পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉 ター ইব্রাহীম আপন পুত্রের জন্যে অতি দুঃখিত হইল। ২ কিন্তু ঈশ্বর ইরাহীমকে কহিলেন, ঐ বালকের জন্যে ও তোমার ঐ দাসীর জন্যে দুঃখিত হইও না ; সারা তোমাকে যাহা কহিতেছে, তাহার সেই বাক্যে সম্মত হও ; কেনন ইসহাকহইতে তোমার বংশ বিখ্যাত হইবে। ** আর ঐ দাসীপুত্র তোমার সন্তান, এই জন্যে আমি তাহাহইতেও এক জাতি উৎপন্ন করিব। * অতএব ইব্রাহীম প্রত্যুষে উঠিয়া রুট ও জলপূর্ণ কুপ লইয়া হাজিরার স্কন্ধে দিয়া বালককে সমপণ করিয়া তাহাকে বিদায় করিল। তাঁহাতে সে প্রস্থান করিয়া বেরশেবা নামক প্রান্তরে ভুমণ করিতে লাগিল। ** পরে কুপার জল শেষ হইলে হাজিরা এক ঝোপের নীচে বালককে রাখিয়া আপনি তাহার সম্মুখহইতে এক তীর দূরে গিয়া বাসল, কারণ সে কহিল, বালকের মৃত্যু আমি দেখিব না। অতএব সে তাহার সন্মুখহইতে দূরে বসিয়া উচ্চৈঃস্বরে রোদন করিতে লাগিল । * তখন ঈশ্বর বালকের রব শুনিলেন ; তাহাতে ঈশ্বরের দূত আকাশহইতে ডাকিয়া হাজিরাকে কহিলেন, হে হাজিরা, তোমার কি হইল ? ভয় করিও না, ঈশ্বর স্বস্থানে থাকিয় ঐ বালকের রোদন শুনিলেন। ১৮ তুমি উঠিয়া বালককে তুলিয়া হন্তে ধর ; আমি তাহাহইতে এক মহাজাতি উৎপন্ন করিব । * তখন ঈশ্বর তাহার চক্ষু প্রসন্ন করিলে সে এক সজল কুপ দেখিতে পাইয়া তথায় গমন পূৰ্ব্বক কুপ জলে পূরিয়া বালককে পান করাইল। ২° পরে ঈশ্বর সেই বালকের সাহায্য করাতে সে বড় হইল, এবং প্রান্তরে থাকিয় ধনুদ্ধর হইল। * - পারন নামক প্রান্তরে তাহার বসতি ছিল। পরে তাহার মাতা মিসর দেশীয় কোন কন্যার সহিত তাহার বিবাহ দিল । ২২ ঐ সময়ে অবীমেলক এব^ ফীখোল নামে তাহার সেনাপতি ইব্রাহীমকে কহিল, তুমি যে কিছু কর, সেই সকলেতে ঈশ্বর তোমার সহায় আছেন। অতএব তুমি আমার প্রতি ও আমার পুত্র পৌত্রের প্রতি বিশ্বাসঘাতকতা করিবা না ; এব^ অ্যাম তোমার প্রতি যেরূপ দয়া করিয়াছি, তুমিও আমার প্রতি ও তোমার প্রবাসস্থান এই দেশের প্রতি তদ্রুপ দয়া করিবা, আমার কাছে ঈশ্বরের দিব্য করিয়া এই কথা বল। ২• তাহাতে ইব্রাহীম কহিল, ভাল, দিব্য করিব। ২৭ কিন্তু অবমেলকের ভূতগণ ইব্রাহীমের এক সজল কুপ বলেতে অধিকার করিয়াছিল, এই জন্যে ইব্রাহীম অধীমেলককে অনুযোগ করিল। ২৬ তাহাতে আবীমেলক কহিল, এই কর্ম কে