পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২২

    • পরে হুশয় সাদোক ও অবিয়াথর যাজককে কহিল, অহীথোফল অবশালোমকে ও ইসায়েলের প্রাচীনগণকে অমুক মন্ত্রণ দিয়াছিল, কিন্তু আমি অমুক মন্ত্রণ দিলাম। ** অতএব তোমরা শীঘ্ৰ দায়ুদের কাছে লোক পাঠাইয়া তাহাকে কহ, তুমি অদ্য যদ্দন প্রদেশস্থ প্রান্তরে রাত্রি যাপন করিও না, শীঘু পার হইয়। যাও ; নতুবা রাজা ও তাহার সঙ্গি লোকের বিনাশগুপ্ত হইবে। * তৎকালে যোনাথন ও অহামাস পাছে নগরে আসিয়া দৃশ্য হয়, এই ভয়ে ঐন-রোগেলে রহিয়াছিল ; পরে এক দাসী য়াইয় তাহাদিগকে সRবাদ দিলে তাহারা দায়ুদূ রাজাকে সAবাদ দিতে গমন করিল। ১৮ তথাচ এক বালক তাহাদিগকে দেখিয়া অবশালোমকে জ্ঞাত করিল ; কিন্তু তাহারা দুই জন শীঘু যাইয়া বহুরীমের এক লোকের বাটীতে প্রবেশ করিল, এব৯ তাহার প্রাঙ্গণমধ্যে এক কুপ থাকাতে সেই কুপে নামিল। ** পরে গৃহিণী কুপের মুখে আচ্ছাদন দিয়া তাহার উপরে মদিত শস্য বিস্তৃত করিল, তাহাতে কেহ কিছু জানিতে পারিল না । ** পরে অবশালোমের দাসগণ সেই স্ত্রীর বাটীতে আসিয়া জিজ্ঞাসিল, অহীমাস ও যোনাথন কোথায় ? সে স্ত্রী তাহাদিগকে কহিল, তাহারা জলস্রোত পার হইয়। গেল। পরে তাহারা অম্বেষণ করিয়া তfহাদের উদেশ না পাইলে যিরশালমে ফিরিয়া গেল । ২ - তাহারা গেলে পর ঐ দুই জন কুপহইতে উঠিয়া গিয়া দায়ুদ্র রাজাকে সAবাদ দিয়া কহিল, অহীথোফল আপনকার বিরুদ্ধে এমত মন্ত্রণ দিল, অতএব উঠ, শীঘু নদী পার হও । * তাহাতে দায়ু ও তাহার সঙ্গি লোকেরা উঠিয়া যদ্দন নদী পার হইল ; প্রভাতে যদ্দন নদী পার হইতে তাহাদের এক জনও অবশিষ্ট থাকিল না।

২৩ অপর আপন মন্ত্রণা অগ্রাহ্য হইল, ইহা দেখিয়া অর্থীথোফল গৰ্দ্দভ সাজাইয়া আরোহণ করিয়া আপন নগরস্থ বাটীতে গেল, এবং সৰ্ব্বস্বের বিষয়ে অডিা দিয়! আপনি উদ্বন্ধনেতে মরিয়া আপন পৈতৃক কবরে কবরপ্রাপ্ত হইল।

    • পরে দায়ুদূ মহনয়িমে উপস্থিত হইলে সমস্ত ইসুরেল লোকের সহিত অবশালোম যদ্দন নদী পার হইল। ** এবং অবশালোম

যোয়াবের পদে আমাসাকে প্রধান সেনাপতি | করিল। ঐ অমাস নাহশের কন্যা অবীগয়ি লেতে উপগত যিত্র নামে এক ইস্রায়েলীয় লোকের পুত্র ছিল ; সেই নাহশ যোয়াবের মাসী অর্থাৎ সিরুয়ার ভগিনী। পরে অবশালোম ও ইসা য়েল বংশ গিলিয়দ দেশে শিবির স্থাপন করিল। 322. ২ শিমুয়েল। [১৮ অধ্যায় ।

