পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৭ অধ্যায়।] পরামর্শদ্বার ষাকুবের আপন পিতা ইসহাককে ভ্ৰান্ত ফরিয়া আশীৰ্ব্বাদ প্রাপ্ত হওন, ৩০ ও মৃগ- { মাৎস আনিয়া আশীৰ্ব্বাদ পাইতে এষেীর চেষ্টা করণ ও চেষ্টা করিলে পিতার অস্বীকার, ৪ ১ ও এষোঁর ক্ৰোধ প্রযুক্ত যাকুবকে বধ করিতে মনস্থ করণ । • অনন্তর ইসহাক বৃদ্ধ হইলে চকু নিস্তেজ হওন প্রযুক্ত সপষ্ট রূপে দেখিতে পারিল না ; সে আপন জ্যেষ্ঠ পুত্ৰ এষোঁকে ডাকিয়া কহিল, হে আমার পুত্র। তাহাতে সে উত্তর করিল, দেখ, আমি উপস্থিত আছি। ২ তখন ইসহাক কহিল, দেখ, আমি বৃদ্ধ হইয়াছি; কোন দিন আমার মৃত্যু হইবে, তাহ জানি না। • বিনয় করি, তুমি তৃণ ও ধনুকাদি শস্ত্ৰ লইয়া প্রান্তরে যাইয়া আমার জন্যে মৃগমাংস আন । " এবং আমি যেরূপ ভাল বাসি, সেই মত সুস্বাদু খাদ্য প্রস্তুত করিয়া আমার নিকটে আন ; তাঁহাতে আমি ভোজন করিয়া মৃত্যুর পূৰ্ব্বেই তোমাকে আশীৰ্ব্বাদ করিব। * এষৌ পূত্রের সহিত ইস্হাকের এই কথোপকথন রিবক শুনিয়াছিল। অতএব এষোঁ মৃগমাৎস আনিবার নিমিত্তে মৃগয়া করিতে ক্ষেত্রে গেলে পর রিবকা আপন পুত্র যাকুবকে কহিল, দেখ, তোমার এষৌ ভুতার সহিত তোমার পিতার কথোপকথন আমি শুনিলাম ; সে তাযাকে কহিল, তুমি আমার নিমিত্তে মৃগমাংস মানিয়া সুস্বাদু ভাজন করিয়া মৃত্যুর পূৰ্ব্বেই পরমেশ্বরের সাFাতে তোমাকে আশীৰ্ব্বাদ করিব । ৮ অতএব হ আমার পুত্র, এখন আমি তোমাকে যাহা Iাজ্ঞা করি, অামার সেই কথা শুন। * তুমি "ালে গিয়া তথাহইতে উত্তম দুইটা ছাগবৎস Tন, তাহাতে তোমার পিতা যেরূপ ভাল সেন, তক্রপ সুস্বাদু খাদ্য আমি পাক রয়া দি৷ -“ তুমি তাহা আপন পিতার নি.ট লইয়া যাও, তাহাতে সে তাহা ভোজন রয় মৃত্যুর পূৰ্ব্বেই তোমাকে আশীৰ্ব্বাদ করিবে। * তখন যাকুব আপন মাতা রিবকাকে কহিল, দেখ, আমার ভুতি এষৌ লোমশ, কিন্তু আমি নিলোম; ১২ ইহাতে যদি পিতা আমাকে সপশ করিয়া প্রবঞ্চক জ্ঞান করেন, তবে আমি আপনার প্রতি আশীৰ্ব্বাদ না বৰ্ত্তাইয়া অভিশাপ বৰ্ত্তাইৰ। ১৩ কিন্তু তাহার মাত কহিল, হে পুত্র, সেই অভিশাপ আমাতে বল্লুক, কেবল আমার কথা মানিয়া পালে গিয়া ছগিবংস অান !

