পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

وعة 8 معه আনিয়াছিলেন, আপনাদের সেই প্রভূ পরমেশ্বরকে, ত্যাগ করিয়া তাহারা ইতর দেবগণের আশ্রয় লইয়া তাহাদের ভজন ও সেবা করিল, এই জন্যে পরমেশ্বর তাহাদের প্রতি এই সকল অমঙ্গল ঘটাইলেন। ಕ್ಲ পরমেশ্বরের মন্দির ও রাজবাটী এই দুই গৃহ সুলেমানের নির্মাণ করণে বিংশতি বৎসর লাগিল। ** এবং সোরের রাজা হীরম সুলেমানের ইচ্ছানুসারে এরস, কাষ্ঠ ও দেবদারু কাষ্ঠ ও স্বণ যোগাইয়া দিয়াছিল ; সাঙ্গ হইলে সুলেমান হীরম রাজাকে গালীল দেশস্থ বি২শতি নগর দিল। ** কিন্তু হীরম সুলেমানের দত্ত সেই সকল নগর দেখিতে সোর হইতে আইলে তাহা তাহার তুষ্টিজনক হইল না। ** তাহাতে সে কহিল, হে আমার ভাতঃ, এ কেমন নগর আমাকে দিলা ? এ কারণ সেই অঞ্চলের নাম কাবুল (অতুষ্টিকর) রাখিল ; অদাপি তাহার সেই নাম আছে। * ° হীরম এক শত বি২শতি মণ স্বণ রাজাকে পাঠাইয়া দিয়াছিল।

  • আর সুলেমান পরমেশ্বরের মন্দির ও আপনার বাটী ও মিল্পে ও ফিরুশালমের প্রাচীর ৪ হাৎসোর ও মগিদে ও গেষর নির্মাণ করিবার কারণ কর্মকারকদের দল সংগ্ৰহ করিয়াছিল। ** মিসরের রাজা ফিরেীন আসিয়া সেই গেষর হস্তগত করিয়া অগ্নিতে দগ্ধ করিয়া তন্নিবাসি কিনানীয়দিগকে বধ করিয়াছিল, পরে আপন কন্যা সুলেমানের ভার্যাকে যৌতুকরূপে তাহা দিয়াছিল। ** অতএব সুলেমান গেষর ও অধঃস্থিত বৈথোরোণ ; ** এবং বালং, ও মরুভূমিবেষ্টিত দেশস্থ তদৃমোর, ** এবং আপন কোষ ও রথ ও অশ্বারূঢ়দের জন্যে নানা নগর নির্মাণ করিল। এই রূপে সুলেমান ফিকশালমে ও লিবানোনে ও আপিন অধিকারদেশের সর্বত্র আপন ইচ্ছানুসারে নানা গাথনি করিল।

২° ইসুয়েল বxশ ভিন্ন যে ইমোরীয় ও হিন্তীয় ও পিরির্ষীয় ও হিব্বীয় ও ঘিবুৰীয় বNশায়ের অবশিষ্ট রহিয়াছিল, অথাৎ ইস্রায়েল বখশ যাহাদিগকে বজ্ঞন পূৰ্ব্বক বিনষ্ট করিতে ন। পারাতে দেশে অবশিষ্ট রাখিয়াছিল, তাহাদের বখশহইতে উৎপন্ন লোকদিগকে সুলেমান ত্বমদ্যকার ন্যায় দাস কর্মে নিযুক্ত দলরূপে গুহণ করিল কিন্তু সুলেমান ইস্রায়েল বইশের মধ্যে কাহাকেও দাস করিল না ; তাছাদিগকে যোদ্ধা ও রাজভূত্য ও অধ্যক্ষ ও সেনাপতি ও সারথি ও অস্থারূঢ় করিল। ২৩ সুলেমানের কর্মে নিযুক্ত . পাঁচ শত পঞ্চাশ জন প্রধান, মধ্যক্ষ ছিল ; তাহার কর্মকারি লোকদের উপরে ক, আকরিক্ত। ويه و " هم . . . 46 ১ রাজাবলি । [১০ অধ্যায়t

