পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩88 মনোযোগ করিয়া আপন প্রজ ইস্রায়েল লোকদের পাপ ক্ষমা করিও, ও তাহাদের পুৰ্ব্বপুরুষদিগকে যে দেশ দিয়াছ, তাহাতে পুনৰ্ব্বার তাহাদিগকে আনিও ।

  • আর তোমার বিরুদ্ধে তাহাদের পাপ করণ প্রযুক্ত যদি আকাশ রুদ্ধ হইয়া বৃষ্টি না করে, আর তাহাতে লোকেরা যদি এই স্থানের দিগে অভিমুখ হইয়া তোমার নাম স্বীকার করিয়া প্রার্থনা করে, এবx তোমাহইতে ক্লেশ পাইয় আপন ২ পাপহইতে ফিরে, ** তবে তুমি স্বর্গে থাকিয় মনোযোগ করিয়া আপন দাসদের ও আপন প্রজা ইসায়েল লোকদের অপরাধ ক্ষমা করিও, ও তাহাদিগকে গন্তব্য ংপথ দেখাইও, এবং অধিকারার্থে আপন প্রজাদিগকে দন্ত তোমার দেশে বৃষ্টি করিও ।
  • আর যদি তাহাদের দেশে দুর্ভিক্ষ কিম্বা মহামারী কিম্বা চিটা কিম্বা শস্যের মানত কিম্বা পঙ্গপাল কিম্বা কীট হয়, কিম্বা তাহাদের শত্ৰুগণ তাঁহাদের তাবৎ দেশের নগর অবরোধ করে, কিম্বা কোন মারী বা রোগ ব্যাপ্ত হয় ; ** পরে আপনাদের মনঃপীড়া জানিয়া তোমার প্রজা তাবৎ ইসুয়েল লোকদের মধ্যে কোন ২ জন যদি এই মন্দিরের দিগে হস্ত বিস্তার করিয়া কোন নিবেদন কিম্বা প্রার্থনা করে । * তবে তুমি আপন নিবাস স্বগে থাকিয়া তাহা শ্রবণ করিয়া ক্ষমা করিও ও সিদ্ধ করিও, এব^ প্রত্যেক জনের মন জানিয়া তাহাদের ক্রিয়ানুসারে প্রতিফল দিও; কেননা তাবৎ মনুষ্যসন্তানের মন কেবল তুমিই জান। ** তাহাতে আমাদের পূৰ্ব্বপুরুষদিগকে তোমার দত্ত দেশে তাহারা যত দিন সজীব থাকে, তাবৎ তোমাকে ভয় করিবে ।
  • * আর বিদেশিরা তোমার মহানাম ও সবল হস্ত ও বিস্তীর্ণ বাহুর কথা শ্রবণ করিবে ; অতএব তোমার প্রজ ইস্রায়েল লোকদের বহির্ভূত কোন বিদেশি লোক ** যদি তোমার নামের গুণে দূরদেশহইতে আসিয়া এই মন্দিরের সন্মুখে প্রার্থনা করে, ** তবে তুমি আপন নিবাস স্বর্গে থাকিয় তাহা শুনিও ; এবং সেই বিদেশী তোমার নিকটে যে প্রার্থনা করিবে, তাহার প্রতি তদনুসারে করিও । তাহাতে তোমার প্রজা ইসুয়েল লোকের ন্যায় পৃথিবীস্থ সকল লোক তোমাকে ভয় করিবে, ও আমার নির্মিত এই মন্দির তোমার নামে বিখ্যাত, ইহা জ্ঞাত হইবে।
    • আর তুমি আপন প্রজাদিগকে কোন স্থানে প্রেরণ করিলে তাহারা, যদি আপন শত্ৰুগণের সহিত যুদ্ধ করিতে যাইয়া তোমার মনোনীত নগ্নরের দিগে ও তোমার নামের জন্যে আমার

