পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৪০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిసెషి নের পূৰ্ব্বে তাহার নিকটে পরমেশ্বরের এই কথা উপস্থিত হইল, “ তুমি ফিরিয়া গিয়া আমTর প্রজাদের অধ্যক্ষ হিষিকয়কে বল, তোমার পূৰ্ব্বপুরুষ দায়ুদের প্রভু পরমেশ্বর ইহা কহেন, আমি তোমার প্রার্থনা শুনিলাম ও তোমার চক্ষুর জল দেখিলাম ; দেখ, আমি তোমাকে সুস্থ করিব ; তৃতীয় দিবসে তুমি পরমেশ্বরের মন্দিরে যাইবা। - এবং আমি তোমার আয়ু পঞ্চদশ বৎসর বৃদ্ধি করিব ; এবং অশূরীয় রাজার হস্তুহইতে তোমাকে ও এই নগরকে রক্ষা করিব ; আমি আপনার ও আপন দাস দাযুদের নিমিত্তে এই নগরের ঢালস্বরূপ হইব । * পরে যিশায়িয় কহিল, এক ডুম্বরফলের চাক আন ; পরে লোকেরা তাহ লইয়া সেফাটকের উপরে দিলে সে সুস্থ হইল । তৎকালে হিফিফয় যিশায়িয়কে কহিল, পরমেশ্বর আমাকে সুস্থ করবেন, ও আমি তৃতীয় দিবসে পরমেশ্বরের মন্দিরে যাইব, ইহার চিহ্ন কি ? ? তাহাতে যিশায়িয় কহিল, পরমেশ্বর আপনার উক্ত বাক্য সফল করিবেন, ইহার এই চিহ্ন পরমেশ্বর হইতে তোমাকে দেওয়া যাইবে ; ছায়া কি দশ অংশ অগ্রসর হইবে ? না দশ অ৭শ পাছে ফিরিয়া যাইবে ? • * হিষিকয় কহিল, ছায় যে দশ অংশ অগ্রসর হয়, এ ক্ষুদ্র বিষয় ; কিন্তু ছায়া দশ অ৭শ পীcছ ফিরিয়া যাউক। ** পরে মিশায়িয় ভবিষ্যদ্বক্তা পরমেশ্বরের উদ্দেশে প্রার্থনা করিলে আহসের ঘড়ির উপরে ছায়া যত অংশ গিয়াছিল, তিনি তাহার দশ অ৭শ পৗছে ফিরাইলেন।

  • ং ঐ সময়ে বলদনের পুত্র মিরোদক-বলদন নামে বাবিলের রাজা হিষিকরের পীড়িত হওনের সAবাদ পাইয় তাহার নিকটে পত্র ও উপটৌকনদ্রব্য পাঠাইল। • তাহাতে হিকিয় দূতদের সহিত সাক্ষাৎ করিয়া আপন কোষ অর্থাৎ রূপা ও স্বর্ণ ও সুগন্ধি দৃব্য ও বহুমূল্য তৈল এবং অস্ত্রাগারের ও ভাণ্ডারের তাবৎ বস্তু তাহাদিগকে দেখাইল । হিষিকয় তাহাদিগকে না দেখাইল, এমত কোন সামগ্রী তাহার বাটীতে ও তাবৎ রাজ্যে ছিল না।
    • পরে ঘিশায়িয় ভবিষ্যদ্বক্ত। হিষিকয় রাজার নিকটে আসিয়া জিজ্ঞাসা করিল, ঐ মনুষ্যেরা কি কহিল ? এবথ কোথাহইতে তোমার নিকটে আইল ? তাহাতে হিষিকয় কহিল, উহার দুরদেশ বাবিলহইতে আসিয়াছে। “ সে জিজ্ঞাসা করিল, উহার তোমার বাটীতে কি ২ দেখিয়াছে ? হিষিকয় কহিল, আমার বাটীতে যাহ। ২ অাছে, সকলি দেখিয়াছে তাহাদিগকে না দেখাইয়াছি, আমার ধনাগারের মধ্যে

