পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭৪ তাহার পশ্চাৎ নাই ? * সে তাহাদের সহিত কথা কহিতেছে, ইতিমধ্যে সেই দূত তাহার নিকটে আসিয়া রাজার উক্ত এই কথা কহিল, এই অমঙ্গল পরমেশ্বর হইতে হইল, আমি পরমেশ্বরের অপেক্ষা আর কেন করিব ? ৭ অধ্যায় । ১ বাহুল্য খাদ্য বিষয়ে ইলীশায়ের ভবিষ্যদ্বাক্য, ৩ ও চারি কfষ্ঠ লোকের আরামীয় শিবিরে গমন ও তদ্বিষয়ক সমাচার আনয়ন, ১২ ও তাহাদের সমাচার সত্য জানিয়া লোকদের আরামীয় শিবির লুট করণ, ১৭ ও ভবিষ্যদ্বাক্যে অবি শ্বাসকারি অধক্ষের মৃতু্য ।

  • তখন ইলীশায় কহিল, তোমরা পরমেশ্বরের কথা শুন ; পরমেশ্বর এই কথা কহেন, কল্য এই বেলাতে শোমিরোণের দ্বারে দশ সের পরিমিত সূক্ষম সুজির এক শেকল মূল্য, ও বিKশতি সের পরিমিত যবের এক শেকল মুল্য হুইবে । * তখন রাজা যে অধ্যক্ষের হন্তে নিভর দিতেছিল, সে ঈশ্বরের লোককে উত্তর করিল, দেখ, যদ্যপি পরমেশ্বর আকাশে দ্বার করেন, তথাপি কি এমত হইতে পারিবে ? সে উত্তর করিল, দেখ, তুমি আপন চক্ষুতে তাহ। দেখিব, কিন্তু তাহার কিছুই ভক্ষণ করিতে পাইব না ।

° সেই সময়ে নগরদ্বারের প্রবেশস্থানে চারি জন কুষ্ঠী ছিল। তাহারা পরসপর কহিল, আমর কেন মৃত্যু পর্যন্ত এখানে বসিয়া থাকিব? * আমরা যদি কহি, নগরে প্রবেশ করি, তবে নগর মধ্যে দুর্ভিক্ষ, সেখানে আমরা মরিব ; আর এখানে যদি বসিয়া থাকি, তথাপি মরিব । অতএব আইস, আমরা তারামীয়দের সৈন্যের পক্ষে যাই ; তাহারা আমাদিগকে বাচাইলে বাচিব, ও মারিলে কেবল মরিব । * অতএব তাহার। আরামীয়দের শিবিরে যাইবার আশয়ে প্রত্যুষে উঠিয়া আরামীয়দের শিবিরের প্রান্তভাগে - উপস্থিত হইয়া দেখিল, সেখানে কেহ নাই। “ কেননা প্রভু আরামীয়দের সৈন্যগণকে রথের ও অশ্বের শব্দ, অর্থাৎ মহাসৈন্যগণের শব্দ শ্রবণ করাইয়াছিলেন ; তfহাতে তাহার এক জন অন্যকে কহিল, দেখ, অfমাদের প্রতি আক্রমণ করিতে ইসায়েলের রাজা হিষ্ট্ৰীয়দের রাজগণকে ও মিস্ট্রীয়দের রাজগণকে মুদ্র দিয়াছে। পরে তাহার প্রতুষে উঠিয়া পলায়ন করিল। তাহারা আপনাদের শিবির অর্থাৎ তালু ও অশ্ব ও গর্দভ সকল পূৰ্ব্বাবস্থাতে ত্যাগ করিয়া আপন ২ প্রাণরক্ষাথে পলায়ন করিল। পরে ঐ কুষ্ঠি লোকের শিবিরের 374, ২ রাজাবলি । । [৭ অধ্যায় প্রান্তভাগে আসিয়া এক তাম্বুর মধ্যে গিয়া ভোজন পান করিল, এব^ তথাহইতে স্বর্ণ ও রূপা ও বস্ত্ৰ লইয়া গিয়া লুকাইয়। রাখিল ; পরে পুনশ্চ আসিয়া আর এক তাম্বুমধ্যে গিয়া তথাহইতেও দ্রব্যাদি লইয়া গিয়া লুকাইয়া রাখিল পরে তাহার পরসপর কহিল, আমাদের এই কর্ম ভাল নহে ; আদ্য সুসমাচারের দিন, কিন্তু আমরা নীরব হইয়া অাছি ; যদি প্রভাত পর্যন্ত বিলম্ব করি, তবে অবশ্য দণ্ডের পাত্র হইব। অতএব আইস, আমরা যাইয়। রাজরাটীতে এই সমাচার দি । ** পরে তাহারা যাইয়া নগরের দ্বারিকে ডাকিয়া কহিল, আমরা আরামীয়দের শিবিরে গিয়াছিলাম ; দেখ, সেখানে কেহ নাই, মানুষের শব্দও নাই, কেবল বন্ধ অশ্বগণ ও বন্ধ গদর্ভ ও তাম্বু সকল পূৰ্ব্বাবস্থাতে আছে। * তাহাতে সে দ্বারপালদিগকে কহিলে তাহার রাজবাটীর ভিতরে এই সমাচার দিল।