344 ১ রাজাবলি । [৮ অধ্যায় । নির্মিত মন্দিরের দিগে অভিমুখ হইয়া পরমেশ্বরের কাছে প্রার্থনা করে; ** তবে ভূমি স্বগে থাকিয় তাহাদের প্রার্থনা, ও বিনয় গুনিয়া তাহাদের বিচার নিষ্কপত্তি করিও । ** আর তাহারা যদি তোমার বিরুদ্ধে পাপ করে, (কেননা পাপ না করে এমত কোন মনুষ্য নাই,) এবং তুমি যদি তাহাদের প্রতি ক্রুদ্ধ হইয় তাহাদিগকে শত্ৰুহন্তগত কর, ও শত্ৰুগণ তাহাদিগকে দূরস্থ কিম্বা নিকটস্থ আপন দেশে বন্দী করিয়া লইয়! যায়, * ১ এবং সেই বন্দির। দেশান্তরে নীত হইয়া সেই স্থানে বিবেচনা করিয়া তোমার প্রতি ফিরে, এবং যাহারা তাহাদিগকে বন্দী করিয়া লইয়া গেল, তাহাদের দেশে , তোমার নিকটে বিনতি করিয়া, * আমরা পাপ করিলাম ও অপরাধী হইলাম ও দুষ্টতা করিলাম, এই কথা কহে, ** এবং যে শত্ৰুগণ তাহাদিগকে লইয় গেল, তাহাদের দেশে থাকিয়া সমস্ত অন্তঃকরণ ও সমস্ত প্রাণের সহিত তোমার প্রতি ফিরে, এবং তুমি তাহাদের পূৰ্ব্বপুরুষদিগকে যে দেশ দিয়াছ, আপনাদের সেই দেশের দিগে, ও তোমার মনোনীত নগরের দিগে, ও তোমার নামের জন্যে আমার নির্মিত মন্দিরের দিগে অভিমুখ হইয়া যদি তোমার কাছে প্রার্থনা করে ; ** তবে তুমি আপন নিবাস স্বগে থাকিয় তাহাদের প্রার্থন ও বিনয় শুনিয়া তাহাদের বিচার নিধপত্তি করিও । * ° এব^ তোমার বিরুদ্ধে পাপকারি আপন প্রজাদিগকে ক্ষমা করিও, ও তোমার বিরুদ্ধে কৃত তাহাদের সমস্ত অপরাধ মাৰ্জ্জনা করিও ; এব^ যাহারা তাহাদিগকে বন্দী করিয়া লইয়া গেল, তাহাদের কৃপাপাত্র করিয়া তাহাদের প্রতি শজুদের কৃপা বৰাইও । * • কেননা তাহার তোমার প্রজা ও তোমার অধিকার ; তুমিই তাহাদিগকে মিসরের মধ্যহইতে অর্থাৎ লৌহের কুণ্ডহইতে আনিয়াছ। “ তোমার এই দাসের প্রার্থনাতে ও তোমার প্রজ ইস্রায়েল লোকদের প্রার্থনাতে প্রসন্ন চক্ষু হইও, এব^ তাহারা যে ২ প্রার্থনা করিবে, তুমি তাহ শুনিও। ** কেননা হে প্রভো পরমেশ্বর, আমাদের পুৰ্ব্বপুরুষদিগকে মিসর হইতে আনয়ন কালে তুমি আপন দাস মূসার প্রতি যেমন কহিয়াছিল, তদ্রুপ তোমার অধিকারার্থে তাহাদিগকে পৃথিবীস্থ সকল লোকের মধ্যহইতে পৃথক করিয়াছ । -

    • সুলেমান পরমেশ্বরের নিকটে এই সকল প্রাথন ও নিবেদন সাঙ্গ করিয়া পরমেশ্বরের হোমবেদির সম্মুখে হাটু পাতনহইতে উঠিল । * * এব^ আকাশের দিগে হস্তদ্বয় বিস্তার করণ পূৰ্ব্বক দণ্ডায়মান হইয়৷ উচ্চৈঃস্বরে এই কথা কহিয়৷