পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"రి o সে উত্তর করিল, আমি তাপন লোকদের মধ্যে সুখেতে বাস করিতেছি। * তখন ইলীশায় কহিল, তবে তাহার জন্যে কি করা যায় ? তাহাতে গেহসি কহিল, তাহার পুত্ৰমাত্র নাই, এবং স্বামীও বৃদ্ধ হইয়াছে। “ ইলশায় কহিল, তমি তাহাকে ডাক ; তাহাতে তাহাকে ডাকিলে সে দ্বারে দাড়াইল। * তখন ইলীশায় কহিল, এক বৎসরের পর এই ঋতুতে তুমি পুত্রকে ক্রোড়ে করিব1। কিন্তু সে কহিল, হে আমার প্রভো, হে ঈশ্বরের লোক, না, না ; তাপন দাসীকে মিথ্যা কথা কহিও না। ** পরে ইলীশায়ের বাক্যানুসারে সেই স্ত্রী গৰ্ত্তধারণ করিয়া সম্বৎসরের পর সেই ঋতুতে পুত্র প্রসব করিল।

  • পরে সেই বালক ক্রমশঃ বৃদ্ধি পাইয় এক দিন শস্যচ্ছেদকদের কাছে আপনি পিতার নিকটে গেল। ** তখন পিতাকে কহিল, আমার মাথা ! আমার মাথ1! তাহাতে সে এক যুব দাসকে কহিল, তুমি ইহাকে তুলিয়। মাতার কাছে লইয়া যাও। * ° পরে সে তাহাকে তুলিয়া মাতার কাছে আনিলে বালক মাতার ক্রোড়ে বসিয়া মধ্যাহ্নকালে মরিল * তখন সে উপরে যাইয়া ঈশ্বরের লোকের খট্রাতে তাহাকে শয়ন করাইল, পরে দ্বার রুদ্ধ করিয়া বাহিরে আসিয়া আপন স্বামিকে কহিয়া পাঠাইল, আমি বিনয় করি, তুমি যুবদের এক জনকে ও এক গৰ্দ্দভীকে আমার কাছে পাঠাইয়া দেও, আমি ঈশ্বরের লোকের কাছে শীঘু যাইয়। ফিরিয়া আসিব। ২৩ তাহাতে সে কহিল, তুমি অদ্য তাহার নিকটে কেন যাইব ? অদ্য অমাবস্যা নয়, ও বিশ্রামদিন নয়। সে কহিল, মঙ্গল হইবে । ই * পরে সে গৰ্দ্দভী সাজাইয় আপন দাসকে কহিল, তুমি গদভী চালাইয়া চল, আজ্ঞা না পাইলে আমার গমন শিথিল করিও না । ২৭ অপর সে যাইয়া কমিল পৰ্ব্বতে ঈশ্বরের লোকের নিকটে উপস্থিত হইল ; তখন ঈশ্বরের লোক দূরহইতে তাহাকে দেখিয় আপন দাস গেহসিকে কহিল, ঐ দেখ সেই শূনেমীয়া। ২ ° ভূমি এখন দৌড়িয়া গিয়া তাহার সহিত সাক্ষাৎ কর, এব" তোমার মঙ্গল ? ও তোমার স্বামির মঙ্গল ? ও তোমার বালকের মঙ্গল ? ইহা জিজ্ঞাসা কর । পরে সে উত্তর করিল, মঙ্গল বটে। কিন্তু পৰ্ব্বতে ঈশ্বরের লোকের কাছে উপস্থিত হওন সময়ে সে তাহার চরণ ধরিল ; তাহাতে গেহসি তাহাকে ঠেলিয়া দিতে নিকটে, আইলে ঈশ্বরের লোক কহিল, উহাকে থাকিতে দেও, উহার অন্তঃকরণ শোকাকুল হইয়াছে, কিন্তু পরমেশ্বর আম’হইতে তাহ গোপন করিয়া আমাকে জানান

