পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪ অধ্যায় ।] মৃত্যু, ১৭ ও অমৎসিয়ের হত হওন, ২৯ ও অসরিয়ের রাজ্যাভিষিক্ত হওন, ২৩ ও যারবিয়ামের কুরাজত্ব, ২৮ ও লিখরিয়ের রাজ্যাভিষিক্ত ছওন । -

  • ইসুয়েলের ঘিহোয়াহস রাজার পুত্র যোয়াশের অধিকারের দ্বিতীয় বৎসরে যিহুদার যোয়াশ রাজার পুত্র অমৎসিয় রাজ্যাভিষিক্ত হইল। ২ সে পচিশ বৎসর বয়সে রাজতন্ত্র করিতে আরম্ভ করিয়া ষিরুশালমে উনত্রিশ বৎসর রাজতন্ত্ৰ করিল ; মিরূশালম নিবাসিনী যিহোয়দন তাহার মাতা ছিল । * সে পরমেশ্বরের সাক্ষাতে সদাচরণ করিত বটে, তথাপি আপন পূৰ্ব্বপুরুষ দায়ুদের তুল্য ছিল না; সে আপন পিতা যোয়াশের তাবৎ কর্মানুসারে কর্ম করিত। * তাহাতে টিকর স্থান সকল উচ্ছিন্ন হইল না, লোকেরা তখনও টিকর স্থানে বলিদান করিত ও ধুপ জালাইত।
  • পরে রাজ্যে তাহার অধিকার স্থির হইলে তাহার যে ভূতগণ তাহার পিতা রাজাকে বধ করিয়াছিল, তাহাদিগকে সে বধ করিল। * কিন্তু সেই ঘাতকদের সন্তানদিগকে বধ করিল না ; কেনন মূসার ব্যবস্থাগুন্থে পরমেশ্বরের এই আজ্ঞা লিখিত আছে, পুত্রের পরিবৰে পিতা, ও পিতার পরিবর্ষে পুত্র হত হইবে না ; প্রতি জন আপন ২ পাপ প্রযুক্ত হত হইবে। * সে লবণপ্রান্তরে ইদোমের দশ সহস্ৰ লোককে বধ করিল, ও যুদ্ধদ্বারা সেলা নগর হস্তগত করিয়া তাহার নাম যক্রেল রাখিল ; আদ্যাপি তাহার সেই নাম আছে।
  • পরে অমৎসিয় দূত পঠাইয়। যেহুর পৌত্ৰ যিহোয়াহসের পুত্র যোয়াশ নামক ইস্রায়েলীয় রাজাকে কহিল, আইস, আমরা পরসপর সাক্ষাৎ করি। - তাহাতে ইসায়েলের যোয়াশ রাজা মিহুদার অমৎসিয় রাজার নিকটে লোক পাঠাইয়া কহিল, লিবানোনস্থ শিয়াল কাটা লিবানোনস্থ এরস বৃক্ষের নিকটে লোক পাঠাইয়। কহিল, আমার পুভের বিবাহের জন্যে তোমার কন্যাকে দেও ; পরে লিবানোনস্থ বন্য পশু যাইয়া শিয়াল কাটা দলিয়া ফেলিল। ** তুমি ইদোমকে জয় করিয়াছ, এ কারণ তোমার মন গৰ্ব্বিত হইল ; তুমি সড়ান্ত হইয় আপন গৃহে থাক ; আপনার ক্ষতির জন্যে কেন অনধিকার চচ্চ করিবা? এব^ র সহিত আপনিও কেন পতিত হইবা ? ** কিন্তু অমৎসিয় রাজা তাহা শুনিল না ; অতএব ইস্রায়েলের যোয়fশ রাজা আগমন করিলে যিহুদার অধিকারস্থ বৈৎশেমশে সে ও যিহুদার, অমৎসিয় রাজা পরসগর . সাক্ষাৎ করিল।

