পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮ অধ্যায়।]

    • সে কহিল, তোমার প্রভু পরমেশ্বরের অমরতার দিব্য করিয়া কহিতেছি, আমার গৃহে একটি রুটীও নাই ; কেবল জালাতে এক মুষ্টি ময়দা ও ভাণ্ডেতে কিঞ্চিৎ তৈল আছে ; দেখ, আমি খান দুই কাষ্ঠ কুড়াইতেছি, ইহা লইয়া গিয়া আমার ও পুত্রের জন্যে পাক করিব ; পরে আমরা তাহ খাইয়া মরিব । ** এলিয় তাহাকে কহিল, ভয় করিও না ; যাহা কহিলা, তাহ যাইয়া কর, কিন্তু প্রথমে আমার জন্যে একটি ক্ষুদ্র পিষ্টক পাক করিয়া আন ; পরে আপনার ও পূত্রের জন্যে পাক কর । ** ইসায়েলের প্রভু পরমেশ্বর এই কথা কহেন, যে পর্যন্ত পরমেশ্বর পৃথিবীতে বৃষ্টি না দেন, সেই দিন পর্যন্ত জালাতে ঐ ময়দার ক্ষয় হইবে না, ও ভাণ্ডে তৈলের নুন্নত হইবে না। ** তাহাতে সে যাইয় এলিয়ের বাক্যানুসারে করিল ; অতএব এলিয় ও সে স্ত্রী ও তাহার পরিজন অনেক দিন পর্যন্ত প্রতিপালিত হইল । ** কেননা পরমেশ্বর এলিয়ের প্রমুখাং যে কথা কহিয়াছিলেন, তদনুসারে ঐ জালাতে ময়দা ক্ষয় পাইল না ও ভাণ্ডে তৈলের নু্যনত হইল না।
    • ঐ ঘটনার পরে সেই গৃহিণীর পুত্র পীড়িত |