  • পরে ফিরেীণের কন্যা সুলেমানের কৃত বাটীতে দায়ুদনগরহইতে আইলে সুলেমান মিল্লো নির্মাণ করিল। . s

২৭ আর সুলেমান পরমেশ্বরের জন্যে আপন নির্মিত হোমবেদির উপরে বৎসরের মধ্যে তিন বার হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিত, এবং পরমেশ্বরের সম্মুখস্থ বেদির উপরে ধূপ জবালাইত। এই রূপে মন্দির সমাপ্ত করিল।

    • আর সুলেমান রাজা ইদোম দেশে সুফসমুদ্রের তীরস্থ এলতের নিকটবর্বি ইৎসিয়োন-গেবরে সমূহজাহাজ নির্মাণ করিল। * তাহাতে হীরম সুলেমানের দাসদের সহিত সামুদ্রিক কার্ঘ্যে নিপুণ আপন নাবিক দাসদিগকে সেই জাহাজে প্রেরণ করিল। ২৮ তাহারা ওফীরে যাইয়। তথাহইতে চারি শত বি২শতি মণ স্বর্ণ লইয়া সুলেমান রাজার নিকটে আনিত।

১ ০ অধ্যায় । ১ শিব দেশের রাণীর কথা, ১১ ও হীরম্ রাজার কথ1, ১৪ ও সুলেমানের স্বর্ণময় ঢাল করণ, ১৮ ও সিংহাসনাদির কথা, ২৪ ও তাহার কাছে লেtকদের সমাগম, ২৬ ও রথ ও অশ্বের কথ l

  • অপর পরমেশ্বরের নামের গৌরবার্থে শিবা, দেশের রাণী সুলেমান রাজার সুখ্যাতির কথা শুনিয়া নিগুঢ় বাক্যদ্বারা তাহার পরীক্ষা করিত্রে আইল। ২ সে সুগন্ধি দ্রব্য ও অতিশয় প্রচুর স্বর্ণ ও মণিবাহক উষ্ট্রগণ সঙ্গে লইয়। অতি বড় সমারোহপূর্বক যিরূশালমে আইল ; পরে সুলেমানের নিকটে আসিয়া তাহাকে আপন মনের তাবৎ কথা ভাঙ্গিয়া কছিল । * তাহাতে সুলেমান তাহার সকল প্রশেনর উত্তর করিল ৯ রাজার বোধগম্য কিছুই ছিল না, সে তাহাকে সকলি কহিল। " এই প্রকারে শিবার রাণী সুলেমানের সকল জ্ঞান ও তাহার নির্মিত গৃহ, * ও তাহার মেজের খাদ্যদ্রব্য ও মন্ত্রিদের সভা ও পরিচারকদের শ্রেণী ও পরিচ্ছদ ও পানপাত্রবাহকগণ ও পরমেশ্বরের মন্দিরে আরোহশাথে তাহার নির্মিত সোপান, এই সকল দেখিয়। হতজ্ঞান হইল। - পরে ঐ রাণী রাজাকে কহিল, আমি আপন দেশে থাকিয় তোমার কর্ম ৪ বিদ্যার যে সুখ্যাতি শুনিয়াছিলাম, তাহ সত্য। কিন্তু আমি যাবৎ আসিয়া আপন চক্ষুতে না। দেখিলাম, তাবৎ তাহ প্রত্যয় করিলাম ন ম তথাপি তাহার অন্ধেকও আমাকে কথিত হয় নাই ; যে কথা আমি শুনিয়াছিলাম, তাহাহইজে তোমার বিদ্যা ও ঐশ্বৰ্য্য অধিক। ৮ ধন্য তোমার, এই লোকেরা, এবং ধন্য .তোমার এই দাসের, যেহেতুক ইহার নিত্য তোমার সম্মুখে

!