পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミb হাতে লাবন কহিল, তুমি আমার অস্থিাও মাথসস্বরূপ। পরে যাকুব তাহার গৃহে এক মাস রাস: করিল। , , , . . . . . ' :

  • অনন্তর লাবন যাকুবকে কহিল, ভূমি কুটুম্ব হইয়া কি বিনা বেতনে আমার দাস্যকর্ম করিবা ? কি বেতন লইবা ? তাহ বল। ** ঐ লাবনের দুই কন্যা ছিল; জ্যেষ্ঠার নাম লেয় ও কনিষ্ঠার নাম রাহেল । লেয়৷ ক্লিন্নাক্ষী, কিন্তু রাহেল রূপবতী ও সুন্দরী ছিল। ’৮ এবং যাকুব রাহেলকে ভাল বাসিত, এই জন্যে সে উত্তর করিল, তোমার কনিষ্ঠা কন্যা রাহেলের জন্যে আমি সাত বৎসর তোমার, দাস্যকর্ম করিব। ** তাহাতে লাবন কহিল, অন্য পাত্রকে দান করা অপেক্ষ তোমাকে দান করা উত্তম বটে, অতএব আমার নিকটে থাক। ** এই রূপে মাকুব রাহেলের জন্যে সাত বৎসর দাস্যকর্ম করিল ; রাহেলের প্রতি তাহার এমত অনুরাগ

ছিল, যে সাত বৎসর ৪ তাহার অলপ দিন বোধ হইল1 . . . পরে লাবনকে কহিল, আমার নি য়মিত কাল সম্পূর্ণ হইল, এখন আমার ভার্য আমাকে দেও, আমি তাহাতে গমন করিব। ২২ তাহাতে লাবন ঐ স্থানের তাবৎ লোককে | নিমন্ত্রণ করিয়া ভোজন করাইল। ** পরে রাত্রিকালে আপন কন্যা লেয়াকে লইয়া তাহার নিকটে মানিয়া দিলে য়াকুর তাহাতে উপগত হইল। ২° এবx লাবন মাপন কন্যা লেয়ার দাস্যকর্মার্থে সিপি নামে আপন দাসীকে দিল। ** কিন্তু প্রভাত হইলে সে যে লেয়া, ইহা দেখিয়া যাকুব । লাবনকে কহিল, তুমি আমার সহিত এ কি ব্যবহার করিলা ? আমি কি রাহে. লের জন্যে তোমার দাস্যকর্ম করি নাই ? তবে কেন আমাকে প্রবঞ্চনা করিলা ? ** তখন লাবন কহিল, জ্যেষ্ঠ অদক্কা থাকিতে কনিষ্ঠাকে দান করা আমাদের এই স্থানে অকৰ্ত্তব্য। ২ ’ এখন ইহার সাত দিন যাপন কর; পরে যদি আরো সাত বৎসর আমার দাস্যকর্ম স্বীকার কর, তবে উহাকেও তোমাকে দান করিব । ২৮ তাহাতে যাকুব সেই প্রকার করিল, অর্থাৎ তাহার সাত দিন যাপন করিল। ২১ পরে লাবন তাহার সহিত আপন কন্যা রাহেলের বিবাহ দিল, এবN রাহেলের দাস্যকর্মার্থে বিলহা নামে আপন দাসীকে দিল । * তখন সে রাহেলেতেও উপগত হুইল ; এবং লেয়া অপেক্ষ রাহেলকে অধিক ভাল বাসিল; এব^ আর মাত বৎসর লাবনের দাস্যকর্ম করিল। , , , , - 28 আদিপুস্তক। [৩৪ অধ্যায়। রাহেল বন্ধ্যা হইল। ** অতএব লেয়। গৰ্ববর্তী হইয়া পুত্র প্রসব করিলে তাহার নাম রূবেন (পুত্রকে দেখ) রাখিল ; , কেননা, সে কহিল, পরমেশ্বর আমার দুঃখ দেখিয়াছেন ; এখন আমার স্বামী আমাকে ভাল বাসিবে। °৩ অপর সে পুনৰ্ব্বার গৰ্ত্তবর্তী হইয়া পুত্র প্রসব করিয়া কহিল,আমি অবজ্ঞাতা আছি, পরমেশ্বর ইহা শ্রবণ করিয়া আমাকে এই পুত্রও দিলেন; পরে তাহার নাম শিমিয়োন (শ্রবণ) রাখিল। ** এবং আর বার লে. গৰ্ববর্তী হইয়। পুত্র প্রসব করিয়া কহিল, এ বার আমার স্বামী অামাতে আসক্ত হইবে, কেননা আমি তাহার তিন পুত্র প্রসব করিয়াছি ; অতএব তাহার নাম লেবি ( আসক্ত ) রাখিল । * পরে পুনৰ্ব্বার তাহার গৰ্ব হইলে সে পুত্ৰ প্রসব করিয়া কহিল, এ বার আমি পরমেশ্বরের প্রশ৭সা করি ; অতএব তাহার নাম যিহদা (প্রশ৭ স1) রাখিল। তাহার পর তাহার গৰ্ত্ত নিবৃত্তি হইল। ৩০ অধ্যায়। " 3 লেয়ার প্রতি ব্লাহেলের ঈর্ষা, ১৪ ও রাহেলের দুদাফল পাওন, ১৯ ও লেয়ার পুনশ্চ সন্তান সন্ততি হওন, ২ a ও রাহেলের সন্তান জন্ম, ২৫ ও যাকুব পিত্ৰালয়ে যাইতে চাছিলে তাহার সহিত লাবনের নিয়ম স্থির করণ, ৩৭ ও সম্পত্তি পাইতে যাকুবের উপায়। '

