পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৪০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

へのレーレー শোমিরোণহইতে যে যাজকfদগকে লইয়া গিয়াছিল, তাহাদের এক জন আসিয়া বৈথেলে বাস করিল, এবং যে রূপে পরমেশ্বরকে ভয় করিতে হয়, তাহ লোকদিগকে শিখাইতে লাগিল। * তথাপি প্রত্যেক জাতীয় লোকের আপন ২ দেবগণ নির্মাণ করিল, এবং শোমিরোণীয়েরা যে ২ টিকরস্থানে মন্দির করিয়াছিল, সেই ২ স্থানে প্রত্যেক জাতিরা আপন ২ নিবাসনগরে আপন ২ দেবগণকে স্থাপন করিল। ** এই রূপে বাবিলীয় লোকের সুকেকাৎ-বিনোৎকে নির্মাণ করিল, ও কুর্থীর লোকেরা নেগলকে, ও হমাতের লোকেরা অশীমাকে নির্মাণ করিল। ** এবং অৰ্ব্বীয়েরা নিভস ও তত্ত্বককে নির্মাণ করিল, ও সিফর্বায়ের সিফবায়মের দেবতার অর্থাৎ আদুমেলকের ও অনমেলকের উদ্দেশে আপন ২ বালকগণকে দগ্ধ করিতে লাগিল । * তাহারা পরমেশ্বরকে ভয় করিত, এবং আপনাদের জন্যে অন্ত লোকদের মধ্যহইতে টিকর স্থানের মন্দিরে যজ্ঞকারি যাজকদিগকে মনোনীত করিত। ** তাহার পরমেশ্বরকেও ভয় করিত, এবং যে ২ জাতিহইতে নীত হইয়াছিল, তাহাদের মত আপন ২ দেবগণেরও সেবা করিত। * তাহারা অদ্য পর্যন্ত পূৰ্ব্বকালের আচারের ন্যায় আচার করিতেছে, পরমেশ্বরকে ভয় করে না, ও তাহার বিধি ও ব্যবস্থানুসারে, অর্থাৎ পরমেশ্বর যাহার নাম ইসুয়েল রাখিলেন, যেই যাকুবের বংশকে যে আজ্ঞা ও ব্যবস্থা দিয়াfছলেন, তদনুসারে চলে না। ৩৭ পরমেশ্বর সেই ব^শের সহিত নিয়ম করিয়া এই আজ্ঞা দিয়াছিলেন, তোমরা ইতর দেবগণকে ভয় করিও না, ও তাহাদিগকে প্রণাম করিও না, ও তাহাদের সেবা করি ও ন], ও তাহাদের উদেশে বলিদান করিও না । ** কিন্দ্র যে পরমেশ্বর মহাপরাক্রমে ও বিস্তীর্ণ বাহুদ্বারা মিসর দেশহইতে তোমাদিগকে আনিয়াছেন, তাহাকে ভয় করিও, ও তাহার ভজনা করিং, ও র্তাহার উদেশে বলিদান করিও। 23 এবং তিনি তোমাদের জন্যে যে বিধি ও ব্যবস্থা ও রাজনীতি ও আজ্ঞা লিখিয়া দিয়াছেন, মনোযোগ করিয়া তদনুসারে সর্বদা চলিও, ইতর দেবগণকে ভয় করিও না। ** আমি তোমাদের সহিত যে নিয়ম করিয়াছি, তাহ বিস্মৃত হইও না, ও ইতুর দেবগণকে ভয় করিও না । ** কিন্তু আপনাদের প্রভু পরমেশ্বরকে ভয় করিও, তিনি তোমাদের তাবৎ শত্রুর হস্তুহইতে তোমাদিগকে উদ্ধার করিবেন। ° * তথাপি