370 ২ রাজাবলি । [৪ অধ্যায় নাই। ২৮ তখন সেই স্ত্রী কহিল, আপন প্রদুর কাছে আমি কি পুল চাহিয়াছিলাম ? বর৭ আমাকে প্রস্তারণা করিও না, এ কথা কি কহি নাই ? ২২ তখন ইলীশায় গেহসিকে কহিল, তুমি কটিবন্ধন করিয়া হস্তে আমার এই ষষ্টি লইয়া প্রস্থান কর ; কাহারে সহিত সাক্ষাং হইলে তাহাকে নমস্কার করিও না, ও কেহ নমস্কার করিলে তাহাকে উত্তর দিও না ; পরে সেই বালকের মুখের উপরে আমার এই যটি রাখ। * তাহাতে বালকের মাত কহিল, পরমেশ্বর যদি অমর হন, এবং তোমার প্রাণ যদি সজীব হয়, তবে আমি তোমাকে ছাড়িব না। পরে সে উঠিয় তাহার পশ্চাৎ ২ চলিল । ৩ - ইতিমধ্যে গেহসি তাহাদের অগ্রে ২ ঘাইয়া বালকের মুখে যষ্টি রাখিল, তথাপি শব্দ কি তাহার চেতনা হইল না । অতএব গেহসি তাহার সহিত সাক্ষাৎ করিতে ফিরিয়া যাইয়া তাহাকে কহিল, বালকের চেতনা হয় নাই । ** পরে ইলীশায় সেই গৃহে আসিয়া আপনার শয্যাতে মৃত বালককে শয়ান দেখিল । * তখন সে একাকী তাহার নিকটে প্রবেশ করিয়া দ্বার রুদ্ধ করিয়া পরমেশ্বরের কাছে প্রার্থনা করিল। * এবং খট্রায় উঠিয়া বালকের উপরে শয়ন করিল ; সে তাহার মুখের উপরে মুখ ও চক্ষুর উপরে চক্ষু ও হস্তের উপরে হস্ত দিয়া বালকের উপরে আপনি লম্বমান হইল ; তাহাতে বালকের গাত্রে তাপ পাইতে লাগিল। ** পরে সে নামিয়া গৃহমধ্যে ইতস্ততে ভুমণ করিল, এবং পূনৰ্ব্বার উঠিয়া তাহার গাত্রে লম্বমান হইল ; তাহাতে বালক সাত বার হাচিল ও চক্ষু উন্মীলন করিল। * তখন সে গেহসিকে ডাকিয় কহিল, তুমি সেই শূনেমীয়াকে ডাক । সে তাহাকে ডাকিলে শূনেমীয় তাহার নিকটে আইল। তাহাতে সে কহিল, তুমি আপন পুত্রকে লও। * তখন সে স্ত্রী ভিতরে যাইয়া তাহার পদতলে পড়িয়া প্রণাম করিল, এব^ আপন পূত্রকে তুলিয়া লইয়া বাহিরে গেল । ৩৮ পরে ইলীশায় পুনৰ্ব্বার গিলগলে গেল ; সেই সময়ে দেশে দুর্ভিক্ষ ছিল, এবং শিষ্য ভবিষ্যদ্বক্তৃগণ তাহার সম্মুখে বসিলে সে তাপন দাসকে আজ্ঞা দিল, বড় স্থালী চড়াইয়। এই শিষ্য ভবিষ্যদ্বক্তৃগণের জন্যে ব্যঞ্জন পাক কর । ** তখন তাহাদের এক জন তরকারি আনিতে ক্ষেত্রে গেল, এবং বনসশার লতা পাইয়া তাহার ফলেতে বস্ত্র পূর্ণ করিয়া আইল, পরে তাহা কুটিয়া পাকস্থালীতে দিল ; কিন্তু তাহ কি, তাহা তাহার। জানিল না। ** পরে লোকদের ভোজনার্থে পরিবেষণ করিলে তাহার। সেই .