২ রাজাবলি । ՀՑէ,- Ց

  • ং তাহাতে ইসায়েল বংশের সম্মুখে शिकृनाङ्ग লোকের পরাজিত হইয়া প্রত্যেক জন আপন২ বাসস্থানে পলায়ন করিল। ** পরে ইস্রায়েলের যোয়াশ রাজা বৈৎtশমশে অহসিয়ের পৌত্র যোয়ীশের পুত্র অমৎসিয় নামক যিহুদার রাজাকে ধরিয়া লইয়া যিরশালমে আইল, এবং ইফুয়িমের দ্বার অবধি কোণের দ্বার পর্যন্ত fযরশালমের প্রাচীরের চারি শত হস্ত ভগ্ন করিয়া ফেলিল । ** এবং পরমেশ্বরের মন্দিরে ও রাজবাটীর ভাণ্ডারে প্রাপ্ত সকল স্বর্ণ ও রূপ্য ও তাবৎ পাত্র লইল, এবণ বন্ধকস্বরূপ লোকদিগকে সঙ্গে লইয়া শোমিরোণে ফিরিয়া গেল। : * এই যোয়াশের অবশিষ্ট বৃত্তান্ত অর্থাৎ তাহার ক্রিয় ও পরাক্রম এবং সে যিহুদার অমৎসিয় রাজার সহিত কি প্রকারে যুদ্ধ করিল, এই সকল কি ইস্রায়েলের রাজাদের ইতিহাসপুস্তকে লিখিত নাই ? ** পরে যোয়াশ আপন পিতৃলোকদের ন্যায় মহানিদ্রিত হইলে শোমিরোণে ইসায়েলের রাজাদের নিকটে কবরপ্রাপ্ত হইল, এবং তাহার পুত্র যারবিয়াম তাহরি পদে রাজা হইল ।
    • ইসুয়েলের যিহোয়াহস রাজার যোয়ীশের মৃত্যুর পরে যিহুদার যোয়াশ রাজার পুত্র অমৎসিয় আর পোনেরো বৎসর বঁাচিল। ১৮ এই অমৎসিয়ের অবশিষ্ট বৃত্তান্ত কি যিহুদার রাজাদের ইতিহাসপুস্তকে লিখিত নাই ? ** পরে লোকের যিরশালমে তাহার বিরুদ্ধে কুমন্ত্রণা করিলে সে লার্থীশে পলায়ন করিল ; তথাপি তাহার। তাহার পশ্চাৎ ২ লাখীশে লোক পাঠাইয়। সেখানে তাহাকে বধ করাইল । ২° পরে অশ্বদ্বারা তাহাকে লইয়া যিব্ধশালমে' দায়ুদৃ নগরে তাহার পিতৃলোকদের নিকটে কবর দিল ।
    • পরে যিহুদার লোকের ষোড়শ বৎসর বয়স্ক অসরিয়কে লইয়া তাহার পিতা অমংসিয়ের পদে রাজা করিল। ২২ রাজা পিতৃলোকদের ন্যায় মহানিদৃিত হইলে সে এলৎ নগর প্রস্তুত করিয়া পুনৰ্ব্বার যিহুদার অধীন করিল।

ং বিহুদার যোয়াশ রাজার পুত্র অমৎসিয়ের অধিকারের পোনেরো বৎসরে ইস্রায়েলের যোয়াশ রাজার পুত্র যারবিয়াম শোমিরোণে রাজ্য করিতে আরম্ভ করিয়া একচল্লিশ বৎসর রাজতন্ত্র করিল। ** সে পরমেশ্বরের সাক্ষাতে কদাচরণ করিত, এবং নিবাটের পুত্র যে যারবিয়াম ইদ্রায়েল বংশকে পাপেতে প্রবৃত্তি দিয়াfছল, তাহার কোন পাপ ত্যাগ করিল ন৷ ২• তথাপি গাৎহেফরীয় অমিত্ৰয়ের পুত্র মূনস্ । ভবিষ্যদ্বক্তার প্রমুখাৎ ইস্রায়েলের প্রভু পরমে: 383