392. ২ রাজাবলি । [২১ অধ্যায়। এমত কোন দ্রব্য নাই । * পরে ফিশায়িয় হিষিকয়কে কহিল, পরমেশ্বরের কথা শুন ।

  • দেখ, তোমার পূর্বপুরুষাবধি অদ্য পর্যন্ত যাহা ২ সঞ্চয় হইতেছে ও তোমার বাটীতে যে কিছু আছে, সকলি বাবিল নগরে লইয়। দাওনের সময় উপস্থিত হইবে, তাহার কিছু অবশিষ্ট থাকিবে না, পরমেশ্বর এই কথা কহেন। ** এবং তোমার ঔরসজাত ও তোমার উৎপন্ন সন্তানগণের মধ্যে কএক জন নীত হইয়া বাবিলের রাজবাটীতে ছিন্নপুংস্তু হইয়। থাকিবে। তাহাতে হিষিকয় যিশায়িয়কে কহিল, তুমি পরমেশ্বরের যে কথা কহিলা, সে উত্তম । আরো কহিল, আমার অধিকার সময়ে মঙ্গল ও সত্যতা হইবে।

ং ” এই হিষিকয়ের অবশিষ্ট বৃত্তান্ত ও সমস্ত পরাক্রম এবং পুষ্করিণী ও প্রণালী করিয়া নগরে জল আনয়ন, এই সকল কি যিহুদার রাজাদের ইতিহাসপুস্তকে লিখিত নাই ? পরে হিফিকয় আপন পিতৃলোকদের ন্যায় মহানিদৃিত হইলে তাহার পুত্র মিনশি তাহার পদে রাজা হইল। ২১ অধ্যায় । ১ মিমশির কুরাজত্ব করণ ও দেবপূজা করণ, ১০ ও তাহার বিরুদ্ধে পরমেশ্বরের দণ্ডাজ্ঞ1, ১৭ ও তাহার মৃত্যু, ১৯ ও অামোনের কৃরাজত্ব করণ, ২৩ ও তাহার মৃতু্য ।

  • মিনশি বারো বৎসর বয়সে রাজতর করিতে আরড করিয়া পঞ্চান্ন বৎসর যিরশালমে রাজজ্ঞ করিল ; তাহার মাতার নাম হিফসীব ছিল । * পরমেশ্বর ইস্রায়েল ব৯শের সম্মুখহইতে যে ভিন্নজাতীয়দিগকে দূর করিয়াছিলেন, তাহাদের ন্যায় ঘৃণাহ কর্ম করিয়া মিনশি পরমেশ্বরের সাক্ষাতে কদাচরণ করিত। * তাহার পিতা হিষিকয় যে ২ টিকর স্থান বিনষ্ট করিয়াছিল, সে তাহা পুনৰ্ব্বার নির্মাণ করিল, ও বালের কারণ বেদি প্রস্তুত করিল, এবং ইস্রায়েলের আহাব রাজার ন্যায় চৈত্যবুক্ষ রোপণ করিল, এবং আকাশীয় তাবৎ নক্ষত্রের ভজন ও সেবা করিল। " এবং পরমেশ্বর যে মন্দিরের বিষয়ে কহিয়াছিলেন, আমি ষিরুশালমে আপন নাম স্থাপন করিব, সেই পরমেশ্বরের মন্দিরে দেববেদি নির্মাণ করাইল । * এবং পরমেশ্বরের গৃহের দুই প্রাঙ্গণে সে আকাশের নক্ষত্রগণের জন্যে বেদি নির্মাণ করাইল। - এবং আপন পুত্রকে অগ্নিতে প্রবেশ করাইল, ও গণকতা ও মোহন ব্যবহার করিত, এবং ভূতড়িয়ার ও গুণির কর্ম করিত।