পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ অধ্যায় ।] রাজার মন উদ্বিগ্ন হইলে সে আপন ভূত্যগণকে ডাকিয়া কহিল, আমাদের মধ্যে কে ইসায়েলের রাজার পক্ষে আছে, তাহা তোমরা কি আমাকে কহিবা না ? ** তখন তাহার ভূত্যদের এক জন কহিল, হে আমার প্রভো রাজন, কেহ নাই ; কিন্তু তুমি আপন শয়নাগারে যাহ২ কহ, তাহা ইস্রায়েলস্থ ইলীশায় ভবিষ্যদ্বক্তা ইস্রায়েলের রাজাকে জ্ঞাত করে।

    • সে কহিল, তোমরা যাইয়া সে কোথায় থাকে তাহা অনুসন্ধান কর, আমি লোক পাঠাইয়া তাহাকে আনাইব । পরে দেখ, সে দোথনে আছে, এ কথা কেহ তাহাকে কহিলে ** সে অশ্বগণ ও রথ ও মহাসৈন্য সেখানে পাঠাইল । তাহাতে তাহার। রাত্রিতে আসিয়া সেই নগর বেষ্টন করিল। ** পরে প্রত্যুষে ঈশ্বরের লোকের দাস উঠিয়া বাহিরে গেলে অশ্বগণ ও রথ ও মহাসৈন্যদল নগর বেষ্টন করিয়া আছে, ইহা দেখিয়া সে দাস তাহাকে কহিল, হায় ২ প্রভো | আমরা কি করিব ? ** সে কহিল, ভয় করিও না, উহাদের সঙ্গি লোকহইতে আমাদের সঙ্গি লোকেরা অধিক আছে। * তখন ইলীশায় প্রার্থনা করিয়া কহিল, হে পরমেশ্বর, আমি বিনয় করি, এ যেন দেখিতে পায়, তন্নিমিত্তে ইহার চক্ষু উম্মীলিত কর। তাহাতে পরমেশ্বর সেই যুলার চক্ষু উন্মীলিত করিলে সে দৃষ্টিপাত করিয়া দেখিল, ইলীশায়ের চতুদিগে অগ্নিময় অশ্বেতে ও রথেতে পৰ্ব্বত পরিপূর্ণ আছে। ৮ পরে ঐ সৈন্যগণ তাহার নিকটে আইলে ইলীশায় পরমেশ্বরের উদ্দেশে প্রার্থনা করিয়া কহিল, আমি বিনয় করি, এই লোকদিগকে অন্ধ কর । তাঁহাতে তিনি ইলীশায়ের বাক্যানুসারে তাহাদিগকে অন্ধ করিলেন।
    • পরে ইলীশায় কহিল, এ সেই পথ নয়, ও এ সেই নগর নয়, তোমরা আমার পশ্চাতে আইস ; ষে মনুষ্যের অন্বেষণ করিতেছ, তাহার নিকটে আমি তোমাদিগকে লইয়া যাইব । কিন্তু সে তাহাদিগকে শোমিরোণে লইয়া গেল । খ * তাহার শোমিরোণে প্রবিষ্ট হইলে ইলীশায় কহিল, হে পরমেশ্বর, এই লোকেরা যেন দেখিতে পায়, তন্নিমিত্তে ইহাদের চক্ষু উন্মীলিত কর । তাহাতে পরমেশ্বর তাহাদের চকু উন্মীলিত করিলে তাহারা দেখিতে পাইল, এবx শোমিরোণের মধ্যে আছি, ইহা দেখিল । ** অপর ইস্রায়েলের রাজা তাহাদিগকে দেখিয়া ইলীশায়কে কহিল, হে পিতঃ, আমি কি মারিব ? কি মারিব ? ২২ ইলীশায় কহিল, মারিও না। তমি যাহাদিগকে খড়গ ও ধনুৰ্দ্ধার বন্দী

২ রাজাবলি। סי ג'סא m কর, তাহাদিগকে কি মারিয়া থাক ? ইহাদের কাছে রুটী ও জল আন; ইহার ভোজন পান করিয়া আপন প্রভুর কাছে যাউক। ২৩ তাহাতে সে তাহাদের জন্যে অনেক খাদ্য দ্রব্য প্রস্তুত করিল, এব^ তাহার ভোজন পান করিলে তাহাদিগকে বিদায় করিল ; তাহাতে তাহারা আপনাদের প্রভূর নিকটে গেল। পরে অরামের সৈন্যদল ইস্রায়েল দেশে আর অtইল না। -

    • পরে অরামের বিনহদদ রাজা আপনার সমস্ত সৈন্য একত্র করিয়া যাত্রা করিয়া শোমিরোণ নগর অবরোধ করিল। ২° তাহাতে শোমিরোণে অতিশয় দুর্ভিক্ষ হইল ; তাহার এমত অবরোধ করিল, যে শেষে একটা গদভের মস্তকের মূল্য আশী রৌপ্যমুদ্র, ও কপোতের মলের এক কাবের চতুর্থাংশের মূল্য পচি রৌপ্যমুদৃ হইল। R ** পরে রাজা প্রাচীরের উপরে ভুমণ করি। তেছে, ইতিমধ্যে এক স্ত্রী উচ্চৈঃস্বরে নিবেদন করিল, হে আমার প্রভো রাজন, উপকার কর। ** রাজা কহিল, যদি পরমেশ্বর তোমার উপকার না করেন, তবে আমি শস্যমদনস্থান কিন্তু দ্রাক্ষাযন্ত্রহইতে, কিসে তোমার উপকার করিতে পাfর ? - ২৮ রাজা আরো কহিল, তোমার কি দুঃখ? তাহাতে সে উত্তর করিল, এই স্ত্রী আমাকে কহিয়াfছল, আদ্য আমাদের আহারার্থে তোমার, পুত্রকে দেও, কল্য আমার পুত্রকে আমরা আহার করিব । * তাহাতে আমরা আমার পুত্রকে পাক করিয়া ভোজন করিলাম। পরদিনে আমি ইহাকে কহিলাম, আমাদের আহারার্থে তোমার পুত্রকে দেও ; কিন্তু এ আপন পুত্রকে লুকাইল।
    • তখন রাজা ঐ স্ত্রীর কথা শুনিয়া আপন বস্ত্র চিরিল, তাহাতে প্রাচীরে তাহার ভূমণ সময়ে লোকের তাহার বস্ত্রের নীচে গাত্রে চট দেখিতে পাইল । ** পরে সে কহিল, আদ্য যদি শাফটের পুত্র ইলীশায়ের মস্তক স্কন্ধে থাকে, তবে ঈশ্বর আমাকে অমুক ও ততোধিক দও দিউন। *ং তৎকালে ইলীশায় আপন গুহে বসিলে প্রাচীন লোকেরাও তাহার সহিত বসিয়া আছে, এমন সময়ে রাজা আপন নিকটহইতে এক দূত পাঠাইল। ঐ দূতের আগমনের পূৰ্ব্বে ইলশায় প্রাচীনদিগকে কহিল, সেই হত্যাকারির পুত্র আমার মস্তক ছেদন করিতে লোক পাঠাইতেছে, ইহা কি তোমরা দেখিতেছ? অতএব দেখ, সে দূত আইলে দ্বার রুদ্ধ কর, এবং দ্বারের নিকটহইতে তাহাকে ঠেলিয়া দেও। তাহার প্রভুর প্রদের শব্দ কি

$73.