  • ই তাহাতে গিয়া তাহা লইয়া মাতার নিকটে আনিলে তাহার পিতা যেরূপ ভাল বাসে, মাতা সেই রূপ সুস্বাদু খাদ্য রন্ধন করিল। ** অপর ঘরে আপনার কাছে জ্যেষ্ঠ

欧 আদিপুস্তক l খাদ্য প্রস্তুত কর, তাহাতে আমি | ২৫ পুত্ৰ এষের যে ২ উত্তম বস্ত্র ছিল, রিবক তাহ লইয়। কনিষ্ঠ পুত্র যাকুবকে পরিধান করাইল। ** এবং ঐ দুই ছাগবংসের চর্ম লইয়া তাহার হন্তে ও গলদেশে জড়াইয়া দিল। ** এবং সেই পক সুস্বাদু খাদ্য ও রুট আপন পুত্র যাকুবের হন্তে দিল। ২৮ তখন যাকুব আপন পিতার নিকটে গিয়া কহিল, হে পিতঃ । তাহাতে সে উত্তর করিল, তামি উপস্থিত আছি; হে বৎস, তুমি কে ? -- যাকুব আপন পিতাকে কহিল, আমি তোমার জ্যেষ্ঠ পুত্ৰ এষোঁ ; তুমি আমাকে যাহা আজ্ঞা করিয়াছ, আমি তাহা করিলাম। বিনয় করি, তুমি উঠিয়া বসিয়া মৃগমাৎস ভোজন করিয়া আমাকে আশীৰ্ব্বাদ কর । ২° তাহাতে ইসহাক আপন পুত্রকে কহিল, হে পুত্র, তুমি এত শীঘু তাহ কি রূপে পাইল ? সে কহিল, তোমার প্রভু পরমেশ্বরই আমার সম্মুখে তাহা উপস্থিত করিলেন। - ইসহাক যাকুবকে আরো কহিল, হে পুত্র, আমার নিকটে আইলা; তুমি নিশ্চয় আমার এষৌ পুত্র কি না, তাহ আমি তোমাকে সপশ করিয়া জানিব। ২২ তখন যাকুব আপন পিতা ইসহাকের নিকটে গেলে সে তাহাকে সপশ করিয়া কহিল, এই স্বর যাকুবের বটে, কিন্তু এই হস্ত এষেীর। ২৩ এই রূপে সে তাহাঁকে চিনিতে পারিল না, কারণ এষৌ ভুতার হস্তের ন্যায় তাহার হস্ত লোমযুক্ত ছিল ; অত-- এব সে তাহাকে আশীৰ্ব্বাদ করিল। ২৪ পরে সে কহিল, তুমি কি নিতান্তই আমার এষৌ পুত্র ? তাহাতে সে কহিল, আমি সেই বটি। ** তখন ইসহাক কহিল, হে পুত্র, পরিবেষণ কর ; আমি পুত্রের আনীত মৃগমাংস ভোজন করিয়া তোমাকে আশীৰ্ব্বাদ করি। তাহাতে। সে পরিবেষণ করিলে ইসহাক ভোজন করিল, এব^ দ্রাক্ষারস আনিয়া দিলে তাহাও পান করিল। ** পরে তাহার পিতা ইসহাক কহিল, হে পুত্র, এখন নিকটে আসিয়া আমাকে চুম্বন কর। ** তখন সে নিকটে গিয়া চুম্বন করিলে ইসহাক তাহার বস্ত্রের গন্ধ পাইয়া তাহাকে আশীৰ্ব্বাদ করিয়া কহিল, দেখ, আমার পুত্রের সৌগন্ধ পরমেশ্বরকতৃক আশীৰ্ব্বাদপ্রাপ্ত ক্ষেত্রের সৌগন্ধের ন্যায়। ২৮ ঈশ্বর আকাশের শিশিরে ও পৃথিবীর রসে উৎপন্ন প্রচুর শস্য ও দ্রাক্ষারস তোমাকে দিউন। ** ও নানা লোকের তোমার অধীন হউক, ও নানা জাতীয়েরা তোমাকে প্রণাম করুক, ও তুমি আপন জ্ঞাতির মধ্যে প্রধান হও, এবং তোমার মাতৃপূত্রেরা তোমাকে প্রণাম করুক। যে তোমাকে অভিশাপ দেয়, সে অভিশপ্ত হউক ; এবং যে তোমাকে আশীৰ্ব্বাদ করে, সে আশীৰ্ব্বাদ প্রাপ্ত হউক। m 25