পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ অধ্যায় ।] মধ্যহইতে যাজকদের নিগমন কালে পরমেশ্বরের মন্দির মেঘেতে এমত পরিপূর্ণ হইল, ** যে যাজকগণ মেঘ প্রযুক্ত দণ্ডায়মান হইয়া সেবা করিতে অসমর্থ হইল, কেননা পরমেশ্বরের তেজেতে পরমেশ্বরের মন্দির পরিপূর্ণ হইল।

  • ং তখন সুলেমান কহিল, পরমেশ্বর ঘোর অন্ধকারে বাস করেন, ইহা তিনি কহিয়াছেন । ** আমি তোমার বাসার্থে যতনপুৰ্ব্বক এক মন্দির নির্মাণ করাইলাম ; ইহা তোমার নিত্য বাসার্থে স্থিরীকৃত। * অপর ইস্রায়েলের সমস্ত মণ্ডলী দণ্ডায়মান হইলে রাজা মুখ ফিরাইয়। ইসুয়েলের তাবৎ মণ্ডলীকে আশীৰ্ব্বাদ করিল। * রাজা কহিল, ইস্রায়েলের প্রভু পরমেশ্বর ধন্য ; তিনি আমার পিতা দায়ুদের প্রতি আপন মুখে এই যে কথা কহিয়াছেন, তাহা আপন হস্তদ্বারা সফল করিলেন ; ** ‘আমার প্রজা ইসুায়েল লোকদিগকে মিসর হইতে বাহির করিয়া আনয়ন দিবসাবধি আমি আপন নাম রাখিতে গৃহ নির্মাণার্থে ইসুয়েলের সমস্ত বংশের মধ্যে কোন নগর মনোনীত করি নাই ; কিন্তু আমার প্রজা ইসায়েল লোকদের অধ্যক্ষ হইবার জন্যে দায়ুদূকে মনোনীত করিলাম।” এবং ইস্রায়েলের প্রভু পরমেশ্বরের নামে এক মন্দির নিমৰ্মাণ করিতে আমার পিতা দায়ুদের মনস্থ ছিল। ৮ কিন্তু পরমেশ্বর আমার পিতা দায়ুদূকে কহিলেন, আমার নামে মন্দির নির্মাণ করিতে তোমার মনস্থ আছে ; তোমার এই রূপ মনস্থ করা ভাল বটে। ** তথাপি সেই মন্দির নির্মাণ তুমি করিব না, কিন্তু তোমার ঔরসজাত এক পুত্র আমার নামে মন্দির নির্মাণ করবে। ২ * পরমেশ্বর এই যে কথা কহিয়াছিলেন, তাহ সফল করিলেন ; পরমেশ্বরের প্রতিজ্ঞানুসারে আমি আপন পিতা দায়ুদের পদে স্থাপিত ও ইসায়েলের সিংহাসনোপবিষ্ট হইয়া ইসু'য়েলের প্রভু পরমেশ্বরের নামে এই মন্দির নির্মাণ করাইলাম । ২ * আর পরমেশ্বর আমাদের পূৰ্ব্বপুরুষদিগকে মিসরহইতে বাহির করণ কালে তাহাদের সহিত যে নিয়ম করিয়াছিলেন, সেই নিয়মের আধার যে সিন্দুক তাহার জন্যে আমি সেখানে এক স্থান প্রস্তুত করিলাম।
  • পরে সুলেমান ইস্রায়েলের সমস্ত মণ্ডলীর সাক্ষাতে পরমেশ্বরের বেদির সম্মুখে দাড়াইয়া আকাশের প্রতি হস্ত বিস্তার করিয়া কহিল, ২° হে ইস্রায়েলের প্রভো পরমেশ্বর, উপরিস্থ স্বগে ও অধঃস্থ পৃথিবীতে তোমার তুল্য ঈশ্বর নাই । সৰ্ব্বান্তঃকরণের সহিত তোমার সম্মুখে আচরণকারি আপন দাসগণের প্রতি তমি নিয়ম ও দয়া পালন করিয়া থাক,

