পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩১৪ তেবেষে কোন স্ত্রী র্যাতার এক পাটি প্রাচীরহইতে তাহার উপরে ফেলিলে সে কি তাহাতে মরিল না ? . অতএব তোমরা কেন প্রাচীরের নিকটে গিয়াছিলা? তবে তুমি কহিবা, আপনকার দাস হিন্তীয় উরিয়ও হত হইয়াছে। ং অপর দূত প্রস্থান করিয়া যোয়াবের প্রেরিত সমস্ত কথা দায়ুদ্ধকে জ্ঞাত করিল। ২° সে দূত দায়ুদ্ধকে কহিল, ঐ লোকের প্রবল হইয় প্রান্তরে আমাদের নিকটে বাহিরে আসিয়াছিল ; তখন আমরা দ্বার প্রবেশের স্থান পর্যন্ত তাহাদের পশ্চাতে গেলে “ ধনুদ্ধরেরা প্রাচীর হইতে আপনকার দাসদের উপরে বাণ ক্ষেপণ করিল ; তাহাতে রাজার কতক দাস মরিল ; বিশেষতঃ আপনকার দাস হিন্ত্ৰীয় উরিয়ও মরিল। “ তাহাতে দায়দৃ ঐ দূতকে কহিল, তুমি যোয়াবকে কহিবা, তুমি ইহাতে অসন্তুষ্ট হইও না, কেননা খড়গ যেমন এককে, তদ্রুপ অন্যকেও গ্রাস করে ; তুমি নগরের প্রতিকুলে আরো দৃঢ় যুদ্ধ করিয়া তাহাকে উচ্ছিন্ন কর; এই রূপে তাহাকে আশ্বাস দেও।

  • * অপর উরিয়ের স্ত্রী আপন স্বামি উfরয়ের মৃত্যুর সRবাদ পাইয়া স্বামির জন্যে শোক করিল। ২ পরে শোক অতীত হইলে দায়ুদ লোক পাঠাইয় তাহাকে আপন বাটীতে আনাইল, তাহাতে সে তাহার ভাৰ্য্যা হইয় তাহার এক পুত্র প্রসব করিল। কিন্তু দাযুদের কৃত এই কর্ম পরমেশ্বরের দৃষ্টিতে ঘৃণাহ হইল।

১ ২ অধ্যায়। ১ নাথনের দ্বারা মেষবৎসার দৃষ্টান্তকথা, ৭ ও দায়ুদের প্রতি নাথনের অনুযোগ, ১৫ ও দাযুদের শিশুর মরণ কথা, ২৪ ও সুলেমানের জন্ম, ২৬ ও রব্বা নগর হস্তগত করণ ।

  • পরে পরমেশ্বর দায়ুদের নিকটে নাথনকে প্রেরণ করিলে সে তাহার নিকটে আসিয়া তাহাকে কহিল, এক নগরে দুই লোক ছিল ; তাহাদের মধ্যে এক জন ধনবান, ও এক জন দরিদ্র। ২ ঐ ধনবানের অতি প্রচুর গোমেষাদি পাল ছিল। কিন্তু সেই দরিদ্রের এক ক্ষুদ্র মেষবৎস ব্যতিরেকে আর কিছু ছিল না ; সে তাহাকে ক্রয় করিয়া পোষণ করাতে ঐ মেষী তাহার ও তাহার বালকদের সঙ্গে থাকিয় বৃদ্ধি পাইল ; সে তাহার নিজ খাদ্য দ্রব্য ভোজন করিত, ও তাহার পাত্রেতে পান করিত, ও তাহার বক্ষঃস্থলে শয়ন করিত, ও তাহার কন্যার ন্যায় ছিল । * অপর এক পথিক ঐ ধনবানের গৃহে অতিথি হইলে, সে আপনার নিকটে আগত অতিথির জন্যে পাক করুণাথে আপন

