পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩ অধ্যায় ।]

    • তৎকালে তিনি উদ্ধৃহইতে হস্তু বিস্তার করিয়া জলসমূহহইতে আমাকে তুলিয়। উদ্ধার করিলেন । ১৮ এবং বিলবান শৰু ও আম! অপেক্ষ শক্তিমান ঘৃণাকারিগণহইতে আমাকে নিস্তার করিলেন । ** তাহারা বিপদসময়ে আমাকে ঘেরিল, কিন্তু পরমেশ্বর আমার অবলম্বন যষ্টিস্বরূপ হইলেন। ২° এবং তিনি আমার প্রতি তুষ্ট হওয়াতে আমাকে উদ্ধার করিয়া

এক প্রশস্ত স্থানে আনিলেন। ই • পরমেশ্বর আমার ধর্মানুসারে পুরস্কার করিলেন, ও আমার হস্তের পবিত্রতানুসারে ফল দিলেন। ২২ কেননা আমি পরমেশ্বরের পথের পথিক ছিলাম, আপন ঈশ্বরের বিরুদ্ধে পাপ করি নাই। ২• তাহার সকল দণ্ডাজ্ঞা অামার গোচরে ছিল, আমি উাহার বিধি আপনাহইতে দূর করি নাই। “ আমি তাহার দৃষ্টিতে সাধু ছিলাম, ও আপন পাপ হইতে আপনাকে রক্ষা করিতাম। ২* অতএব পরমেশ্বর আমার ধর্মানুসারে ও আপন সাক্ষাতে আমার পবিত্রতানুসারে আমাকে ফল দিলেন। -- তুমি অনুগ্রাহকের প্রতি অনুগ্রহ, ও সজ্জনের প্রতি সৌজন্য করিয়া থাক । ** এবং পৰিত্রের সহিত পবিত্রাচরণ, ও বিরুদ্ধাচারির সহিত বিরুদ্ধাচরণ করিয়া থাক। ২৮ এবং দুঃখিতদিগকে রক্ষা করিয়া থাক, কিন্তু অধঃপতন করিতে অহঙ্কারিদের প্রতি দৃষ্টি করিয়া থাক। - হে পরমেশ্বর, তুমি আমার প্রদীপস্বরূপ ; পরমেশ্বর আমার অন্ধকারকে আলোকময় করেন । ** তোমার সাহায্যেতে আমি সৈন্যমধ্য দিয়া দৌড়িতে পারি, এবং আমার ঈশ্বরের দ্বারা প্রাচীর উল্ল৭ঘন করিতে পারি। -- সেই ঈশ্বরের পথ নিৰ্দ্দোষ, ও পরমেশ্বরের বাক্য সুপরীক্ষিত, তিনি নিজ শরণাগত লোকের ঢালস্বরূপ । ** পরমেশ্বর ব্যতিরেকে আর ঈশ্বর কে আছে ? ও আমাদের ঈশ্বর ব্যতিরেকে পৰ্ব্বতস্বরূপ কে আছে ? এও সেই ঈশ্বর আমার দৃঢ় দুর্গস্বরূপ । তিনি আমার পথ সরল করিলেন। ** তিনি হরিণীর চরণ সদৃশ আমার চরণ করলেন, ও উচ্চ স্থানে আমাকে স্থাপিত করিলেন । * এবং আমার হস্তকে যুদ্ধ করিতে এমত শিক্ষা দিলেন, যে আমার বাহুদ্বারা তাম্রময় ধনুক ভগ্ন হইল । ** তুমি আমাকে পরিত্রাণরূপ ঢাল দিলা, ও তোমার নমুতাদ্বারা অামি উন্নত হইলাম। * তুমি আমার ; নীচে পাদবিক্ষেপের স্থান প্রশস্ত করিলা, একারণ আমার চরণ বিচলিত হইল না। ৮ আমি শত্রুর পশ্চাৎ ধাবমান হুইয়া তাহাদিগকে বিনষ্ট করিলাম, ও সকলকে সংহার না, করিয়া ফিরিলাম , না । ** আমি 2 U. ২ শিমুয়েল। ৩২৯ তাহাদিগকে সম্পূর্ণরূপে নিপাত করিলে তাহার। উঠিতে পারিল না, আমার পদতলে পড়িয়া রহিল । * তুমি , যুদ্ধ করিতে বলেতে আমার কটি বন্ধন করিল, ও আমার বিপক্ষগণকে আমার বশীভূত করিল। ** এবং আমার শলুগণকে আমাহইতে পরাজুখ করিলা ; তাহাতে আমি আপন ঘূণাকারিগণকে সRহার করিলাম। ** তাহার। অবলোকন করিলেও তাহাদিগকে রক্ষা করিতে কেহ ছিল না ; এবং পরমেশ্বরের প্রতি চাহিলেও তিনি উত্তর দিলেন না। **তাহাতে আমি ভূমিস্থ ধুলির ন্যায় তাহাদিগকে চূর্ণ করিলাম, এবং পথের কদমের ন্যায় তাহাদিগকে দলিত ও বিস্তারিত করিলাম। -- তুমি আমাকে স্বপ্রজাদের বিদ্ৰোহহইতে উদ্ধার করিলা, এবং অন্যদেশীয়দের মস্তকরূপে নিযুক্ত করিলা, তাহাতে আমার অজ্ঞাত জাতিও আমার সেবা করে । ** এবং বিদেশীয়ের আমার স্তব স্তুতি করে, ও আমার কথা শ্রবণমাত্র আমার আজ্ঞাবৰী হয় । ** এবং বিদেশীয়েরা উদ্বিগ্ন হইয়া আপনাদের গোপনীয় স্থানহইতে কম্পাম্বিত হইয়া আইসে। .