তাহার। তাহ ন৷ শুনিয়া আপনাদের পূৰ্ব্বমতানুসারে চলে। " - এই রূপে সেই ভিন্নজাতীয় লোকেরা,পুত্রপৌভ্রত্ৰমে 388 ২ রাজাবলি । [১৮ অধ্যায় পুরমেশ্বরকেও ভয় করিয়া এব^ আপনাদের ছাচে ঢালা প্রতিমার সেবাও করিয়া আসিতেছে ; তাহাদের পূর্বপুরুষেরা যেরূপ করিত, তাহারাও অদ্য পয্যন্ত সেই রূপ করিতেছে। ১৮ অধ্যায় । ১ হিষকিয়ের সুরাজত্ব করণ, ৪ ও দেবপূজা দূর করণ, ৯ ও শোমিরোণের পরাস্ত হওন, ১৩ ও সমূহেরীবের যিহুদা দেশ আক্রমণ করণ ও উপঢৌকন প্রাপ্তি, ১৭ ও রবশাকির নিন্দার কথা । • এলার পুত্র ইস্রায়েলের রাজা হোশেয়ের অধিকারের তৃতীয় বৎসরে যিহুদার আহস রাজার পুত্র হিফিকয় রাজত্ৰ করিতে লাগিল । * সে পচিশ বৎসর বয়সে রাজ্য করিতে আ• রন্ড করিয়। উনত্রিশ বৎসর পর্যন্ত যিরশালমে রাজত্ব করিল ; সিথরিয়ের কন্যা অবী তাহার মাতা ছিল । * সে আপন পুৰ্ব্বপুরুষ দায়ুদের কার্যানুসারে পরমেশ্বরের সাক্ষাতে সদাচরণ করিত ।

  • সে টিকর স্থান সকল উচ্ছিন্ন করিল, ও প্রতিমা ভগ্ন করিল, এব^ চৈত্যবৃক্ষ ছেদন করিল ; এবং মূসা যে পিত্তলময় সৰ্প নির্মাণ করিয়াছিল, তাহা ভগ্ন করিল, কেননা ইসায়েল বxশ সেই সময় পর্যন্ত তাহার উদ্দেশে ধূপ জালাইত ; এবং সে তাহার নাম নিছষ্টন (পিত্তলখণ্ড) রাখিল । " সে ইস্রায়েলের প্রভু পরমেশ্বরেতে বিশ্বাস করিত ; যিহুদার রাজাদের মধ্যে পূৰ্ব্বে কি পরে তাহার তুল্য কেহ ছিল না । * সে পরমেশ্বরেতে আসক্ত ছিল, তাহার পশ্চাদগমনহইতে ফিরিল না, এবং পরমেশ্বর মূসাকে যে ২ আজ্ঞা দিয়াছিলেন, তাহ পালন করিত । * এবং পরমেশ্বর তাহার সহবন্ত্রী থাকিলেন, আর সে যাহাতে ২ প্রবৃত্ত হইত, তাহাতেই কৃতকার্য হইত ; সে অশূরের রাজার অধীনতা ত্যাগ করিয়া তাহার সেব1 আর করিল না । ৮ এবং আসা ও তাহার সীমা অর্থাৎ রক্ষকদের দুর্গ অবধি প্রাচীরবেষ্টিত নগর পর্যন্ত পিলেষ্টীয়দিগকে পরাস্ত করিল।
  • পরে হিফিকয় রাজার অধিকারের চতুর্থ বৎসরে, এবং এলার পুত্র ইস্রায়েলের হোশেয় রাজার অধিকারের সপ্তম বৎসরে অশূরের শলমনেষর রাজা শোমিরোণের বিরুদ্ধে আসিয়া তাহ অবরোধ করিল। ** এবও তিন বৎসরের পরে তাহ হস্তগত করিল ; হিষিকয় রাজার অধিকারের ষষ্ঠ বৎসরে, ও ইস্রায়েলের হোশেয় রাজার অধিকারের , নবম বৎসরে শোমিরোণ পরহস্তগত হইল। পরে অশূ