পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৪০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

చిన శాHTt | ] রাজাকে, তাহ দিবার জন্যে মিনহেম তাবৎ ধনবান লোকইষ্টতে পঞ্চাশ ২ শেকল রূপ? লইয়া ইস্রায়েলহইতে ধন আদায় করিল ; অতএব রাজ সে দেশে না থাকিয়া ফিরিয়া গেল।

    • এই মিনহেমের অবশিষ্ট বৃত্তান্ত ও সমস্ত ক্রিয়া কি ইস্রায়েলের রাজাদের ইতিহাসপুস্তকে লিখিত নাই ? * পরে মিনহেম আপন পিতৃলোকদের ন্যায় মহানিদ্রিত হইলে তাহার পুত্র পিকহিয় তাহার পদে রাজা হইল। 啡
    • যিহুদার উষিয় রাজার অধিকারের পঞ্চাশ বৎসরে মিনহেমের পুত্র পিকহিয় ইস্রায়েলের উপরে রাজতন্ত্ৰ করিতে আরম্ভ করিয়া শোমিরোণে দুই বৎসর রাজতন্ত্ৰ করিল। ২° সে পরমেশ্বরের সাক্ষাতে কদাচরণ করিত, এব^ নিবাটের পুত্র যে যারৰিয়াম ইস্রায়েল বংশকে পাপেতে প্রবৃত্তি দিয়াছিল, তাছার পাপ ত্যাগ করিল না। -- পরে রিমলিয়ের পুত্র পেকহ নামক তাহার রথী তাহার বিরুদ্ধে রাজদ্রোহ করিয়া শোমিরোণে রাজবাটীর অন্তঃপুরে তাহাকে ও অগোবকে ও অরিয়িকে, ও তাহার সঙ্গি পঞ্চাশ জন গিলিয়দীয়কে বধ করিয়া আপনি তাহার পদে রাজ্যাভিষিক্ত হইল । ২• এই পিকহিয়ের অবশিষ্ট বৃত্তান্ত ও সমস্ত ক্রিয়া ইসুয়েলের রাজাদের ইতিহাসপুস্তকে লিখিত আছে ।

২’ যিহুদার উষিয় রাজার অধিকারের বাওয়ান্ন বৎসরে রিমলিয়ের পুত্র পেকহ ইসুয়েলের উপরে রাজস্ৰ করিতে আরম্ভ করিয়া বি^শতি বৎসর পর্যন্ত শোমিরোণে রাজতন্ত্র করিল । * ৮ সো পরমেশ্বরের সাক্ষাতে কদাচরণ করিত, এবং নিবাটের পুত্র যে যারবিয়াম ইয়ায়েল ব^শকে পাপেতে প্রবৃত্তি দিয়াছিল, তাহার পাপ ত্যাগ করিল না।

    • পরে ইস্রায়েলের পেকহ রাজার অধিকার সময়ে অশূরের রাজা তিপ্লং-পিলেষর আসিয়া ইয়োন ও আবেল-বৈৎমাখা ও যানোহ ও কেদশ ও হাৎসোর ও গিলিয়দ ও গালীল অর্থাৎ নপ্তালির সকল দেশ হস্তগত করিল, ও লোকদিগকে বন্দী করিয়া অশূরে লইয়া গেল ।
    • পরে উfষয়ের পুত্র যোথমের অধিকারের ষি৭ শতি বৎসরে এলার পৌত্র হোশেয় রিমলিয়ের পুত্র পেকহের বিরুদ্ধে রাজদ্রোহ করিয়া তাহাকে প্রহার করিয়া বধ করিল, ও তাহার পদে আপনি রাজা হইল। ** এই পেকহের অবশিষ্ট বৃত্তান্ত ও সমস্ত ক্রিয় ইস্রায়েলের রাজাদের ইতিহাসপুস্তকে লিখিত আছে।