করিয়াছে, তাহ আমি জানি না, তুমিও আমাকে 18 আদিপুস্তক l [২২ অধ্যায় । জানাও নাই ; এব^ আমিও কেবল অদ্য এ কথা শুনিলাম। পরে ইব্রাহীম মেষ ও গোরু লইয়। আবীমেলককে দিল, এবং উভয়ে এক নিয়ম স্থির করিল। ২৮ তৎকালে ইব্রাহীম পালহইতে সাতটা মেষবৎস পৃথক করিয়া রাখিলে অবীমেলক তাহাকে জিজ্ঞাসিল, তুমি কি অভিপ্রায়ে এই সাত মেষবৎস পৃথক করিয়া রাখিলা ? “ ইব্রাহীম কহিল, আমি যে এই কুপ খুদিয়াছি, তাহার প্রমাণাথে আমাহইতে এই সাত মেষবৎস তোমাকে গ্রহণ করিতে হইবে। ** অতএব সেই স্থানের নাম বেরশেবা (দিব্যের কুপ) হইল, কেননা সেই স্থানে তাহার উভয়ে দিব্য করিল। ** এই রূপে তাহারা বেরশেবাতে নিয়ম স্থির করিলে পর অবীমেলক ও ফীখোল নামে তাহার সেনাপতি গাত্রেথিান করিয়া পিলেষ্টীয়দের দেশে প্রত্যাগমন করিল।

    • পরে ইব্রাহীম সেই বেরশেবার নিকটে উপবন প্রস্তুত করিয়া সেই স্থানে নিত্যস্থায়ি প্ৰভু পরমেশ্বরের নামে প্রার্থনা করিল। ** এব^ ইব্রাহীম পিলেষ্টীয়দের দেশে বহু কাল পর্যন্ত প্রবাস করিল।

২২ অধ্যায় । ১ ইব্রাহীমের আপন পুত্র ইসহাককে বলিদান করিতে আজ্ঞা পাওন ও তাহাতে প্রবৃত্ত হইলে ঈশ্বরের দ্বারা নিষিদ্ধ হওন, ১৫ ও এই কর্ম প্রযুক্ত ঈশ্বরের আশীৰ্ব্বাদ, ২০ ও ইব্রাহীমের ভ্রাত নাহোরের বংশাবলি । • এই সকল ঘটনার পরে ঈশ্বর ইবুহিীমের পরীক্ষা লইলেন ; ফলতঃ তিনি তাহাকে কহি লেন, হে ইব্রাহীম । তাহাতে সে উত্তর করিল, দেখ, আমি উপস্থিত আছি। * তখন তিনি কহিলেন, তুমি আপন পুস্তকে অর্থাৎ তোমার প্রিয় অদ্বিতীয় পুত্র ইসহাককে লইয়। মোরিয়া দেশে যাও, এবং তথাকার যে পৰ্ব্বত আমি তোমাকে বলিব, সেই পৰ্ব্বতের উপরে তাহাকে হোমার্থে বলিদান কর। * তাহাতে ইব্রাহীম প্রত্যুষে উঠিয়া গৰ্দ্দভ সুজাইয়া দুই জন দাস ও ইসহাক পুত্রকে সঙ্গে লইল, এবং হোমের নিমিত্তে কাষ্ঠ কাটিয়া যাত্রা করিয়া ঈশ্বরের নির্দিষ্ট স্থানের প্রতি গমন করিল। * পরে তৃতীয় দিবসে ইব্রাহীম উদ্ধ मूझैि করিয়া দূরহইতে সেই স্থান দেখিল । * তখন ইব্রাহীম ঐ দাসদিগকে কহিল, তোমরা এই স্থানে গৰ্দ্দভের সহিত থাক ; আমি ও বালক আমরা দুই জন ঐ স্থানে গিয় আরাধনা করি, পশ্চাৎ তোমাদের কাছে ফিরিয়া আসিব। * তখন ইব্রাহীম যজ্ঞকাষ্ঠ লইয়। আপন পুত্র ইসহাকের স্কন্ধে দিয়া নিজ হস্তে