পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১ অধ্যায় ] দাড়াইয়া ডোমার জ্ঞানের কথা শুনে। - এবং ধন্য তোমার প্রভূ পরমেশ্বর, যেহেতুক তিনি তোমাকে ইস্রায়েলের সিংহাসনোপবিষ্ট করিতে সন্তুষ্ট হইলেন ; পরমেশ্বর ইস্রায়েল ব৯শেতে সৰ্ব্বদা প্রেম করেন, এই জন্যে ন্যায় ও ধর্ম করিতে তোমাকে রাজতন্ত্রপদে নিযুক্ত করিলেন। ** পরে সে রাজাকে এক শত বি৭ শতি মণ স্বর্ণ ও অতিশয় প্রচুর সুগন্ধি দ্রব্য ও মণি উপটৌকন দিল। শিবার ঐ রাণী সুলেমান রাজাকে যত সুগন্ধি দ্রব্য দিল, তত প্রচুর সুগন্ধি দুর্য সেখানে আর কখনো আইসে নাই।

    • অপর হীরম যে জাহাজার ওফীর হইতে স্বর্ণ আনাইত, সেই জাহাজার ওফীর হইতে বিস্তুর চন্দনকাষ্ঠ ও মণি আসিত। *ং ঐ চন্দনকাষ্ঠীদ্বারা রাজা পরমেশ্বরের মন্দিরের ও রাজবাটীর নিমিবে ক্ষুদ্র স্তম্ভ ও গায়কদের জন্যে বীণা ও নবল নির্মাণ করাইল ; তদ্রুপ চন্দনকাষ্ঠ অদ্যাপি এই স্থানে আইসে নাই ও কেহ দেখে নাই। পরে সুলেমান রাজা শিবার রাণীর, যাজ্ঞানুসারে তাহার বাস্থা সকল সিন্ধ করিল, তদ্ভিন্ন আপন দাতৃজ্ঞানুসারে তাহাকে আরো দিল ; পরে সে ও তাহার দাসগণ ফিরিয়া আপন দেশে গেল ।
    • বণিকদের ও ব্যবসায়িগণের ও অধীন সমস্ত . রাজার ও দেশের সমস্ত শাসনকৰ্ত্তার স্থানে যে স্বর্ণপ্রাপ্তি হইত, ** তদ্ব্যতিরেকে সম্বৎসরে ছয় শত ছেষট্টি মণ পরিমিত স্বর্ণ সুলেমানের কাছে আসিত। -- তাহাতে সুলেমান রাজা পিটান স্বর্ণময় দুই শত গোলাকার চাল প্রস্তুত করিল ; তাহার প্রত্যেক ঢালে ছয় শত শেকল পরিমিত স্বর্ণ ছিল। ** এবং পিটান স্বর্ণদ্বারা আর তিন শত চাল প্রস্তুত কবিল ; তাহার প্রত্যেক চালে তিন সের স্বর্ণ ছিল ; পরে রাজা লিবানোন অরণ্য নামক বাটীতে তাহা রাখিল ।
    • পরে রাজা হস্তিদন্তময় এক সিংহাসন নির্মাণ করাইয়া উত্তম স্বৰ্ণেতে মুড়িল । ** ঐ সিংহাসনের ছয় সোপান ছিল, ও সিংহাসনের উপরিস্থ ভাগ পশ্চাতে গোলাকার ছিল, <s ञांनएमज़ ठेउग्न *ांएश्व शङl छिन्न, ८मड़े হাতার নিকটে দুই সিংহমূৰ্ত্তি দণ্ডায়মান ছিল। ** এবং সেই ছয় সোপানের উপরে দুই পাশ্বে দ্বাদশ সিংহমূৰ্ত্তি দণ্ডায়মান ছিল ; এই রূপ সিংহাসন আর কোন রাজ্যে প্রস্তুত হয় নাই। ** সুলেমানের সকল পানপাত্র স্বণময় छूिलं, ও লিবানোন অরণ্য গৃহের সকল পাত্র নির্মল স্বর্ণময় ছিল ; রূপ্যময় কোন পাত্র ছিল নf } সুদেমানের অধিকারে রুপার স্কুল ছিল না।

