পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vE) vరిa সূর্যের ন্যায় উদিত হইবেন । সেই প্রাতঃকালে (আকাশ) নির্মলত্রাপ্রযুক্ত মেঘরহিত ও পুথিবী বৃষ্টিজাত তৃণেতে ভূষিত হইবে। “ আমার বংশ ঈশ্বরের নিকটে কি স্থির নয় ? তিনি সৰ্ব্ব বিষয়ে সুনিশ্চিত ও অলঙ্ঘনীয় এক নিত্য নিয়ম আমার সহিত করিয়াছেন; এই যে আমার ত্রাণ ও তাবৎ বাঞ্ছা সিন্ধিকারক, ইহা কি তিনি সফল করিবেন না ? - দুষ্ট লোক কণ্টকের ন্যায় দূরীকৃত হইবে, কারণ তাহাদিগকে হস্তে ধরা যায় না। তাহাদিগকে সপশ করাতে এক মনুষ্য প্রেক ও বড়শাদ্বারা বিন্ধ হইবেন, তাহাতে তাহার বাসস্থানে অগ্নিতে দগ্ধ হইবে ।

  • দায়ুদের বলবান লোকদের নাম। যে তথমোনীয় ষোশেৰ-বশেবং রথিদের মধ্যে প্রধান ছিল, সে এক কালে হত আট শত লোকের উপরে বড়শা চালাইল । * এব4 অহোহীয় দোদয়ের পুত্ৰ ইলিয়াসর দ্বিতীয় ছিল ; যখন ইস্রায়েল লোক অনুপস্থিত হইল, এমন সময়ে একত্রীভূত পিলেষ্টীয়দের প্রতি পদ্ধ করিল যে দায়ুদের সঙ্গী তিন জন বীর, তাহাদের মধ্যে এই ব্যক্তি এক জন । ** সে দাড়াইয় যে পর্যন্ত তাহার হস্ত শ্রান্ত না হইল, তাবৎ তাহার হস্তে খড়গ্ন দৃঢ় বন্ধ হওয়াতে পিলেষ্টীয়দিগকে মারিল ; সে দিবসে পরমেশ্বর মহাজয় করাইলেন, এব^ লোকের কেবল লুট করিতে তাহার পশ্চাৎ গেল। ** এবং হরারীয় আগির পুত্ৰ শন্ম তৃতীয় ছিল ; এক মসুরক্ষেত্রের নিকটে পিলেষ্টীয়ের এক দলে একত্র হইলে যখন লোকের পিলেষ্টীয়দের হইতে পলায়ন করিল, *২ তখন শৰ্ম্ম সেই ক্ষেত্রমধ্যে দাড়াইয় তাহ রক্ষা করিল, এব^ পিলেফ্টীয়দিগকে বধ করিল, তাহাতে পরমেশ্বর মহাজয় করাইলেন । Pখ ত্রিশ প্রধান লোকের মধ্যে এই তিন জন শস্যচ্ছেদন সময়ে অদুল্লম গুহাতে দায়ুদের নিকটে আইলে পিলেষ্টীয়দের সৈন্যগণ রিফারীম তলভূমিতে শিবির স্থাপন করিয়াfছল, “ এবণ বৈৎলেহমেও

পিলেষ্টীয়দের সৈন্যদল ছিল। অপর দাযুদ, দুরাক্রম স্থানে থাকিয় - পিপাসাযুক্ত হইয়। কহিল, হায় ! কে আমাকে বৈংলেহমের দ্বারনিকটস্থ কুপেরি জল আনিয়া পান করিতে দিৰে ? * - তাহাতে যেই তিন জুন বীর পিলেষ্টীয়দের সৈন্যমধ্য দিয়া ঘাইয়া বৈৎলেহমের দ্বারনিকটস্থ কুপের জল তুলিয়া লইয়া দ্বায়ুদের নিকটে আইল, কিন্তু দায়ুদ তাহ পান করিতে সম্মত মা হুইয়া ঈশ্বরের উদ্দেশে ঢালিয়া ফেলিল ; ** এবং কহিল, হে পরমেশ্বর, এমত্ত কর্ম যেন আমি না করি ; ইহা কি