পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১ অধ্যায় ] করিয়া কাদেশের ও শুরের মধ্যস্থানে থাকিয় গিররে প্রবাস করিল। ২ কিন্তু ইব্রাহীম আপন ভাৰ্য্যা সারার বিষয়ে কহিল, এ আমার ভগিনী ; এই নিমিত্তে গিররের রাজা অবীমেলক লোক পাঠাইয়া সারাকে গ্রহণ করিল। ৩ তাহাতে রাত্ৰিতে ঈশ্বর স্বপ্নযোগে অধীমেলকের নিকটে আসিয়া কহিলেন, দেখ, তুমি মৃত্যুর পাত্র, কেননা ঐ যে স্ত্রীকে তুমি গ্রহণ করিয়াছ, তাহার স্বামী আছে। ই কিন্তু আবীমেলক তাহাতে উপগত না হওয়াতে কহিল, হে প্রভো, যে জাতি নিৰ্দ্দোষ, তাহাকেও কি ভূমি বধ করিব ? - এ আমার ভগিনী, এই কথা কি সেই ব্যক্তি আমাকে কহে নাই ? এবং এ আমার ভাত, এমন , কথা কি সেই স্ত্রীও কহে নাই ? আমি যাহা করিয়াছি, তাহা মনের সরলতাতে ও হস্তুের নিদোষতাতে করিয়াছি। * তখন ঈশ্বর স্বপ্নযোগে তাহাকে কহিলেন, তুমি যে মনের সরলতাতে এ কর্ম করিয়াছ, তাহা আমিও জ্ঞাত হওয়াতে আমার বিরুদ্ধে পাপ করিতে তোমাকে নিবৃত্ত করিলাম। এই জন্যে তাহাকে সপশ করিতে দিলাম না। * অতএব এখন সেই ব্যক্তির ভাৰ্য্যা তাঁহাকে ফিরিয়া দেও, কেননা সে ভবিষ্যদ্বক্ৰী ; সে তোমার জন্যে প্রার্থনা করিবে, তাহাতে তুমি বাচিব ; কিন্তু যদি তাঁহাকে ফিরিয়া না দেও, তবে অবশ্য তুমি সপরিবারে মরিবা, ইহা জ্ঞাত হও। ৮ পরে অবমেলক প্রত্যুষে উঠিয়া আপনার সকল ভূত্যকে ডাকিয় ঐ সমস্ত বৃত্তান্ত তাহাদের কর্ণগোচর করিলে তাহারা অতিশয় ভীত হইল। শ পরে অবীমেলক ইব্রাহীমকে ডাকিয় কহিল, তুমি আমাদের প্রতি এ কি ব্যবহার করিলা ? তুমি যে আমাকে ও আমার রাজ্যকে এমত মহাপরাধগুস্ত কর, আমি তোমার কাছে এমন কি দোষ করিয়াছি? তুমি আমার প্রতি অকৰ্ত্তব্য কর্ম করিল। ** অবঁীমেলক ইরাহীমকে আরো কহিল, তুমি কি দেখিয়া এমত কর্ম করিলা ? • * তখন ইব্রাহীম কহিল, এই অঞ্চলে ঈশ্বরের প্রতি ভয়মাত্র নাই, অতএব ইহারা আমার স্ত্রীর লোভে আমাকে বধ করিবে, ইহা অামি ভাবিয়াছিলাম । * আর সে আমার ভগিনী, ইহাও সত্য বটে, কেননা সে আমার পিতৃকন্য, কিন্তু মাতৃকন্যা নহে, এব^ আমার ভার্ষ্য হইল। ** যখন ঈশ্বর আমাকে পৈতৃক বাটীহইতে ভূমণ করাইয়াছিলেন, তখন আমি তাছাকে কহিয়াছিলাম, আমার প্রতি তোমার এই অনুগ্রহ করিতে হইবে, ফলতঃ আমর যে ২ স্থানে যাইব, সেই ২ স্থানে ভূমি আমাকে