হইল, এবং পীড়ার অতিশয় বৃদ্ধি হওয়াতে বালকের প্রাণ বিয়োগ হইল। - ৮ তাহাতে সেই স্ত্রী এলিয়কে কহিল, হে ঈশ্বরের লোক, তোমার সহিত আমার সম্বন্ধ কি? তুমি কি আমার অপরাধ মনে করাইতে ও আমার পূম্রকে বিনাশ করিতে আসিয়াছ ? ** তাহাতে এলিয় তাহাকে কহিল, তোমার পুল আমাকে দেও। পরে সে তাহার বক্ষ হইতে বালককে লইয়া ছাতের উপরিস্থ আপন বাসাতে আনিয়া আপন শয্যাতে শয়ন করাইল। ২ ° এবএ পরমেশ্বরের নিকটে প্রার্থন করিয়া কহিল, হে আমার প্রভো পরমেশ্বর, আমি যে বিধবার বাটীতে প্রবাস করিতেছি, তুমি কি তাহার পুত্রকে বিনষ্ট করিয় তাহাকেও বিপদৃগুস্ত করিব ? ** পরে সে বালকের উপরে তিন বার আপনি শরীর বিস্তার করিয়া পরমেশ্বরের নিকটে প্রার্থনা করিয়া কহিল, হে আমার প্রভো পরমেশ্বর, আমি বিনয় করি, এই বালকের অন্তরে পুনৰ্ব্বার প্রাণসংস্থান হউক । ই ই তাহাতে পরমেশ্বর এলিয়ের প্রার্থনা শুনিলে ঐ বালকের অন্তরে পুনৰ্ব্বার প্রাণসংস্থান হইল, তাহাতে সে সজীব হইল। ** তখন এলিয় সেই বালককে লইয়া উপরিস্থ কুঠরীহইতে গৃহমধ্যে আনিয়া তাহার মাতার কাছে সমপর্ণ করিয়া কহিল, এই দেখ তোমার পুত্র জীবৎ হইল । ২• তাহাতে সে স্ত্রী এলিয়কে কহিল, তুমি ঈশ্বরের লোক, এবং পরমেশ্বরের ষে বাক্য t ১ রাজাবলি । ←Ꮼ☾Ꮔ তোমার মুখাগে অাছে তাহ সত্য, ইহা আমি এখন জ্ঞাত হইলাম। ১৮ অধ্যায় । ১ দুর্ভিক্ষ সময়ে আহাবের নিকটে এলিয়ের প্রেরিত হওন, ৭ ও ওবfদয়ের সহিত তা হার সাক্ষাথ করণ ও কথোপকথন, ১৭ ও আহাবের সহিত এলিয়ের সাক্ষাৎ করণ ও কথোপকথন, ২ ১ ও আকাশ হইতে পতিত অগ্নিদ্বার বলি দগ্ধ হওয়াতে বালের পুরোহিতদের অপ্রতিভ হওন, ৪ ১ ও প্রীখনাদ্বারা বৃষ্টি পাওন ও আহাবের আগ্নে এলিয়ের স্বামন । • বহুদিনের পর অর্থাৎ তৃতীয় বৎসরে পরমেশ্বরের এই বাক্য এলিয়ের নিকটে উপস্থিত হইল, তুমি যাইয়া আহাবের নিকটে দশন দেও ; কেননা আমি পৃথিবীতে বৃষ্টি দান করিব। ২ তাহাতে এলিয় অ্যহাবের নিকটে দশন দিতে গমন করিল। তৎকালে শোমিরোণে অতিশয় দুর্ভিক্ষ ছিল, “ এই কারণ আহবি আপন বাটীর অধ্যক্ষ গুবদিয়কে ডাকিল। সেই ওবদিয় পরমেশ্বরের আতিশয় ভক্ত । * যে সময়ে ঈষেবল পরমেশ্বরের ভবিষ্যদ্বক্তৃগণকে উচ্ছিন্ন করিল, তৎকালে ঐ ওবদিয় এক শত ভবিষ্যদ্বক্তাকে লইয়া পঞ্চাশ ২ করিয়া গহ্বরের মধ্যে গোপন করিয়া অন্নজল দিয়া প্রতিপালন করিয়াছিল। * আহা সেই ওবদিয়কে এই কথা কহিল, দেশে যত জলের উনুই ও স্রোত আছে, তুমি তাহার নিকটে যাও ; হইতে পারে আমরা কিছু তৃণ পাইয়া অশ্বদের ও অশ্বতরদের প্রাণরক্ষা করিব, নতুবা আমাদের সকল পশু বধ করিতে হইবে = পরে তাহারা সৰ্ব্বত্র ভুমণ করগার্থে দেশ দুই ভাগ করিয়া আহার একাকী এক পথে, ও ওবদিয় একাকী অন্য পথে যাত্রা করিল।

  • অপর পথিমধ্যে এলিয়ের সহিত সাক্ষাৎ হইলে ওবদিয় তাহাকে চিনিয়া ভূমিষ্ঠ হইয়। কহিল, তুমি কি আমার প্রভু এলিয়? ৮ তাহাতে সে কহিল, আমি বটি ; তুমি যাইয় আপন ভুকে কহ, দেখ, এলিয় উপস্থিত আছে। * সে উত্তর করিল, আমি কি দোষ করিলাম, যে তুমি আপন দাস আমাকে বধ করণাথে আহাবের হস্তে সমপর্ণ করিতেছ ? ** আমি তোমার প্রভু পরমেশ্বরের অমরতার দিব্য করিয়া কহিতেছি, আমার প্রভূ রাজা তোমার আম্বেষণে যাহার নিকটে দূত প্রেরণ করে নাই, এমত জাতি ও রাজ্য নাই ; সেই সকল দূতেরা কহিল, সে এখানে নাই ; এবং সেই সকল রাজ্যের ও জাতির লোকেরাও তোমাকে পায় নাই, এ বিষয়ে রাজা তাহাদিগকে দিব্য করাইল । ** এখন তুমি কহিতেছ, তুমি যাইয়া আপন

357