পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ ২

    • লাবন যাকুবকে আরো কহিল, এই রাশি দেখ, এবং আমার ও তোমার মধ্যবৰ্ত্তি আমার স্থাপিত এই স্তম্ভ দেখ। * আমি অপকার করিতে এই রাশি পার হইয়া তোমার নিকটে যাইব না, এবং তুমিও এই রাশি ও স্তন্ড পার হইয়া আমার নিকটে আসিব না, ইহার সাক্ষী এই রাশি ও ইহার সাক্ষী .এই স্তম্ভ i ** ইহাতে ইব্রাহীমের ঈশ্বর ও নাহোরের ঈশ্বর ও তাহাদের পিতার ঈশ্বর আমাদের মধ্যে বিচার করিবেন ; তখন যাকুব আপন পিতা ইসহাকের ভয়স্থানের দিব্য করিল। ** পরে যাকুব সেই পৰ্ব্বতে বলিদান করিয়া আহার করিতে আপন কুটুম্বদিগকে ডাকিল, তাহাতে তাহার ভোজন করিয়া পৰ্ব্বতে রাত্রি যাপন করিল। ** পরে লাবন উঠিয় আপন পুত্ৰ কন্যাগণকে চুম্বন করিয়া আশীৰ্ব্বাদ করিল, এবং যাত্রা করিয়া আপন দেশে প্রত্যাগমন করিল।

- ৩২ অধ্যায়। g ১ যাকুরের দর্শন ও এয্যের প্রতি সংবাদ প্রেরণ, ও V5 3. প্রত্যাগমন ও স্বাকুবের প্রার্থনা, ১৩ ও | দুই ਚੋਂ কন প্রস্তুত করণ, ১৬ ও উপঢৌকন প্রেরণ, ২৪ ও যাকুবের মল্লযুদ্ধ করণ, ৩১ ও খঞ্জ হইয় নদী পার হওন। - তদনন্তর যাকুব যাত্রা করিলে ঈশ্বরের দূতগণ তাহাকে দর্শন দিল। * তখন যাকুব তাহাদিগকে দেখিয়া কহিল, ইহারা ঈশ্বরের সৈন্য, অতএব সেই স্থানের নাম মহনয়িম (দুই সৈন্য) রাখিল। * তাহার পর যাকুব আপনার আগে সেয়ীর দেশের ইদোম প্রদেশে এষৌ ভুতার নিকটে দূতগণকে প্রেরণ করিল। " সে তাহা দিগকে এই আজ্ঞা করিল, তোমরা আমার প্রভু এষোঁকে কহিবা, তোমার দাস যাকুব তোমাকে জানাইল, আমি অদ্য পর্যন্ত লাবনের নিকটে দীর্ঘকাল প্রবাস করিয়া আসিতেছি। * আমার গোরু ও গৰ্দ্দভ ও মেষপাল ও দাস দাসী আছে, তাহাতে আমি প্রভুর অনুগ্রহদৃষ্টি পাইবার জন্যে তোমাকে সখবাদ, পাঠাইলাম। :

  • অপর দূতগণ প্রত্যাগমন করিয়া যাকুবকে কহিল, আমরা তোমার এৰৌ ভুতার কাছে গিয়াছিলাম ; তিনি চারি শত লোক সঙ্গে লইয়া তোমার সহিত সাক্ষাৎ করিতে আসিতেছেন।