১ রাজাবলি । No 8-9) ২• বিশেষতঃ তোমার দাস আমার পিতা দায়ুদের প্রতি আপনার প্রতিশ্রুত বাক্য পালন করিয়াছ, এবং যাহা আপন মুখে কহিয়াছ, তাহা আদ্য আপন হস্তদ্বারা সিদ্ধ করিতেছ। ** হে ইস্রায়েলের প্রভো পরমেশ্বর, ভূমি আপন দাস আমার পিতা দায়ুদের নিকটে যে প্রতিজ্ঞা করিয়াছ, তাহ এখন সফল কর । তুমি তাহাকে কহিয়াছিল, “ আমার সমুখে জুমি যেমন আচরণ করিল, তোমার ব^শও যদি সাবধান হইয়। আমার সম্মুখে তদ্রুপ আচরণ করে, তবে আমার দৃষ্টিতে ইস্রায়েলের সিংহাসনোপবিষ্ট হইতে তোমার, বংশে মনুষ্যের অভাব হইবে না।’ - হে ইয়ায়েলের ঈশ্বর, আমি বিনয় করি, তোমার দাস আমার পিতা দায়ুদের প্রতি যে কথা তুমি কহিয়াছ, তাহা সুস্থির হউক। ২ কিন্তু ঈশ্বর পৃথিবীতে বাস করিবেন, ইহা কি সত্য বটে স্বর্গ ও স্বগের উপরিস্থ স্বৰ্গ যাহাকে ধারণ করিতে পারে , না, তাহাকে কি আমার নির্মিত এই মন্দির ধারণ করিতে পারে ? ২৮ হে আমার প্রভো পরমেশ্বর, তুমি আপন দাসের নিবেদন ও প্রার্থনার প্রতি মনোযোগ কর, ও তোমার । দাস অদ্য তোমার নিকটে যে বিনতি ও প্রার্থনা করে, তাহা শুন । ** এবং যে স্থানের বিষয়ে তুমি কহিয়াছ, আমার নাম সেই স্থানে থাকিবে, সে স্থান অর্থাৎ তোমার এই মন্দিরের প্রতি তোমার চকু দিবারাত্রি উন্মীলিত থাকুক, এবং এই স্থানের দিগে তোমার দাস যে প্রাথনা করে, তাহ শুন। ** এবং এই স্থানের দিগে অভিমুখ আপন দাসের ও আপন প্রজা ইসুয়েল লোকদের বিনতির প্রতি মনোযোগ কর, এবং তোমার নিবাস স্বগে থাকিয় তাহ শুন, ও শুনিয়া ক্ষমা কর ।

    • কেহ আপন প্রতিবাসির বিরুদ্ধে অপরাধ করিলে যদি তাহাকে দিব্য করাইবার জন্যে এক দিব্য নিশ্চিত হয়, ও সেই দিব্য এই মন্দিরে তোমার হোমবেদির সম্মুখে উপস্থিত হয়, ৩২ তবে তুমি স্বর্গে থাকিয় তাহ শুনিয়া নিমপত্তি করিয়া আপন দাসদের বিচার করিও, অর্থাৎ দোষিকে সদোষ করিয়া তাহার কর্মের ফল তাহার মন্তকে বৰাইও ; ও নিৰ্দ্দোষকে নিদোষ করিয়া তাহার ধর্মানুসারে ফল দিও।
  • আর তোমার প্রজ ইস্রায়েল লোক তোমার বিরুদ্ধে পাপ করণ প্রযুক্ত শতুম্বারা পরাস্ত হইগে পর পুনৰ্ব্বার যদি তোমার প্রতি ফিরে, ও এই মন্দিরে তোমার নাম স্বীকার করিয়া তোমার নিকটে বিনয় করিয়া প্রাথনা করে; “ তবে তুমি স্বর্গে থাকিয়

343