  • * আমার পর্বতস্বরূপ যে অমর পরমেশ্বর, তিনি ধন্য ; ও আমার ত্রাণজনক শৈলস্বরূপ ঈশ্বর সর্বদ উন্নত হউন। ৮ হে ঈশ্বর, তুমি আমার নিমিত্তে অন্যকে প্রতিফল দিয়া আমার, বশে প্রজাগণেকে দমন করিলা, ** ও শত্ৰুগণহইতে আমাকে উদ্ধার করিলা ; তুমি আমার বিপক্ষগণের উপরে আমাকে উচ্চপদ দিলা, ও দুৰ্ব্বত্ত লোকহইতে আমাকে মুক্ত করিল। * * অতএব হে পরমেশ্বর, আমি ভিন্নদেশীয়দের নিকটে তোমার গুণের প্রশ৭সা করিব, ও তোমার নাম গান করিব। * তুমি রাজাকে মহাপরিত্রাণ দিয়া আপন অভিষিক্ত ব্যক্তির অর্থাৎ দায়ুদের ও তাহার বংশের সহিত সৰ্ব্বদা দয়া ব্যবহার করিব ।

২৩ অধ্যায়। • मयूरमब्र শেষকথা, ৮ ও তাঁহার প্রধান লোকদের নাম ও বিবরণ । • দায়ূদের শেষকথা। যিশয়ের পুত্র দায়ু কহে, অর্থাৎ উচ্চীকৃত ও যাকুবের ঈশ্বরকতৃক অভিষিক্ত ও ইস্রায়েলের মধুর গায়ক কহে। ২ আমাদ্বারা পরমেশ্বরের আত্মা কহেন, তাহার বাণী আমার জিহ্বাগ্রে আছে ইসায়েলের ঈশ্বর কহেন, ইস্রায়েলের পর্বতস্বরূপ ঈশ্বর আমাকে এই কথা কছেন, এক ধাৰ্মিক ব্যক্তি মনুষ্যদের রাজা হইবেন, তিনি ঈশ্বরের ভক্তিতে রাজতত্ব করিবেন , তিনি প্রাতঃকালীয় প্রভাবিশিষ্ট 329