পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ অধ্যfয় ।] বনমৃগের ন্যায় চরণে দ্রুতগামী ছিল। ** সেই অসাহেল অবনেরের পশ্চাৎ দৌড়িতে লাগিল, অবৃনেরের পশ্চাদগমনহইতে দক্ষিণে কি বামে ফিরিল না। ২° পরে অবনের পশ্চাৎ দৃষ্টি করিয়া জিজ্ঞাসিল, তুমি কি অসাহেল ? সে উত্তর করিল, আমি বটি। ২ * তাহাতে অবনের তাহাকে কহিল, ভূমি দক্ষিণে কিম্বা বামে ফিরিয়া এই যুবগণের কোন এক জনকে ধরিয়া তাহার সজ্জা লুট কর । কিন্তু অসাহেল তাহার পশ্চাদগমনহইতে ফিরিতে সন্মত হইল না। ২২ পরে অবনের অসাহেলকে পুনৰ্ব্বার কহিল, তুমি আমার পশ্চাদগমনহইতে ফির ; আমি কেন তোমাকে আঘাত করিয়া ভূমিসাৎ করিব ? তাহা করিলে তোমার ভূতে যোয়াবের সাক্ষাতে কি রূপে মুখ দেখাইব ? ২৩ তথাপি সে ফিরিতে সম্মত হইল না ; অতএব অবনের বড়শার অগ্ন তাহার উদরে এমত বিদ্ধ করিল, যে বড়শী তাহার পৃষ্ঠ দিয়া বাহির হইল ; তাহাতে সে সেই স্থানে পড়িয়া মরিল, এবx যত লোক অসাহেলের পতন ও মরণস্থানে উপস্থিত হইল, সকলেই দাড়াইয়া রহিল। ২° পরে যোয়াব ও অবাশয় অবনেরের পশ্চাৎ ২ ধাবমান হইল, কিন্তু গিবিয়োন প্রান্তরের পথনিকটবৰি গীহের সন্মুখস্থ অন্ম পৰ্ব্বতে উপস্থিত হইলে সূর্য অস্তুগত হইল। ২* অনন্তর বিন্যামীন বংশ অবনেরের নিকটে মিলিয়া এক দল হইয়া এক পৰ্ব্বতশৃঙ্গের উপরে দাঁড়াইল । * তখন অবনের যোয়াবকে ডাকিয় কহিল, খড়গ কি সৰ্ব্বদ সRহার করিবে ? শেষে তিক্তত হইবে, ইহা কি তুমি জান না ? তুমি আপন ভাতৃগণের পশ্চাদৃগমন হইতে ফিরিতে আপন লোকদিগকে কত কাল আজ্ঞা দিব না? তাহাতে যোয়াব কহিল, ঈশ্বরের অমরতার দিব্য করিয়া কহিতেছি, তুমি যদি না কহিতা, তবে প্রাতঃকালে লোকেরা আপন ভুতাদের পশ্চাদৃগমনহইতে অবশ্য ফিরিত। ং পরে ষোয়াব তুরী বাজাইল ; তাহাতে সমস্ত লোক স্থগিত হইল, আর কেহ ইসায়েলের পশ্চাৎ তাড়ন করিয়া গেল না, এবং যুদ্ধও আর করিল না । * তাহাতে অবনের ও তাহার লোকের প্রান্তরস্থ পথ দিয়া সেই সমস্ত রাত্রি যাইয়া যদর্ন নদী পার হইয়া সমুদয় বিথোণ দিয়া মহনয়িমে উপস্থিত হইল। ** এবং যোয়াব অবমেরের পশ্চাদগমনহইতে ফিরিয়া সমস্ত লোকদিগকে একত্র করিল ; তাহাতে দয়িদের দাসগণের মধ্যে উনিশ জনের ও অসাহেলের অভাব হইল। ** কিন্তু দায়ুদের লোকদের আঘাতে বিন্যায়ীনের ও অবনেরের লোকদের তিন শত ষাইট জন মরিয়াছিল। 2 к ২ শিমুয়েল। గిలి a (

