পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৪১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

^రిఫెP রক্ষকসেনাপতি কতক দরিদ্র লোককে দেশে রাখিল ।

    • অার পরমেশ্বরের মন্দিরের পিত্তলময় দুই স্তন্ড ও পাঠ সকল ও পরমেশ্বরের মন্দিরের পিত্তলময় সমুদুরূপ পাত্র কসর্দীয়ের খণ্ড ২ করিয়! তাহার পিত্তল বাবিলে লইয়া গেল। ** এবণ স্থালী ও হাতা ও গুলত্রাস ও চমস প্রভৃতি সেবার্থক পিবলময় পাত্র, এই সকল লইয়া গেল। ** এবণ অগ্নিপাত্র ও বাটি ও স্বর্ণময় পাত্রের স্বর্ণ ও রূপ্যময় পাত্রের রূপ্য রক্ষকসেনাপতি লইয়া গেল। ** ঐ যে দুই স্তন্ড ও এক সমুদুরূপ পাত্র ও পীঠ সকল সুলেমান পরমেশ্বরের মন্দিরের জন্যে নির্মাণ করিয়াছিল, সে সকল পাত্রের পিত্তলের পরিমাণ অস^খত ছিল । ** কেননা তাহার এক স্তম্ভ আঠারো হস্তু উচ্চ, ও তাহার উপরিস্থিত মথিলা পিত্তলময় ছিল, ও সেই মাথলা তিন হস্ত উচ্চ, এবং মাথলার উপরে চতুদিগে জালরূপ কর্ম ও দাড়িম্বাকৃতি সকলি পিত্তলময়, এব^ জালরূপ কর্ম ব্যতিরেকে দ্বিতীয় স্তম্ভও ইহার তুল্য ছিল।
    • পরে রক্ষকসেনাপতি প্রধান যাজক সিরায়কে ও দ্বিতীয় যাজক সিফনিয়কে ও তিন জন দ্বারপালকে ধরিল। ** এবং নগরনিবাসিদের মধ্যে যোদ্ধাদের উপরে নিযুক্ত এক জন নপুংসককে, এবং নগরে ধৃত পাঁচ জন রাজসভাসদৃকে, ও দেশীয় লোকদের সৈন্যের গণনাকারি প্রধান এক লেখককে, ও নগরে প্রাপ্ত দেশীয় যাইট জনকে ধরিয়া ২" নিবুযরদন রক্ষকসেনাপতি রিবলাতে বাবিলের রাজার কাছে লইয়া গেল। ** পরে বাবিলের রাজা হমাৎদেশস্থ রিব লাতে তাহাদিগকে আঘাত করাইয়া বধ করিল। এই রূপে যিহুদার লোকেরা আপন দেশহইতে নীত হইল ।

২২ মিহুদাদেশে ষে লোকেরা রহিল, অর্থাৎ যাহাদিগকে বাবিলের নিবৃথদ্বনিৎসর রাজা সেই স্থানে রাখিয়া গিয়াছিল, তাহাদের উপরে ২ রাজাবলি । [২৫ অধ্যায়। শাফনের পৌত্র অস্বীকামের পুত্র গিদলিয়কে শাসনকাৰ করিয়া নিযুক্ত করিল। ** পরে বাবিলের রাজা গিদলিয়কে শাসনকৰ্ত্তা করিয়াছে, এই কথা সেনাপতিগণ ও তাহাদের লোকেরা শুনিলে, নিথনিয়ের পুত্র ইসমায়েল, ও কারেহের পুত্র যোহানন ও নিটোফাতীয় তন্‌হুমতের পুত্র সিরায় ও মাখাষ্ঠীয়ের পুত্ৰ ষাসনিয় ও তাহাদের লোকের মিসপাতে গিদলিয়ের নিকটে আইল। ২° পরে গিদলিয় তাহাদের কাছে ও তাহাদের লোকদের কাছে দিব্য করিয়া কহিল, তোমরা কসর্দীয়দের দাস হইতে ভয় করিও না ; দেশে বাস করিয়া বাবিলের রাজার সেবা কর, তাহাতে তোমাদের মঙ্গল হইবে। ** কিন্তু সপ্তম মাসে রাজব^শজ ইলীশামার পৌত্র নিথনিয়ের পুত্র ইসমায়েল ও তাহার সঙ্গি আর দশ জন আইল, এব^ গিদলিয়কে এবং যে যিহুদীয়েরা ও কমৃদীয়ের তাহার সহিত মিসপাতে ছিল, তাহাদিগকে অাঘাত করিয়া বধ করিল। ২ * পরে ছোট বড় সমস্ত লোক ও সেনাপতিগণ উঠিয় মিসরে গেল, কেননা তাহারা কস্দীয়দের হইতে ভীত হইল।

    • অপর যিহুদার যিহোয়াখীন রাজার রাজতেন্দ্রর সপ্তত্রি^শ বৎসরের দ্বাদশ মাসের সপ্তবি^শ দিবসে অর্থাৎ বাবিলের ইবিল-মিরোদক রাজা যে বৎসরে রাজতল করিতে আরম্ভ করিল, সেই বৎসরে যিহুদার যিহোয়াখীন রাজাকে কারাগারহইতে মুক্ত করিল। ২৮ এব ২ তাহাকে প্রীতিবাক্য কহিয় তাহার সহিত বাবিলে যত রাজ ছিল, সকলের অসিনহইতে তাহার আসন উচ্চে স্থাপন করিল। ** এব^ তাহার কারাগারের বস্ত্র পরিবর্ত্তন করাইল, এব^ সে যাবজ্জীবন তাহার সহিত ভোজন পান করিতে লাগিল। ** এব^ তাহার দিনপাতের জন্যে রাজার আজ্ঞাতে তাহাকে নিত্য বৃত্তি দেওয়া যাইত, অর্থাৎ তাহার যাবজ্জীবন তাহাকে এক ২ দিনের উপযুক্ত দ্রব্য প্রতিদিন দেওয়া যাইত।

398