  • পরে রাজা রাত্রিতে উঠিয় আপন ভূত্যগণকে কহিল, আরামীয়েরা আমাদের প্রতি এই যে ছল করিল, তাহার ভাব আমি তোমাদিগকে বলি ; আমরা ক্ষুধান্ত হইয়াছি, ইহা জানিয় তাহারা শিবির হইতে ক্ষেত্রে গিয়া লুকাইয়। এই মন্ত্রণা করিতেছে, লোকেরা নগর হইতে বাহিরে আইলে আমরা তাহাদিগকে জীবৎ ধরিব ও নগর মধ্যে প্রবেশ করিব । * তাহাতে তাহার ভূতগণের মধ্যে এক জন উত্তর করিল, আমি বিনয় করি, নগরে অবশিষ্ট অশ্বগণের মধ্যে পাচটা অশ্ব লইয়া পাঠাইয়া দেখি ; ( দেখ, তাহারা নগরে অবশিষ্ট ইস্রায়েলের সমূহের সমান হইবে ; দেখ, তাহারা বিনষ্ট ইসায়েলের সমূহেরও সমান হইবে । ) ** পরে তাহারা দুই যোড়া অশ্ব লইলে, তোমরা যাইয়। দেখ, এই কথা কহিয়া রাজা আরামীয়দের সৈন্যের পশ্চাতে তাহাদিগকে পাঠাইল। -“ তাহাতে তাহারা যদ্দন পর্যন্ত তাহাদের পশ্চাদগমন করিয়া দেখিল, আরামীয়দের আর প্রযুক্ত নিক্ষিপ্ত বস্ত্রে ও পাত্রেতে পথ পরিপূর্ণ আছে। তখন ঐ দূতেরা ফিরিয়া আসিয়া রাজাকে সমাচার দিলে ** লোকের বহির্গত হইয়া অরামীয়দের শিবির লুট করিল ; তাহাতে পরমেশ্বরের বাক্যানুসারে দশ সের পরিমিত সুঞ্জি এক শেকল মূল্যেতে, ও বিংশতি সের পরিমিত যব এক শেকল মূল্যেতে বিক্রীত হইল। . ** পরে রাজা যে অধ্যক্ষের হস্তে তির্ভর দিয়াছিল, তাহাকে নগরদ্বার রক্ষা করিতে নিযুক্ত করিল ; কিন্তু লোকেরা তাহাকে স্বারেতে দলিত করিলে , সে মরিল। তাহাতে ঈশ্বরের