3.14 ২ শিমূয়েল। [১২ অধ্যায় । গোমেৰাদি পালহইতে কিছু লইতে কাতর হওয়াতে ঐ দরিদ্রের সেই মেষবৎসাকে লইয়। আপনার নিকটে আগত অতিথির জন্যে পাক করিল । * তাহাতে দায়ুদ ঐ ধনবানের প্রতি অতিশয় ক্রোধে প্রজবলিত হইয়া নাথনকে কহিল, পরমেশ্বরের অমরতার দিব্য করিয়া কহিতেছি, এমত কর্মকারি লোক অবশ্য মরিবে। * আর সে কিছু দয়। না করিয়া এমত কর্ম করিল, এই জন্যে ঐ মেষবৎসার চতুগুৰ্ণ ফিরাইয়া দিবে।

  • পরে নাথন দায়ুদূকে কহিল, তুমিই সেই ব্যক্তি। ইসায়েলের প্রভু পরমেশ্বর এই কথা কছেন, আমি তোমাকে ইসুয়েল ব^শের উপরে রাজ্যাভিষিক্ত করিয়াছি, ও শৌলের হস্তুহইতে তোমাকে উদ্ধার করিয়াছি ; ৮ এব^ তোমার প্রভূর সৰ্ব্বস্ব তোমাকে দিয়াছি, ও তাহার ভাষাগণকে তোমার বক্ষঃস্থলে দিয়াছি, এবং ইসায়েল বংশকে ও যিহুদী বংশকে দিয়াছি ; এব^ তাহা যদি অল্প হইত, তবে তোমাকে আরো অমুক ২ বস্তু দিতাম। - এখন তুমি পরমেশ্বরের আজ্ঞা তুচ্ছ করিয়া কেন তাহার সাক্ষাতে দুরাচরণ করিলা ? তুমি হিন্তীয় উরিয়কে খড়গদ্বারা বধ করাইয়া তাহার ভাষাকে আপন ভাৰ্য্যা করিয়াছ, ও উরিয়কে অন্মোন ব^শের খড়গদ্বারা বধ করাইয়াছ। ** অতএব খড়গ তোমার বাটী কখনো ত্যাগ করিবে না ; কেননা তুমি আমাকে অবজ্ঞা করিয়া উরিয়ের স্ত্রীকে লইয়া আপন স্ত্রী করিয়াছ। • • পরমেশ্বর এই কথা কহেন, দেখ, আমি তোমার পরিবারহইতেই তোমার বিরুদ্ধে অমঙ্গল উৎপন্ন করিব, এব^ তোমার সাক্ষাতে তোমার ভাষাগণকে লইয়া তোমার আত্মীয়কে দিব ; তাহাতে যে এই সূর্যের সাক্ষাতে তোমার ভাষাগণের সহিত শয়ন করবে। * তুমি গুপ্ত রূপে এই কর্ম করিল, কিন্তু আমি তাবৎ ইস্রায়েলের ও সুয্যের সাক্ষাতে এই কাৰ্য্য করাইব । ** তখন দায়দৃ নাথনকে কহিল, আমি পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করিলাম। তাহাতে নাথন দাযুদ্ধকে কহিল, পরমেশ্বর তোমার পাপ দূর করিলেন, ইহাতে তুমি মরিব না। ** কিন্তু তুমি এই কর্মদ্বারা পরমেশ্বরের শজুগণকে নিন্দাতে উদ্‌যুক্ত করিয়াছ, এই জন্যে তোমার ঔরসজাত এই পুত্র অবশ্য মরিবে । পরে নাথন আপন গৃহে প্রস্থান করিল।
  • অনন্তর পরমেশ্বর উরিয়ের ভার্যার গৰ্ত্তজাত দায়ুদের পুত্রকে আঘাত করিলে সে অতিশয় পীড়িত হইল। -- তাহাতে नॉञ्चक्र বালকের জন্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করিল ও উপবাস করিল, ও অন্তরে প্রবেশ করিয়া