পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৪০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪ অধ্যায়।] এই নিবেদন করি, সম্প্রতি তুমি তাহার হস্তহইতে আমাদিগকে উদ্ধার কর । তাহাতে হে পরমেশ্বর, কেবল ভূমিই ঈশ্বর আছ, ইহা পৃথিবঁীস্থ তাবৎ রাজ্যের লোকের জ্ঞাত হইবে। ২° পরে আমোসের পুত্র যিশায়িয় হিষিকয়ের নিকটে এই কথা কহিয়া পাঠাইল ; ইসায়েলের প্রভু পরমেশ্বর এই কথা কহেন, তুমি অশূরীয় সমূহেরীব রাজার বিষয়ে আমার কাছে যে প্রার্থনা করিয়াছ, তাহা আমি শুনিলাম। ** পরমেশ্বর তাহার বিষয়ে এই কথা কহেন, সিয়োনের কন্যা তোমাকে তুচ্ছ করিতেছে ও তোমাকে পরিহাস করিতেছে, ও যিরশালমের কন্যা তোমার পশ্চাতে মস্তক লাড়িতেছে। ২২ ভূমি কাহাকে বিদ্রুপ ও নিন্দ করিয়াছ ? ও কাহার বিরুদ্ধে উচ্চশব্দ ও উদ্ধৃদৃষ্টি করিয়াছ ? কি ইস্রায়েলের ধর্মস্বরূপের বিরুদ্ধে • তুমি আপন দূতগণের দ্বারা প্রভুকে বিদ্রুপ করিয়া এই কথা বলিয়াছ, আমি নিজ রথের বাহুল্যদ্বারা পৰ্ব্বতশৃঙ্গে অর্থাৎ লিবানোনের পাশ্বে আরোহণ করিয়াছি, এবং তাহার উচ্চমস্তক এরসবৃক্ষ ও উৎকৃষ্ট দেবদারু সকল ছেদন করিয়াছি, এবং তাহার সীমাস্থ রাত্রিবাসস্থান ও উত্তম কানন পর্যন্ত গমন করিয়াছি । ** এব^ খনন করিয়া অসাধারণ জল পান করিয়াছি, ও প্রাচীরবেষ্টিত নগরের তাবৎ জলাশয় পদতলদ্বারা শুষক করিয়াছি। ২৭ আর জুমি কি ইহা শুন নাই ? আমি আগে যাহা নিরূপণ করিয়াছিলাম, এবং পূৰ্ব্বকালে যাহা স্থির করিয়াছিলাম, তাহ এখন সিদ্ধ করিলাম, অর্থাৎ তোমাদ্বারা দৃঢ় নগর সকল বিনাশ করিয়া ঢিবি করিলাম। &* এই কারণ তাহাদের প্রজাগণ দুৰ্ব্বল ও ভীত ও লজ্জিত হইল, এবং ক্ষেত্রের শাক ও নবীন ঘাস ও ছাতের উপরিস্থ তৃণ ও অপক্ক শুষক শস্যের ন্যায় হুইল কিন্তু তোমার উপবেশন ও বহিৰ্গমন ও ভিতরে আগমন ও আমার বিরুদ্ধে ক্রোধ, এ সকলি আমি জানি । ** আমার বিরুদ্ধে তোমার যে ক্রোধ ও দপ, তাহা আমার কর্ণগোচর হইল ; অতএব আমি তোমার নাসিকাতে আপন কড়া ও তোমার মুখে আপন বলগা দিব, এবং যে পথ দিয়া আসিয়াছ, সেই পথ দিয়া তোমাকে ফিরাইব । ** (হে ইিকিয়,) তোমার নিমিত্তে এই এক চিহ্ন থাকিবে, এই বৎসরে আপনাহইতে উৎপন্ন শস্য ও দ্বিতীয় বৎসরে তাহাহইতে উৎপক্ষ শস্য ভোজন করিলে পর, তৃতীয় বৎসরে তোমরা বীজ বপন করিয়া শস্য কাটিতে পাfরব, এবং দ্রাক্ষাক্ষেত্র করিয়া তাহার ফলভোগ করিবা। “ ঘিঁহুদী বংশের অবশিষ্ট পলায়িত ২ রাজাবলি। లిఫె} লোকরূপ মূল নীচে বৃদ্ধি পাইবে, ও উপরে ফল ফলিবে । ** কেননা অবশিষ্ট লোকেরা যিরশালমূহইতে ও পলায়িত লোকেরা সিয়োন পৰ্ব্বতহইতে উৎপন্ন হইবে, ও (সৈন্যাধ্যক্ষ ) পরমেশ্বরের উদৃযোগদ্বারা তাহ সিদ্ধ হইবে । ** অতএব অশূরীয় রাজার বিষয়ে পরমেশ্বর এই কথা কহেন, সে এ নগরে প্রবেশ করিবে না, ও ইহার মধ্যে বাণ নিক্ষেপ করিবে না, ও সন্মুখে ঢাল দেখাইবে না, এবং ইহার বিরুদ্ধে জাজাল বান্ধিবে না । ৩৩ পরমেশ্বর কহেন, সে যে পথ দিয়া আসিয়াছে, তাহা দিয়াই ফিরিয়া যাইবে, এ নগরে প্রবিষ্ট হইবে না। * আমি আপনার ও আপন দাস দায়ুদের নিমিত্তে এই নগরের উদ্ধারার্থে তাহার ঢালস্বরূপ হইব ।

