পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭૦ – পরমেশ্বরের সাক্ষাতে তাহাদের সহিত নিয়ম করিলে তাহার। ইস্রায়েলের উপরে দারূদকে রাজ্যাভিষিক্ত করিল। * দায়ুদ্ব ত্রিশ বৎসর বয়সে রাজতন্ত্ৰ করিতে আরম্ভ করিয়া চল্লিশ বৎসর পর্যন্ত রাজতন্ত্ৰ করিল। * সে হিরোণে যিহুদী বংশের উপরে সাত বৎসর ছয় মাস রাজতন্ত্ৰ করিল ; পরে ষিরশালমে সমস্ত ইস্রায়েলের ও যিহুদার উপরে তেত্রিশ বৎসর পর্যন্ত রাজতন্ত্ৰ করিল।

  • পরে রাজা ও তাহার লোকের দেশোৎপন্ন মিবুর্ষীয়দের বিরুদ্ধে যিরশালমে যাত্রা করিল; তাহাতে তাহারা দায়ুদৃকে কহিল, তুমি এই স্থানে প্রবেশ করিতে পারিব না ; কেননা দায়ুদ এই স্থানে প্রবেশ করিবে না, ইহা বলিয়া অন্ধেরা ও খঞ্জেরাও তোমাকে নিবারণ করবে। " কিন্তু দায়ূদ্র সিয়োনের দৃঢ় দুগ হস্তগত করিল ; তাহ দায়ুৰ্দ্ধনগর নামে বিখ্যাত আছে। “ ঐ দিবসে দায়ুদৃ কহিল, যে জন যিৰূর্যীয়দিগকে আঘাত করিয়া প্রণালী এবং দয়ূিদের ঘৃণাহ খঞ্জু ও অন্ধদিগকে আক্রমণ করিবে, সে (প্রধান সেনাপতি হইবে ;) এই কারণ লোকের বলে, অন্ধ ও খঞ্জেরা প্রাসাদে প্রবেশ করিতে পারে না । * অনন্তর দায়ূদ্র সেই দুগে বাস করিয়া তাহার নাম দায়ুদের নগর রাখিল, এবং দায়ুদূ প্রাচীর দ্বারা মিল্লো অবধি ভিতর স্থান পর্যন্ত তাহা বেষ্টন করিল। ** পরে দায়ুদূ উত্তরোত্তর বৃদ্ধি পাইয়া মহান হইল, এবং সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর তাহার সহবন্ত্রী থাকিলেন।
    • পরে সোরের রাজা হীরম দায়ূদের নিকটে এরস বৃক্ষ ও সূত্রধর ও রাজলোককে দূতদ্বার প্রেরণ করিলে তাহার দায়ূদের জন্যে অট্টালিকা নির্মাণ করিল । * তাহাতে পরমেশ্বর ইস্রায়েলের রাজস্বপদে আমাকে স্থির করিলেন, এবং আপন প্রজা ইসুয়েল ব^শের নিমিৰে আমার রাজ্যের উন্নতি করিলেন, ইহ দায়ূদৃ বুঝিল ।
    • অপর দায়ুদূ হিন্ত্রোণহইতে আইলে পর যিরূশালমে অন্য ভাৰ্য্যা ও উপপত্নী গুহণ করিল, তাহাতে দায়ূদের আরো পুত্র ও কন্যা জন্মিল। * fষরুশালমে শমূয় ও শোবব ও নাথন ও সুলেমান * ও যিভর ও ইলীশূয় ও নেফগ ও যাফিয় ** ও ইলীশাম ও ইলিয়াদা ও ইলীফেলটু নামে তাহার এই সকল পুত্র জম্মিল।
  • পরে তাবৎ ইস্রায়েল বংশ আপনাদের উপরে দায়ুদকে রাজ্যাভিষিক্ত করিল, এই কথা শুনিয়া তাবৎ পিলেষ্টীয়ের দায়দের অন্বেষণে আইল ; এবং দামৃদৃ তাহ শুনিয়া দুর্গে গমন করি. লে ৮ পিলেষ্টীয়েরা আসিয়া রিফায়ীমু তল