• তাহাতে যাকুব অতিশয় ভীত ও উদ্বিগ্ন হইল, এবং সঙ্গি লোকদিগকে ও গোমেষাদির সমন্ত পালকে ও উষ্ট্রগণকে বিভক্ত করিয়া দুই দল করিয়া কহিল, ৮ এষেী আসিয়া যদ্যপি এক দলকে প্রহার করে, তথাপি অন্য দল বাচিয় পলায়ন করিবে। * তখন ফাকুব কহিল, - হে 82 আদিপুস্তক l [৩২ অধ্যায়। আমার পিতা ইব্রাহীমের ঈশ্বর ও আমার পিতা ইসহাকের ঈশ্বর, তুমিই পরমেশ্বর ; তুমি ,আপনি আমাকে কহিয়াছিল, তুমি আপন দেশে জ্ঞাতিদের নিকটে প্রত্যাগমন কর, তাহাতে আমি তোমার সহিত সৌজন্য ব্যবহার করিব । ** তুমি এই দাসের প্রতি যে সকল দয়া ও বিশ্বস্তুত প্রকাশ করিয়াছ, তাহার কিঞ্চিতেরও যোগ্য আমি নহি ; কেননা, আমি যষ্টিমাত্র লইয়। এই যদ্দন নদী পার হইয়াছিলাম, এখন দুই দলের কৰা হইয়াছি। - বিনয় করি, এষোঁ ভাতার হস্তহইতে আমাকে রক্ষা কর, কেননা সে আসিয়া পাছে আমাকে ও বালকগণকে ও তাঁহাদের মাতাদিগকে বধ করে, এই ভয় করি। তুমি কহিয়াছিলা, আমি অবশ্য তোমার মঙ্গল করিয়া সমুদ্রের অসংখ্য বালির ন্যায় তোমার বংশ বৃদ্ধি করিব। . . . . . . . . . . . .

    • অপর যাকুব সেই স্থানে রাত্রি যাপন করিয়া উপস্থিত পশুগণহইতে কতক ২ লইয়া এষৌ ড্রাতার জন্যে উপটৌকন প্রস্তুত করিল, ** অর্থাৎ দুই শত ছাগী ও বিংশতি ছাগ, এবং ই শত মেৰী ও বিংশতি মেষ, ** এবথ ত্রিশ সবৎস দুগ্ধবতী উন্ট্রী, ও চল্লিশ গাবী ও দশ বৃষ, এবং বিংশতি গৰ্দ্দভী ও দশ গৰ্দভ প্রস্তুত করিল। - - - - -
    • পরে আপনার এক ২ দাসের হস্তে এক ২ পাল সমপর্ণ করিয়া দাসদিগকে এই আজ্ঞা দিল, তোমরা আমার আগ্লে ২ যাও, এব^ মধ্যে ২ স্থান রাখিয়া প্রত্যেক পালকে পৃথক কর। ** পরে সে প্রথম দাসকে এই আজ্ঞ দিল, . আমার এষৌ ভুতার সহিত তোমার সাক্ষাৎ হইলে সে যখন জিজ্ঞাসিবে, তুমি কাহার দাস } কোথায় যাইতেছ? এবং তোমার অগ্রস্থিত এই সকল কাহার ? * তখন তুমি উত্তর করিব, এই সকল তোমার দাস যাকুবের প্রেরিত উপটৌকন ; তিনি আপন প্রভু এষোঁকে এই সকল দিলেন ; ঐ দেখ, তিনি আমাদের পশ্চাৎ ২ আসিতেছেন। ** এই রূপে দ্বিতীয় ও তৃতীয় প্রভূতি পালের পশ্চাদৃগামি সকল ভূত্যকে আজ্ঞা দিয়া কহিল, এষেীর সহিত সাক্ষাৎ হইলে তোমরা এই ২ প্রকার কথা কহিও । ** আরো কহিও, দেখ, তোমার দাস যাকুব আমাদের পশ্চাং আসিতেছে। কেননা সে মনে করিল, আমি আগে উপঢৌকন পাঠাইয় তাহাকে শান্ত করিয়া পশ্চাৎ তাহার সহিত সাক্ষাৎ করিব, তাহাতে সে. আমার প্রতি অনুগ্রহ করিলেও করিতে পারে। অতএব তাহার অগ্নে উপটৌকন দ্রব্য গেল, কিন্তু আ

পনি সেই রাত্রিতে নিজ দলের মধ্যে থাকিল। ং পরে রাত্রিতে সে উঠিয় আপনার দুই স্ত্রী