পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩১ অধ্যায় ] ,

  • ** পরে লাবন-যাকুবকে ধরিল ; ঐ মিলনের সময়ে যাকুবের তাম্বু পৰ্ব্বতোপরি স্থাপিত ছিল; তাহাতে লাবনও কুটুম্বদের সহিত গিলিয়দৃ পৰ্ব্বতোপরি, তাম্বু স্থাপন করিল। ২° পরে লাবন যাকুবকে কহিল, ভূমি, কেন এমন কর্ম করিলা ? আমাকে বঞ্চনা করিয়া আমার কন্যাদিগকে কেন খড়গধূত লোকদের ন্যায় লইয়া আইলা ভূমি আমাকে বঞ্চনা করিয়া কেন গোপনে পলাইলা ? কেন আমাকে, সৎ বাদ দিলা না ? দিলে আমি তোমাকে আহলাদে তবলের ও বীণার বাদ্য ও গান পুরঃসরে বিদায় করিতাম। ২৮ তুমি আমার পুত্র কন্যাগণকে চুম্বন করিতেও আমাকে দিলা না, এ অতি অজ্ঞানের কর্ম করিলা। ২৯ তোমাকে হি৭সা করিতে আমার হস্ত সমর্থ বটে ; কিন্তু , গত রাত্রিতে তোমাদের পৈতৃক ঈশ্বর আমাকে কহিলেন, সাবধান, যাকুবকে ভাল। মন্দ কিছুই কহিও না । : - * =

- ** আর পিত্রালয়ে যাইবার আকাভূক্ষায় ক্ষীণ হওয়াতে, তুমি যাত্রা করিয়াছ; সে যাহা হউক, কিন্তু আমার ঠাকুর সকলকে কেন চুরি করিলা ? ** তাহাতে যাকুব লাবনকে উত্তর করিল, আমি ভীত ছিলাম ; কারণ কি জানি, তুমি আমাহই- তে আপন: কন্যাগণকে বলেতে , কাড়িয়া লণ্ড, ইহা ভাবিয়াছিলাম। ৩২ কিন্তু ভূমি অন্বেষণ করিয়া যাহার স্থানে, তোমার দেবতাদিগকে পাইবা, সে বঁচিবে না। আমাদের কুটুম্বদের সাক্ষাতে আম্বেষণ করিয়া ,আমার স্থানে তোমার যাহা পাও, তাহ লওঁ ; কেননা যাকুব রাহেলের ঐ চুরি করণ জ্ঞাত ছিল না। তখন লাবন যাকুবের তাম্বুগৃহে ও লেয়ার তাম্বুগৃহে ও দুই দাসীর তাস্কুগ্ৰহে গিয়া অন্বেষণ করিল, কিন্তু পাইল না। পরে সে লেয়ার তাম্বুহইতে রাহেলের তাম্বুগৃহে প্রবেশ করিল। " কিন্তু রাহেল, সেই ঠাকুরদিগকে লইয়া উষ্ট্রের সজ্জার ভিতরে রাখিয়া তদুপরি বসিয়াছিল ; ; তাহাতে লাবন তাহার তাম্বুগৃহের সকল স্থান হাতড়াইলেও তাহ পাইল মা ! * তখন রাহেল পিতাকে কহিল, হে প্রভো, আপনকার সাক্ষাতে আমি উঠিতে পারিলাম না, ইহাতে, অসন্তুষ্ট হইবেন না, কেননা আমি স্ত্রীধর্মিণী আছি; এই কারণ সে আম্বেষণ করি লেও ঠাকুরদিগকে পাইল না। .