    • অপর দায়ুদৃ মহনfয়মে উপস্থিত হইলে অন্মোন বংশের রব্বানিবাসি নাহশের পুত্ৰ শোবি, ও লোদিবার নিবাসি অক্ষ্মীয়েলের পূত্র মার্থীর, এবং রোগিলীমনিবাসি গিলিয়দীয় বর্সিলয় দায়ুদের ও তাহার সঙ্গি লোকদের নিকটে *৮ শয্যা ও ডাবর ও মৃৎপাত্র এব^ আহারার্থে গোম ও যব ও সুজি ও ভাজ্যশস্য ও শিম ও ময়ূর ও ভাজা কলাই • ও মধু ও দধি এবx মেষপাল ও গোদুগ্ধের পনীর অনিল ; কেননা লোকের প্রান্তরে ক্ষুধিত ও পিপাসিত ও এান্ত হইয়া থাকিবে, ইহা তাহারা ভাবিল ।

১৮ অধ্যায় ৷ ১ দায়ুদের সৈন্যগণকে প্রেরণ করণ, ও ও ইস্রায়েলু লোকদের পরাস্ত হওন, ৯ ও অবশেিলামের হত হওন, ১৮ ও অবশালোমের স্তুন্ডের কথ1, ১ ৯ ও দ্বায়ুদকে অবশালোমের মৃত্যু সAবাদ দেওন, ৩ ও ও দ্বায়ুদের বিলাপ ।

  • পরে দায়ুদ আপন সঙ্গি লোকদিগকে গণনা করিয় তাহাদের উপরে সহস্রপতি ও শতপতিগণকে নিযুক্ত করিল। " এবং দায়ুদ্ধ যোয়াবের হস্তুে লোকদের তৃতীয়াংশ, ও যোয়াবের ভুতি সিরুয়ার পুল অবশয়ের হস্তে তৃতীয়াংশ, এব^ গাতীয় ইবয়ের হস্তে তৃতীয়াRশ সমপণ করিয়া প্রেরণ করিল। এবং রাজা লোকদিগকে কহিল, আমাকেও তোমাদের সঙ্গে যুদ্ধে যাইতে দেও। * কিন্তু লোকেরা কহিল, তুমি যুদ্ধে যাইও না ; কেননা যদি আমরা পলাই, তবে তাহারা তাহ লাভ জ্ঞান করিবে না, এবং আমাদের অন্ধেক লোক মরিলেও তাহারা লাভ জ্ঞান করিবে না ; কিন্তু আমাদের দশ সহসুের সমান তোমাকে জ্ঞান করিবে ; অতএব আমাদের উপকার করিতে তোমার নগরে থাকা ভাল । * তাহাতে রাজা কহিল, তোমরা যাহা ভাল বুঝ, তাহাই করিব ; পরে রাজা নগরদ্বারপাশ্বে দাড়াইলে লোক সকল শত ২ ও সহস্র ২ হইয়া বহিৰ্গমন করিল। * তখন রাজা যোয়াবকে ও অন্ধীশয়কে ও ইন্তয়কে কহিল, তোমরা আমার অনুরোধে সেই যুর অবশালোমের প্রতি কোমল ব্যবহার কর । অবশালোমের বিষয়ে সেনাপতিগণকে রাজার এই আজ্ঞা দেওন সময়ে তাহ। সকল লোকই শুনিল ।
  • পরে লোকেরা ইসুয়েল বংশের প্রতিকুলে রণস্থলে বাহির হইয় গেলে ইফুয়িম্ অরণ্যে যুদ্ধ হইল। " সে স্থানে ইস্রায়েল লোকের। দায়ুদের দাসদের সম্মুখে পরাস্তু হইলে সে

দিবসে মহাসAহারেতে তাহাদের বি৭ শতি সহস্র লোক হত হইল। ৮ কেননা সেই দেশের সর্বত্র