    • পরে সেই রাত্রিতে পরমেশ্বরের দূত অশূরীয়দের শিবিরে গমন করিয়া তাহাদের এক লক্ষ পচাশী সহস্ৰ লোককে বিনাশ করিল ; অবশিষ্টের প্রত্যুষে উঠিলে সমস্ত লোককেই মৃত দেখিল। ** অতএব অশূরীয় সমূহেরাব রাজা প্রস্থান করিয়া নিনির্বী নগরে প্রত্যাগমন করিয়া বাস করিল। ৩ পরে সে নিম্নোক নামক ইষ্টদেবতার মন্দিরে পূজা করিতেছিল, ইতিমধ্যে আদুক্সেলক ও শরেৎসর (নামক তাহার দুই পুত্র) খড়গদ্বারা তাহাকে নষ্ট করিল ; পরে তাহার অরারটু দেশে পলায়ন করিলে এসরহদোন নামে তাহার আর এক পুত্র তাহার পদে রাজতর করিল।

২০ অধ্যায়। ১ মৃত্যু সংবাদ পাইলেও প্রার্থনীদ্বারা হিফিয়ের রক্ষা পাওন, ৮ ও রক্ষার চিহ্ন, ১২ ও হিথকিয়ের নিকটে বাৰিলীয় দূতগণের উপস্থিত হওন ও তাহাদিগকে সকল ঐশ্বৰ্য্য দেখাওন, ১৪ ও তাহার বিযয়ে যিশায়িয়ের ভবিযgস্বাক্য, ২০ ও হিষকিয়ের মৃত্যু ।

  • তৎকালে হিষিকয়ের সাংঘাতিক পীড়া হইলে আমোসের পুত্র যিশায়িয় ভবিষ্যদ্বক্তা তাহার নিকটে আসিয়া কহিল, পরমেশ্বর কহেন, তুমি আপন বাৰ্টী প্রস্তুত কর, কেননা তোমার মৃত্যু হইবে, তুমি বঁচিব না। " তাহাতে সে ভিত্তির দিগে মুখ করিয়া পরমেশ্বরের প্রতি প্রার্থনা করিয়া কহিল, “ হে পরমেশ্বর, বিনয় করি, আমি সত্যতাতে ও সরলান্তঃকরণে তোমার সাক্ষাতে যেরূপ আচরণ করিয়াছি, ও তোমার দৃষ্টিতে যেরূপ সৎকর্ম করিয়াছি, তাহা তুমি এখন স্মরণ কর। তাহাতে ছিফিকয় অতিশয় ক্ৰন্দন করিতে লাগিল । * পরে মধ্যপ্রাঙ্গণে যিশায়িয়ের উপস্থিত হও
  • 391

I