    • তখন যাকুব . ক্রুদ্ধ হইয়া লাবনের সহিত বিবাদ করিতে লাগিল। যাকুব লাবনকে ভংসন পূৰ্ব্বক কহিল, আমার কি দোষ ও কি পাপ আছে, যে তুমি প্রজবলিত হইয়া আমার পশ্চাৎ ২ দৌড়িয়া আইলা ভূমি আমার সকল সামগ্রী হাতড়াইয় তোমার, বাটীর কোন দ্রব্য পাইলা? আমার ও.তোমার এই কুটুম্বদের সাক্ষাতে তাহ

আদিপুস্তক। 峻

  • "రి 3

- রাখ, ইহারা উভয় পক্ষের বিচার করুক।":৪৮ * বিংশতি বৎসর পর্যন্ত আমি তোমার নিকটে আছি; তাহাতে তোমার, মেষীদের; কি, ছাগীদের গর্ভপাত হয় নাই, এবং তোমার.পালের কোন মেষকে খাই নাই: ৯ এবং হিংস্র জন্তু যাহাকে ছিঁড়িয়া ফেলিত, তাহাও তোমার নিকটে আনিতাম না; সে ক্ষতি আপনি স্বীকার করিতাম ; এবং দিনে কিম্ব রাত্রিতে যাহার চুরি হইত, তাহার পরিবর্ঘ্য ; আমাহইতে লইতা। * আমি দিনের উত্তাপে ও রাত্রির শীতে মৃতকল্প হইতাম ; আমার চক্ষুহইতে, নিদ্ৰা দূরে থাকিত। ° ? এই প্রকারে আমি বিংশতি বৎসর পর্যন্ত তোমার গৃহে দাস্যকর্ম করিয়াছি ; -তোমার দুই কন্যার জন্যে চৌদ্দ বৎসর, ও তোমার পশুদের জন্যে ছয় বৎসর দাসবৃত্তি করিয়াছি ; তথাপি তুমি আমার. বেতন দশ বার অন্যথা করিয়াছ। "আমার পৈতৃক ঈশ্বর, অর্থাৎ ইব্রাহীমের ঈশ্বর ও ইসহাকের ভয়স্থান যদি আমার পক্ষ না হইতেন, তবে অবশ্য এখন- তুমি -আমাকে রিক্তহস্তে-বিদায়-করিত। ঈশ্বর আমার দুঃখ ও হস্তের পরিশ্রম দেখিয়াছেন, এই জন্যে গত, রাত্রিতে. তোমাকে ধমকাইলেন। - - " ... . . . . . ." -s* *م

  • ৩ তখন লাবন যাকুরকে উত্তর করিল, এই কন্যাগণ আমারি কন্যা,:ও এই বালকের অামারি বালক, ও এই পশুপাল আমারি পশুপাল ; যাহা ২ দেখিতেছ, এ সকলি আমার আছে। অতএব - আমার এই কন্যাদিগকে, ও ইহাদের প্রসূত এই বালকদিগকে এখন আমি কি করিব ? ** আইস, - তোমাতে ও আমাতে নিয়ম স্থির করি, তাহা তোমার ও আমার সাক্ষী থাকিবে। ** তখন যাকুব এক প্রস্তর লইয়া স্তন্ডরূপে স্থাপন করিল। ** এবং যাকুব আপন কুটুম্বদিগকে কহিল, তোমরাও প্রস্তরের ; রাশি , কর ; তাহাতে তাহারা প্রস্তর আনিয়া এক রাশি করিলে সকলে সেই স্থানে সেই রাশির উপরে ভোজন করিল। . ** অনন্তর লাবন তাহার নাম যিগরসাহদুৰ্থ (সাক্ষির রাশি) রাখিল, কিন্তু যাকুব তাহার নাম গলিয়েদ (সাক্ষির রাশি) রাখিল। *৮ তখন লাবন কহিল, এই রাশি অদ্য তোমার ও আমার সাক্ষী থাকিল ; এই জন্যে তাহার নাম গিলিয়দ ** এবং মিসপা (প্রহরী ) রাখিল ; কেননা সে কহিল, আমরা পরস্পর অদৃশ্য হইলে পরমেশ্বর আমার ও তোমার প্রহরী-থাকিবেন। ** তুমি যদি আমার কন্যাদিগকে ক্লেশ দেও, কিম্বা আমার কন্যা ব্যতিরেকে অন্য স্ত্রীকে বিবাহ কর, তবে সেই সময়ে কেহ নিকটে না থাকি

লেও ঈশ্বর আমার ও-তোমার সাক্ষী হইবেন। - 31