প্রাণপণে গমনকারি মনুষ্যদের রক্ত নয় ? সে তাহ পান করিতে 330 ২ শিংয়েল। [২৩,২৪ অধ্যায় । সমত হইল না, কিন্তু ঐ তিন জন বীর এমত কর্ম করিল। * আর সিরুয়ার পুত্র ষোয়াবের ভুতি আবীশয় অন্য তিন জনের মধ্যে প্রধান ছিল, সে তিন শত হত লোকের উপরে আপন বড়শা চালাইয়া তিনের মধ্যে নামলব্ধ হইল। ** সে কি ঐ তিনের মধ্যে মর্যাদাপন্ন নয় ? অতএব সে তাহাদের সেনাপতি হইল, তথাচ সে প্রথম তিনের তুল্য ছিল না । ** এবং অনেক কাৰ্য্যকারি কবসেলীয় এক বলবানের পৌত্ৰ যিহোয়াদার পুত্র যে বিনায়, সে সিRহতুল্য দুই মোয়াধীয় লোককে বধ করিল ; তছিন্ন সে হিমানীর সময়ে যাইয়া গৰ্বের মধ্যে এক সিAহকে মাfরল । ** এব^ সে উত্তম বলবান এক মিস্ট্রীয়কে বধ করিল। ঐ মিত্ৰীয়ের হস্তে এক বড়শা ছিল, এব^ ইহার হস্তে এক দণ্ড ছিল ; পরে সে যাইয়। মিস্ত্ৰীয়ের হস্তহইতে বড়শা কড়িয়া লইয়া তাহারই বড়শাদ্বারা তাহাকে বধ করিল। ২ যিহোয়াদার পুত্র বিনায় এই সকল কর্ম করিল, তাহাতে সে দ্বিতীয় তিন বীরের মধ্যে নামলব্ধ হইল। ২৩ সে ঐ ত্রিশ জন অপেক্ষী মর্যাদাপন্ন ছিল, কিন্তু প্রথম তিনের তুল্য ছিল না ; এব^ দায়ুদ আত্মারক্ষার্থে তাহাকে সেনাপতি করিল। ** এবং যোয়াবের ভুতি আসাহেল ত্ৰিশের মধ্যে প্রধান ছিল ; এব^ বৈৎলেহমস্থ দোদয়ের পুত্র ইলহানন, “ ও হরোদীয় শষ্ম, ও হরোদীয় ইলীক, ২২ ও পল্টীয় হেলস, ও তিকোয়ীয় ইকেকশের পুত্র ঈর, ** ও অনাধোতীয় অবীয়েষর, ও হুশাতীয় মিবুন্নয়, ২৮ ও অহোহীয় সলমোন, ও নিটোফাতীয় মহরয়, ও নিটোফাতীয় বানার পুত্র হেলদ , ও বিনামীন বংশীয় গিৰিয়ার রীবয়ের পুত্ৰ ইষয়, ** ও পিরিয়াথোনীয় বিনায়, ও গাশস্থ নদীর নিকটবাসী হিদয়, ৩ - ও অসতীয় অবিয়ল্‌বোন, ও বহরুর্মীয় অসমীবৎ, ১ ও শালবীয় ইলিয়হব1, ও যাশেনের পুত্র যোনাথন, ও হরারীয় শম্ম, ও হরারীয় সাখরের পুত্ৰ মহীয়াম, খ" ও মাথাভায়ের পৌত্র অহস্বয়ের পুত্র ইলীফেলট, ও গীলোনীয় অহাথোফলের পুত্র ইলয়াম, “ ও কমলীয় হিব্রুয়, ও অবীয় পারয়, ** ও সোবা নিবাসি নাথনের পুত্ৰ যিগাল, ও গাদীয় বানী, ও আন্মোনীয় সেলক, ও সিরুয়ার পুত্র যোয়াবের অস্ত্রবাহক বেরোতীয় নহরয়, ৩৮ ও যিত্রীয় ঈরা ও মিত্রীয় গারে , - ও হিন্ত্ৰীয় উরিয় ; সৰ্ব্বশুদ্ধ সাঁইত্রিশ জন ছিল। | ২৪ অধ্যায়। ১ লোকদের গণনা করিতে দাযুদের অডি, ৫ ও লোকদের গণনা করণ, ১৭ ও তিন বিপদের