308 ২ শিমুয়েল। [৬ অধ্যায় । ভূমিতে বিস্তারিত হইল। -- পরে দায়ুদ পরমেশ্বরকে জিজ্ঞাসা করিল, আমি কি পিলেষ্টীয়দের নিকটে যাইব ? তুমি কি আমার হস্তে তাহাদিগকে সমপর্ণ করিব ? তাহাতে পরমেশ্বর দায়ুদ্ধকে কহিলেন, যাও, আমি অবশ্য তোমার হন্তে পিলেষ্টীয়দিগকে সমপর্ণ করিব। ** অপর দায়ুদ বালপিরাসমে আসিয়া তাহাদিগকে প্রহার করিয়া কহিল, পরমেশ্বর আমার সম্মুখে আমার শত্ৰুগণকে জলজন্য সেতুভঙ্গের ন্যায় ভগ্ন করিলেন, এই জন্যে সেই স্থানের নাম বালপিরাসীম (ভঙ্গস্থান ) রাখিল। ** পরে তাহারা আপনাদের প্রতিমাগণকে সেই স্থানে পরিত্যাগ করিলে দায়ুদূ ও তাহার সঙ্গি লোকেরা তাহাদিগকে লইয়া গেল । ২ং পরে পিলেষ্টীয়ের পুনৰ্ব্বার আসিয়া রিফায়াম তলভূমিতে বিস্তারিত হইল। - তাহাতে দায়ুদ পরমেশ্বরকে জিজ্ঞাসা করিলে তিনি কহি লেন, তুমি এখন যাইও না, কিন্তু তাহাদের পশ্চাৎ ঘুরিয়া আসিয়৷ বাকী বৃক্ষের সম্মুখে তাহাদিগকে আক্রমণ করিও। ২° বাক বৃক্ষের মস্তকে গমনের শব্দ শুনিলে তুমি উদূযোগ করিব ; কেননা তখনই পরমেশ্বর পিলেষ্টীয়দের সৈন্য বধ করাণার্থে তোমার সমুখে অগ্রসর হইবেন। ২* পরে দায়ূদ্ব পরমেশ্বরের আজ্ঞানুসারে কর্ম করিয়া গেবাহইতে গেষরে উপস্থিত হওন পর্যন্ত পিলেষ্টীয়দিগকে পরাজয় করিল। ৬ অধ্যায় । ১ দ্বায়ুদের পরমেশ্বরের সিন্দুক আনয়ন, ৬ ও উষের মৃত্যু ও সিন্দুককে ওবেদূ-ইদোমের গৃহে রাখন, ১২ ও বলিদান ও নৃত্য করিয়া দায়ুদের পরমেশ্বরের সিন্দুক পুনরানয়ন, ১৭ ও তাহ আবাসে রাখন, ২০ ও দ্বায়ুদের প্রতি মাখলের নিন্দাকথা।

  • পরে দায়ূদ্র ইস্রায়েল বংশের ত্রিশ সহস্ৰ মনোনীত লোককে একত্র করিল। ২ অনন্তর দায়ুদূ ও তাহার সঙ্গি সমস্ত লোক উঠিয়া, কিরূবদ্বয়েতে উপবিষ্ট সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর, এই নামে বিখ্যাত ঈশ্বরের সিন্দুক বালি-যিহুদাহইতে আনিতে যাত্রা করিল। ৩ পরে তাহারা ঈশ্বরের নিয়মসিন্দুক এক নুতন শকটে চড়াইয় পৰ্ব্বতস্থ অধীনাদবের বাটীহইতে বাহির করিল, এব^ অবীনাদবের পুত্ৰ উষ ও আহিয়ে ঐ শকট চালাইল । * তাহারা পৰ্ব্বতস্থ অবীনাদবের বাটীহইতে ঈশ্বরের সিন্দুকের সহিত তাহ আনিলে আহিয়ে সিন্দুকের অগ্লে ২ চলিল। “ এব^ দায়দ ও ইস্রায়েলের তাবৎ বংশ পরমেশ্বরের সম্মুখে দেবদারু কাষ্ঠ নির্মিত বীণা ও নবল ও তবল ও জয়শুঙ্গ ও মন্দির ইত্যাদি নানা বাদ্য বাজাইল ।