  • অপর আপনাতে যাকুবের পুত্র জন্মে না, ইহা দেখিয়া রাহেল ভগিনীর প্রতি ঈর্ষা করিয়া যাকুবকে কহিল, আমাকে সন্তান দেও, নতুবা আমি মরিব । * তাহাতে যাকুব রাহেলের প্রতি ক্রোধ করিয়া কহিল, আমি কি ঈশ্বরের প্রতিনিধি ? তিনিই তোমাকে গৰ্ত্তফল দিতে অস্বীকার করিয়াছেন। * তখন রাহেল কহিল, তবে আমার দাসী বিলহাতে গমন কর, সে পুত্র প্রসব করিয়া আমার কোলে দিলে আমি তাহাছইত্তে পুত্রবর্তী হইব। ° ইহা বলিয়া সে তাহার সাহিত আপন দাসী বিলহার বিবাহ দিল । তখন যাকুব তাহাতে গমন করিলে “ বিলহা গৰ্ত্তবর্তী হইয়া যাকুবের নিমিত্তে পুত্র প্রসব করিল। শু তখন রাহেল কহিল, ঈশ্বর আমার বিচার করিলেন, কেনন। তিনি আমার কাকুক্তি শুনিয়া আমাকে পুত্র দিলেন ; অতএব সে তাহার নাম দান (বিচার ) রাখিল । * অনন্তর রাহেলের বিলহা দামী পুনৰ্ব্বার গৰ্ত্তধারণ করিয়া য়াকুবের দ্বিতীয় পুত্র প্রসব করিল। * তখন রাহেল

- কহিল, আমি মহাযতেনতে ভগিনীর সহিত, মল্প* পরে পরমেশ্বর লেয়াকে অবজ্ঞাতা দেখিয় তাহাকে গর্ভধারণের শক্তি দিলেন, কিন্তু যুদ্ধ করিয়া জয় করিলাম। অতএর সে তাহার নাম নশ্বালি (মল্লযুদ্ধ) রাখিল। ই অনন্তর লেয়া

  • - l