। ২° আর দায়ুদ আপনার জন্যে মেষ গোরু সকল গ্রহণ করিলে লোকেরা ঐ পশুপালকে আগে লইয়া গিয়া কহিল, ইহ দায়ুদের লুটদ্রব্য।
    • পরে ক্লান্তি প্রযুক্ত দায়ুদের পশ্চাদগমনে অক্ষম যে দুই শত লোককে তাহারা বিষোর সোতস্বতীর তীরে রাখিয়া গিয়াছিল, তাহাদের নিকটে দায়ুদ উপস্থিত হইলে তাহারা দায়ুদ ও তাহার সঙ্গি লোকদের সহিত সাক্ষাৎ করিতে বাহির হইয় আইল; তাহাতে দায়ুদ তাহাদের নিকটে আসিয়া তাহাদের মঙ্গল জিজ্ঞাসা করিল। ২২ কিন্তু দাযুদের সঙ্গি কতক দুশ্চরিত্র ও দুষ্ট লোক কহিল, ইহার। আমাদের সহিত গমন করে নাই ; অতএব আমরা ইহাদিগকে প্রাপ্ত লুটদুব্যহইতে কিছুই দিব না, ইহার প্রত্যেকে কেবল আপন ২ ভাৰ্য্যা ও সন্তানগণকে লইয়। চলিয়া যাউক। ২৩ তাহাতে দায়ুদ উত্তর করিল, হে আমার ভাতৃগণ, যে পরমেশ্বর আমাদিগকে রক্ষা করিয়া আমাদের প্রতিকুলগামি সৈন্যকে আমাদের হস্তে সমপর্ণ করিলেন, তিনি আমাদিগকে যাহা দিলেন, তাহ লইয়া তোমরা এ রূপ করিতে পার না। ২° এ বিষয়ে তোমাদের কথা কে শুনিবে ? যুদ্ধে গমনকারি লোক যেমন

অRশ পায়, দুব্যাদির নিকটে অবস্থানকারি 302 ১ শিমুয়েল। [৩১ অধ্যায়। লোকও তদ্রুপ অxশ পাইবে ; উভয়ের সমান অRশ হইবে। ২* আর नांत्रून् ইসুয়েল ব^শের জন্যে সেই দিবসে এই যে বিধি ও ব্যবস্থা স্থাপন করিল, তাহা অদ্য পর্যন্ত চলিতেছে। ২° পরে দায়ুদ যখন সিক্লগে উপস্থিত হইল, খ * তখন বৈথেল ও দক্ষিণ রামোৎ ও যন্ত্রীর ২৮ ও অরোয়ের ও শিফমোৎ ও ইষ্টিমোয় ২৯ ও রাখল ও ঘিরহমেলীয়দের নগর ও কেনীয়দের নগর °* ও হর্ম ও কোরাশন ও অর্থাক ও হিন্ত্রোণ ও যে ২ স্থানে দায়দের ও তাহার লোকদের গমনাগমন হইয়াছিল, সেই সকল স্থানে যিহুদার প্রাচীনগণের ও আপন বন্ধুদের নিকটে লুটিত দুব্যের কিছু ২ পাঠাইয়া কহিল, তোমরা পরমেশ্বরের শত্ৰুগণহইতে লুটিত দুব্যের মধ্যে এই ২ উপটৌকন গ্রহণ কর । ৩১ অধ্যায় । ১ শেল ও তাহার পুত্ৰগণের মৃত্যু হওন, ৭ ও ইস্রায়েলের ত্যক্ত নগর পিলেষ্টীয়দের অধিকার করণ, ৮ এবং শেীল ও তাহার পুত্ৰগণের শবের অপমান করণ, ১১ ও যাবেশীয় লোকদ্বারা ঐ শবের হরণ ও কবর দেওল । * পরে পিলেষ্টীয়েরা ইস্রায়েল বংশের সহিত যুদ্ধ করিলে ইস্রায়েল বxশ পিলেষ্টীয়দের সম্মুখহইতে পলায়ন করিয়া গিলবোয় পৰ্ব্বতে আহত হইয়া পড়িল । ২ এবং পিলেষ্টীয়ের শোলের ও তাহার পুত্ৰগণের পশ্চাৎ ধাবমান হইয়া শৌলের পুত্র যোনাথনকে ও অবঁীনাদবকে ও মলকিশুল্লায়কে বধ করিল। * এবং শৌলের সহিত ঘোরতর সxগুমি হইলে ধনুৰ্দ্ধরেরা তাহাকে বাণ মারিলে শৌল ধনুর্বাণধারি লোক কর্তৃক আতিশয় ক্ষতবিক্ষত হইল । * তাহাতে শৌল আপন অস্ত্রবাহককে কহিল, তোমার খড়গ নিষেকাষ করিয়া আমাকে আঘাত কর । নতুবা কি জানি, এই অচ্ছিন্নতত্ত্বকেরা আসিয়া আমাকে খড়গাঘাত করিয়া আমার অপমান করিবে। কিন্তু তাহার অস্ত্রবাহক অতিশয় ভীত হওন প্রযুক্ত সম্মত হইল না ; অতএব শেীল আপনি খড়গ লইয়া তাহার উপরে পড়িল । * তাহাতে শৌল মরিয়াছে, ইহ দেখিয় তাহার অস্ত্রবাহকও আপন খড়গের উপরে পড়িয়া তাহার সহিত মরিল। - এই প্রকারে ঐ দিনে শোল ও তাহার তিন পুত্র ও অস্ত্রবাহক ও সমস্ত লোক এক কালে মরিল।

  • অপর ইসুয়েল লোকেরা পলায়ন করিয়াছে, এবং শেীল ও তাহার পুত্ৰগণ মরিয়াছে, ইহ দেখিয়া তলভূমির ওপারস্থ ও যদ্দনের অন্য পারস্থ ইসায়েল লোকেরা আপন ২ নগর ত্যাগ করিয়া পলায়ন করিল, তাহাতে পিলেষ্টীয়ের আসিয় তাহাদের মধে। বাস করিল।