  • পরে লোকের অসাহেলকে জুলিয়া লইয়। বৈংলেহমস্থ পৈতৃক কবরে কবর দিল, এবং যোয়াব ও তাহার লোকেরা তাবৎ রাত্রি গমন করিয়া প্রত্যুষে হিৰুেণে উপস্থিত হইল।

৩ অধ্যায়। ১ উত্তরোত্তর দায়ুদের বলবান হওন, ২ ও তাহার পুত্রদের নাম, ও ও ঈশ্ববোশতের প্রতি বিরক্ত 'ंश्ा। प्रांशूमिंद्र वङि खट्ट्नदङ्गंब्र शयब, s७ ७ অবৃনেরের সহিত নিয়ম করণে দাযুদেয় আপন ভাৰ্য্যা মাখল্‌কে চাহন, ১৭ ও অবনেরের সহিত ভোজন করণ ও তাহাকে বিদায় করণ, ২২ ও ষোয়াবের বিরক্ত হওন, ও অবনেরকে বধ করণ, ২৮ ও যোয়াবকে দায়ুদের শাপ দেওন, ৩১ ও অবনেরের জন্যে দাযুদের বিলাপ করণ।

  • পরে শৌল বংশের ও দায়দ বংশের মধ্যে বহুকাল যুদ্ধ হইল ; তাহাতে দায়ুদৃ উত্তরোত্তর বলবান হইল, কিন্তু শৌলের বxশ উত্তরোত্তর ক্ষীণ হইতে লাগিল। - -

ং অপর হিরোণে দায়ুদের পুত্র হইল ; যিন্ত্রিয়েলীয়া অহীনোয়মের গর্ভজাত আমেনান নামে তাহার জ্যেষ্ঠ পুত্র হইল ; " এবং কমিলীয় মৃত নাবলের ভাৰ্য্যা অবীগয়িলের গৰ্বজাত কিলবি নামে দ্বিতীয় পুত্র হইল ; এবং গিশূরের তলময় রাজার কন্যা মাথার গৰ্ত্তজাত অবশালোম নামে তৃতীয় পুত্র হইল ; " এবং হগীতের গর্ভজাত অদোনিয় নামে চতুর্থ পুত্র হইল ; এবং আবীটলের গৰ্বজাত শিফটিয় নামে পঞ্চম পুত্র হইল ; * এবং দায়ুদের ভাৰ্য্যা ইল্লার গৰ্বজাত যিত্ৰিয়ম নামে ষষ্ঠ পুত্র হইল ; দায়ুদের এই সকল পুত্রের জন্ম হিরোণে হইল। - - যে সময়ে শোল বংশের ও দায়ুদ বংশের পরসপর যুদ্ধ হইল, সেই সময়ে অবনের শৌল বংশে আসক্ত হইয়াছিল। " কিন্তু আয়ার কন্যা রিসৃপ নামে শৌলের যে উপপতনী ছিল, তদ্বিষয়ে (ঈশবোশৎ) অবনেরকে কহিল, তুমি আমার পিতার উপপতনীতে কেন উপগত হইলা ? ৮ তাহাতে অবনের ঈশবোশতের কথাতে অতিশয় ক্রুদ্ধ হইয়া কহিল, আমি কি কুককুর ? আমি কি যিহুদার অনুরোধে অদ্যাবধি দায়ুদের হন্তে তোমাকে সমপর্ণ না করিয়া তোমার পিতা শৌলের বংশ ও ভুতৃিগণ ও বন্ধুগণের প্রতি দয়া করিতেছি? তন্নিমিত্তে তুমি কি এই স্ত্রীর বিষয়ে আদ্য আমাকে দোষ দিতেছ ? * যেমন পরমেশ্বর দায়দের বিষয়ে দিব্য করিয়াছেন, তদনুসারে কর্ম করিয়া • • আমি যদি শৌল ব^শহইতে রাজ্য লইয়া দান অবধি বেরশেবা পর্যন্ত তাবৎ ইসায়েলের ও ঘিলুদার উপূরে দাযুদের সিংহসন স্থাপন না করি, তবে ঈশ্বর অবনেরের প্রক্তি 305