2 у 2 ১ রাজাবলি। •e 3%

    • কেননা সমুদ্রে হীরঘের জাহাজের সহিত इजिङ्गe ७शों★शांमि मयूए जांशज झिन्न । उनीc*: अॉशांड श्व°fé क्लश्री ७ झद्धिमस्र 8 शांमङ्ग ও ময়ুর লইয়া তিন বৎসরান্তে এক বার আলিত। * এই রূপে ঐশ্বর্ঘ্য ও বিদ্যাতে সুলেমান রাজা পৃথিবীস্থ অন্য সকল রাজাহইতে প্রধান হইল।

" ঈশ্বর সুলেমানের চিত্রে যে রূপ জ্ঞান দিয়াছিলেন, তাহার সেই জ্ঞানের কথা শ্রবণ করিতে তাবদেশীয় লোক তাহার সহিত সাক্ষাৎ করিতে চেষ্টা করিত। ২° এবং প্রত্যেক জন বৎসরে ২ আপন ২ উপটৌকন অর্থাৎ রূপঃময় ও স্বর্ণময় পাত্র ও বস্ত্র ও অস্ত্র ও সুগন্ধি দ্রব্য ও অশ্ব ও অশ্বতর দিগকে আনিত ।

    • পরে সুলেমান রথ ও অশ্বারূঢ় লোকদিগকে সংগ্রহ করলঃ তাহার এক সহস্ৰ চারি শত রথ ও বারো সহস্র অশ্বারূঢ় ছিল, এবx সে তাহাদিগকে নানা রথনগরে, বিশেষতঃ ফিরুশালমে আপনার নিকটে রাখিল । ২৭ রাজা যিরশালমে বাহুল্য প্রযুক্ত রূপ্যকে প্রস্তরের ন্যায় ও এরসকাষ্ঠকে প্রান্তরস্থ ডুমুরকাষ্ঠের ন্যায় সাধারণ করিল। ২৮ এবং রাজা মিসর হইতে অশ্বগণ আনাইত ফলতঃ রাজধানীর বণিকসমূহ বিশেষ মূল্য দিয়া অশ্বসমূহকে ক্রয় করিত। ** এবং মিসর হইতে আগত ও আনীত এক রখের মূল্য ছয় শত রৌপ্যমুদ্র, ও এক অশ্বের মুল্য এক শত পঞ্চাশ মুদ্র। এই প্রকারে তাহার হিন্দ্রীয় ও আরামীয় রাজাদের জন্যে আনিত।

১ ১ অধ্যায় । ১ গ্ৰীগণদ্বারা সুঙ্গেমনের দেবপূজা কয়ণ, ১ ও তাহার প্রতি পরমেশ্বরের অনুযোগ, ১৪ ও তাছার শত্ৰু ছদ্মদের কথা, ২৩ ও তাহার রিষোৰুের কথা, ২৬ ও তাছার শত্ৰু যারবিয়ামের কথা, • ১ ও शूदलषाcमग्न মৃত্যুর কথা । • সুলেমান রাজা ফিরেীণের কন্যা ব্যতিরেকে অনেক বিদেশীয় অর্থাৎ মোয়ার্বীয় ও আশ্নোनीग्न ७ हैcमांशीम्न ७ नोरमांनीग्न 8 हिडीग्न खोएड প্রেম করিত। ২ পরমেশ্বর যে ভিন্নজাতীয়দের বিষয়ে ইসায়েল বংশকে কহিয়াছিলেন, “ তোমরা তাহাদের মধ্যে যাইও না, এবং তাহাদিগকে আপনাদের মধ্যে আসিতে দিও না, কেননা তাহারা অবশ্য আপনাদের দেবগণের প্রতি তোমাদের মনকে বিপথগামী করিবে, তাহাদের সহিত সুলেমান প্রেমাসক্ত হইল। এ সাত শক্ত স্ত্রী তাহার রাণী ও তিন শত উপপতনী ছিল ; তাহাতে সেই স্ত্রীগণ তাস্থার মনকে ৰিপথগামী করিল। • বিশেষতঃ সুলেমানের বৃদ্ধাবস্থাতে তাহার স্ত্রীগণ তাহার মনকে ইতর দেবগণের প্রতি বিপথগামী করিলে তাহার পিতা দায়ুমের $47