ভূতা বলিয়া পরিচয় দিও। * তখন অস্ত্ৰীমেলক মেষ ও গোরু ও দাস ও দাসী আনাইয়া ইব্রা ID আদিপুস্তক l 3 * হীমকে দিল, এবং তাছার ভাৰ্য্যা সারাকেও তাহার স্থানে সমপর্ণ করিল। ** পরে অবামেলক কহিল, দেখ, আমার সমস্ত দেশ তোমার সমক্ষে আছে ; তোমার যথা ইচ্ছা তথা বসতি কর । ** এবং সারাকেও কহিল, দেখ, আমি তোমার ভুতাকে সহস্র থান রূপা দিলাম ; তোমা প্রভৃতি সকলের প্রতি যাহা ঘটিল, তাহার আচ্ছাদনস্বরূপ তাহাই হইবে। এই রূপে সে অনুযুক্ত হইল। ** পরে ইব্রাহীম ঈশ্বরের কাছে প্রার্থনা করিলে ঈশ্বর অবীমেলককে ও তাহার ভার্যাকে ও তাহার দাসীগণকে সুস্থ করিলেন ; তাহাতে তাহার পুত্র প্রসব করিল। * কেননা পরমেশ্বর ইব্রাহীমের ভার্য সারার নিমিত্তে অধীমেলকের গৃহস্থিতদের গৰ্ব রোধ করিয়াছিলেন। ২১ অধ্যায়। . ১ ইস্হাকের জন্ম ও স্তন্যদুগ্ধ ত্যাগ করণ, ৯ ও হাজিরা দূরীকৃত হইলে দূতদ্বার। তাছার শান্তি পাওন, ২২ ও ইব্রাহীমের সহিত অবীমেগকের নিয়ম স্থির করণ, ৩৩ ও বেরশেবাতে ইব্রাহীমের প্রার্থনা করণ । • অপর পরমেশ্বর আপন বাক্যানুসারে সারার প্রতি কৃপাদৃষ্টি করিয়া তাহার নিমিত্তে আপন প্রতিজ্ঞ সফল করিলেন। * তাহাতে সারা গৰ্ববর্তী হইয়া ঈশ্বরোক্ত নিরূপিত সময়ে বৃদ্ধ ইরাহীমের নিমিত্তে পুত্র প্রসব করিল। * তখন ইন্তাহীম সারার গর্ভজাত নিজ পুত্রের নাম ইসহাক (হাস্য) রাখিল । * পরে ঐ পুত্র ইসহাকের আট দিন বয়স হইলে ইব্রাহীম ঈশ্বরের অাজ্ঞানুসারে তাহার অকছেদ করিল। “ ইব্রাহীমের এক শত বৎসর বয়সের সময়ে তাহার পুত্র ইসহাকের জন্ম হয়। * অপর সারা কহিল, ঈশ্বর আমাকে হাস্য করাইলেন ; ইহা শুনিয়া সকলেই আমার শ হাস্য করিবে। * সে আরো কহিল, সারা বালকদিগকে স্তন পান করাইবে, এমন কথা ইবুহিীমকে কে বলিতে পারিত ? কেননা আমি এখন তাহার েিত তাহার নিমিত্তে পুত্র প্রসব করিলাম। ৮ অপর বালক বড় হইয়া স্তন পান ত্যাগ করিল ; এবং যে দিনে ইসহাক স্তন পান ত্যাগ করিল, সেই দিনে ইব্রাহীম মহাভোজ প্রস্তুত করিল।

  • অনন্তর মিস্ট্রীয় হাজিরা ইব্রাহীমের নিমিত্তে যে পুত্র প্রসব করিয়াছিল, সারা তাহাকে পরিহাস করিতে দেখিয়া ইব্রাহীমকে কহিল, ** ভূমি ঐ দাসীকে ও উহার পুত্রকে দূর করিয়া দেও; আমার পুত্র ইসহাকের সহিত ঐ দাসীপুত্র উত্তরাধিকারী হইবে না। ** এই কথা শুনিয়া

17