3 lo ২ রাজাবলি। vరి}-( • রিমলিয়ের পুত্র পেকহ নামক ইস্রায়েলীয় রাজার অধিকারের দ্বিতীয় বৎসরে যিহুদার উষিয় রাজার পুত্ৰ যোথম রাজতন্ত্ৰ করিতে লাগিল। ** সে পচিশ বৎসর বয়সে রাজ্য করিতে আরম্ভ করিয়া ঘিরুশালcম ষোল বৎসর রাজতন্ত্র করিল ; সাদোকের কন্যl fযরূশ তাহার মাতা ছিল । ** সে পরমেশ্বরের সাক্ষাতে সদাচরণ করিত, ও আপিন পিতা উষিয়ের কাৰ্য্যানুসারে কার্য্য করিত। “ কিন্তু টিকরস্থান সকল উচ্ছিন্ন হইল না, লোকেরা তখনও টিকরস্থানে বলিদান করিত ও ধূপ জালাইত ; সে পরমেশ্বরের মন্দিরের উচ্চদ্বার নির্মাণ করিল। ** এই যোথমের অবশিষ্ট বৃত্তান্ত ও সমস্ত ক্রিয় যিহুদার রাজাদের ইতিহাসপুস্তকে কি লিখিত নাই ? 25 ঐ সময়ে পরমেশ্বর অরামের রিৎসীন রাজাকে ও রিমলিয়ের পুত্র পেকহকে যিহুদার বিরুদ্ধে পাঠাইতে আরম্ভ করিলেন। ৩৮ পরে যোথম আপন পিতৃলোকদের ন্যায় মহানিদ্রিত হইলে আপন পূৰ্ব্বপুরুষ দায়ুদের নগরে আপন পিতৃলোকদের নিকটে কবরপ্রাপ্ত হইল, ও তাহার পুত্র আহস তাহার পদে রাজ্যাভিষিক্ত হইল । ১ ৬ অধ্যায় । ১ আহসের কুরাজত্ব করণ, ৫ ও তাহার রুদ্ধ হওন, ৭ ও মুক্ত হওন, ১০ ও নূতন বে দি নির্মাণ, ১ ৭ ও মন্দিরের দ্রব্য লুট করণ, ১৯ ও তাহার মৃত্যু। • রিমলিয়ের পুত্র পেকহের অধিকারের সপ্তদশ বৎসরে যিহুদার যোথম রাজার পুত্ৰ আহস রাজতন্ত্ৰ করিতে লাগিল । * সেই আহস বিংশতি বৎসর বয়সে রাজতল করিতে আরম্ভ করিয়া ঘিরূশালমে যোল বৎসর পর্যন্ত রাজতন্ত্র করিল ; সে আপন পূৰ্ব্বপুরুষ দায়ুদের ন্যায় আপন প্রভু পরমেশ্বরের সাক্ষাতে সদাচরণ করিত না। “ কিন্তু ইস্রায়েলের রাজাদের পথে গমন করিত, এবং পরমেশ্বর ইসুয়েল ব^শের সম্মুখহইতে যে ভিন্নজাতীয়দিগকে দূর করিয়াছিলেন, তাহাদের ঘৃণাক্ত ব্যবহারানুসারে আপন পূত্ৰকেও অগ্নিতে প্রবেশ করাইল। " এব^ টিকর স্থানে ও পৰ্ব্বতের উপরে ও প্রত্যেক नदीन ठूएन्रुझ नीcफ़ दलिमान कनिऊ ७ थूत्र জবালাইত ।

  • পরে অরামের রাজা রিৎসীন এব^ ইসু'য়েলের রিমলিয়ের পুত্র পেকহ রাজা যুদ্ধার্থে ঘিরুশালমে আগত হইয়া আহস্কে অবরোধ করিল, কিন্তু তাহাকে পরাস্ত করিতে পারিল না। এ তথাপি আরামের রাজা রিৎসীন সেই সময়ে এলৎ নগর পুনৰ্ব্বার অরামের বশীভূত

385.