পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ অধ্যায় ।] ফিরিয়া আইস, তবে পরমেশ্বর আমার প্রমুখাও কহেন নাই । পরে সে কহিল, হে লোক সকল, তোমরা প্রত্যেক জন মনোযোগ কর।

    • পরে ইস্রায়েলের রাজা ও ঘিহুদার যিহোশাফটু রাজা রামোৎ -গিলিয়দে গেলে ৩ ইস্রায়েলের রাজা যিহোশাফটুকে কহিল, আমি অন্য বেশ ধারণ করিয়া যুদ্ধে প্রবেশ করি, তুমি আপন রাজবন্ত্র পরিধান কর। পরে ইস্রায়েলের রাজা অন্য বেশ ধরিয়া যুদ্ধে প্রবেশ করিল। ** কিন্তু আরামের রাজা আপিন রথাধ্যক্ষ বত্ৰিশ জন সেনাপতিকে এই আজ্ঞা দিয়াছিল, তোমরা কেবল ইস্রায়েলের রাজ ব্যতিরেক ক্ষুদ্র কি মহান আর কাহারে সহিত যুদ্ধ করিও না। ** পরে রথাধ্যক্ষগণ যিহোশাফটকে দেখিয়া, ইনিই অবশ্য ইস্রায়েলের রাজা, ইহা কহিয়া তাহার সহিত যুদ্ধ করিতে এক দিগে গেল। তাহাতে যিহোশাফটু চেচাইতে লাগিল। * তখন Çሻ র রাজা নহে, ইহা রথাধ্যক্ষগণ জানিয় তাহার পশ্চাৎ যাইতে নিবৃত্ত হইল ।
    • পরে এক জন সন্ধান ব্যতিরেকে ধমুগুৰ্ণ টানিয়া ইসায়েলের রাজার সাজোয়ার সন্ধিস্থানে বাণাঘাত করিল ; তাহাতে সে অাপন সারথিকে কহিল, হন্ত ফিরাইয়া সৈন্যহইতে আমাকে লইয়া যাও, আমি ব্যথিত হইলাম ** ঐ দিবসে তুমুল যুদ্ধ হইল, তাহাতে রাজা আরামীয়দের সম্মুখে আপন রথে কষ্টে দণ্ডা

য়মান থাকিল ; কিন্তু সায়ৰ কালে মরিল, এবs · তাহার ক্ষতের রক্ত রথের মধ্যে পড়িল । ** পরে সূৰ্য্যাস্ত সময়ে প্রত্যেক জন আপন ২ নগরে ও আপন ২ দেশে প্রস্থান করুক, সৈন্যের সর্বত্র এই আজ্ঞার ঘোষণা হইল।

    • পরে রাজা মরিলে লোকের তাহাকে শোমিরোণে অনিল, এবং শোমিরোণে রাজাকে কবর দিল। ** পরে লোকের শোমিরোণের পুষ্করিণীর ধারে তাহার রথ প্রক্ষালন ও সজ্জা ধৌত করিলে পরমেশ্বরের বাক্যানুসারে কুক্কুরগণ তাহার রক্ত চাটিয়া পান করিল। ** এই আহাবের অবশিষ্ট বৃত্তান্ত ও সমস্ত ক্রিয়া, এবং সে যে হস্তিদন্তময় গৃহ নির্মাণ করিল ও যে ২ নগর প্রস্তত করিল, এই সকলের কথা কি ইস্রায়েলের রাজাদের ইতিহাস পুস্তকে লিখিত নাই ? "" আহাব আপন পিতৃলোকদের ন্যায় মহানিদ্রিত হইলে তাহার পুত্র অহসিয় তাহার পদে রাজা হইল।

১ রাজাবলি । "లి సిరి (

    • ইসায়েলের আহান রাজার অধিকারের চতুর্থ বৎসরে আসার পুত্ৰ যিহোশাফই যিহুদাতে রাজতর করিতে আরম্ভ করিল। ** fযছোশাফট পয়ত্রিশ বৎসর বয়সে রাজতন্ত্ৰ করিতে আরম্ভ করিয়া ফিরুশালমে পচিশ বৎসর পর্যন্ত রাজতন্ত্র করিল ; শিলহীর কন্যা অসুব নামে তাহার মাতা ছিল। ** সে আপন পিতা আসার পথাবলম্বী হইল, এবং তাহfহইতে ন্য ফিরিয়া পরমেশ্বরের সাক্ষাতে সদাচরণ করিল ; কিন্তু টিকর স্থান উচ্ছিন্ন হইল না ; লোকের তখনও টিকরস্থানে হোম করিত ও ধূপ ডবালাইত। • • যিহোশাফট ইসায়েলের রাজার সহিত সন্ধি করিল। . ** এই ঘিহোশাফটের অবশিষ্ট বৃত্তান্ত, এবং সে যে রূপ পরাক্রম প্রকাশ করিল, ও যে রূপ যুদ্ধ করিল, সে সকল কি যিহুদার রাজাদের ইতিহাসপুস্তকে লিখিত নাই ? তাহার পিতা আসার অধিকারসময়াবধি ষে পুংগামি লোকের অবশিষ্ট ছিল, তাহাদিগকে সে দেশহইতে দূর করিল। ** সেই সময়ে ইদোমে রাজা ছিল না, এক প্রতিমিধি রাজত্ৰ করিত। ৮ সেই যিহোশাফট স্বর্ণের নিমিন্তে ওফীরে যাইতে তশীশের জাহাজ নির্মাণ করিল, কিন্তু সে সকল জাহাজ গেল না, ইংসিয়োন-গেবরে ভগ্ন হইল। * তখন আহাবের পুত্র অহমিয় ঘিহোণাফটকে কহিল, তোমার দাসদের সহিত আমার দাসের জাহাজে যাউক ; কিন্তু যিহোশাফট তাহাতে সন্মত হইল না। ° * পরে ঘিহোশাফটু আপন পিতৃলোকদের ন্যায় মহানিদ্রিত হইয় আপন পূৰ্ব্বপুরুষ দায়ুদের নগরে পূৰ্ব্বপুরুষদের সহিত কবরপ্রাপ্ত হইল ; তাহাতে তাহার পুত্র ঘোরাম তাহার পদে রাজা হইল।
    • যিহুদার যিহোশাফটু রাজার অধিকারের সতের বৎসরে আহাবের পুত্র তাহসিয় শোমিরোণে ইস্রায়েলের উপরে রাজতন্ত্ৰ করিতে আরন্ড করিল ; সে দুই বৎসর পর্যন্ত ইসায়েলের উপরে রাজতন্ত্ৰ করিল। ** সৈ পরমেশ্বরের সাক্ষাতে কদাচরণ করিত, এবণ আপন পিতা মাতার পথে, এবং নিবাটের পুত্র যে যারধিয়াম্ ইস্রায়েল বংশকে পাপেতে প্রবৃত্তি দিয়াছিল, তাহারও পথে চলিত। ** সে আপন পিতার ক্রিয়ানুসারে বালের সেবা ও পূজা করণদ্বারা ইসুয়েলের প্রভু পরমেশ্বরকে ক্রুদ্ধ করিত। - *

365