পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৫ অধ্যায়।] কদের নিকটে আসিয়া নগর লুট করিল। ২৮ এবx তাহাদের মেষ ও গোরু ও. গৰ্দ্দভ সকল, এবং মগরস্থ ও ক্ষেত্রস্থ তাবৎ দ্রব্য হরণ করিল। ** এবং তাঁহাদের শিশু ও স্ত্রীগণকে বন্দি করিয়া তাহাদের তাবৎ ধন ও গৃহের সৰ্ব্বস্ব লুট করিল। ** তখন যাকুব শিমিয়োনকে ও লেবিকে কহিল, তোমরা এতদেশনিবাসি কিনানীয় ও পিরিষীয় লোকদের নিকটে আমাকে দুগন্ধস্বরূপ করিয়া ব্যাকুল করিলা ; আমার লোক অলপ, এই প্রযুক্ত তাহারা আমার বিরুদ্ধে একত্র হইয়া আমাকে বধ করিবে ; তাহাতে আমি সপরিবারে বিনষ্ট হইব। ** তাহারা উত্তর করিল, যেমন বেশ্যার সহিত, তেমনি আমাদের ভগিনীর সহিত ব্যবহার করা কি তাহার কৰ্ত্তব্য ? ৩৫ অধ্যায়। ১ ঈশ্বরের বৈখেলে প্রেরণ, ও ও সেখানে বেদি নির্মান করণ ও দিবেরিার মরণ, ৯ ও বৈ . খেলে যাকুবকে ঈশ্বরের আশীৰ্ব্বাদ করণ, ১ও ও প্রসববেদনার কষ্টেতে রাছেলের মরণ, ২ ১ ও যাকুবের বংশাবলি, ২৭ ও ইস্হাকের মৃত্যু ও - কবর দেওন ।

  • অনন্তর ঈশ্বর যাকুৰকে কহিলেন, তুমি উঠিয় বৈথেলে গিয়া সে স্থানে বাস কর ; এবং তোমার এষৌ ভুতার নিকটহইতে পলায়নকালে যে ঈশ্বর তোমাকে দর্শন দিয়াছিলেন, তাহার উদ্দেশে সেই স্থানে ষড়বেদি নির্মাণ কর । ২ তাহাতে ষাকুব আপন পরিজন ও সঙ্গি লোক সকলকে কহিল, তোমাদের কাছে যে সকল ইতর দেবতা আছে, তোমরা তাহা দূর করিয়া শুচি হইয়া বস্ত্রান্তর পরিধান কর। ৩ এবণ আইস, আমরা উঠিয় বৈথেলে যাই ; যে ঈশ্বর আমার দুঃখসময়ে প্রার্থনা শুনিয়া আমার গমনপথে সহায় হইয়াছিলেন, তাহার উদ্দেশে আমি সেই স্থানে এক যজ্ঞবেদি নির্মাণ করি । * তাহাতে তাহারা আপনাদের নিকটস্থিত ইতর দেবতা ও কর্ণকুণ্ডল সকল লইয়া যাকুৰকে দিলে সে ঐ সকল লইয়া শিখিমের নিকটবর্বি এল বৃক্ষের তলে পতিয়া রাখিয়া তথাহইতে যাত্রা করিল। * তখন চতুদিকস্থিত নগরে ঈশ্বর হইতে ভয় উপস্থিত হওয়াতে তথাকার লোকেরা যাকুবের পুত্রদের পশ্চাৎ ২ ধাবমান হইল না।
  • পরে যাকুব ও তাহার সঙ্গিসমূহ কিনান দেশের লুস নগরে অর্থাৎ বৈথেলে আইলে । সে এক যজ্ঞবেদি নির্মাণ করিয়া সেই স্থানের নাম এল-বৈথেল (বৈথেলের ঈশ্বর) রাখিল ; কারণ ভাতৃভয়ে যাকুবের পলায়ন কালে ঈশ্বর সেই স্থানে তাহাকে. দর্শন দিয়াছিলেন । , ৮ অপর

F 2 আদিপুস্তক l ኦ© ¢ t রিবকার দিবোরা নামনী ধাত্রীর মৃত্যু হইলে বৈথেলের অধঃস্থিত আলোন বৃক্ষের তলে তাহার কবর হইল, এব২ সেই স্থানের নাম আলোনবাখৎ ( শোকবৃক্ষ ) হইল। n

  • পরে যাকুব পদন-আরামহইতে প্রত্যাগমন করিলে ঈশ্বর তাহাকে পুনৰ্ব্বার দর্শন দিয়া আশীৰ্ব্বাদ করিলেন। ** ফলতঃ ঈশ্বর তাহাকে কহিলেন, তোমার যাকুব নাম আছে, কিন্তু সেই যাকুব নাম আর থাকিবে না ; তোমার নাম ইসুয়েল হইবে ; অপর তাহার নাম ইস্রায়েল রাখলেন। ** ঈশ্বর তাহাকে আরো কহিলেন, আমিই সৰ্ব্বশক্তিমান ঈশ্বর, ভূমি প্রজাবান ও বহুবংশ হও ; তোমাহইতে কেবল এক জাতি নয়, অনেক জাতি উৎপন্ন হইবে, ও তোমার ঔরসে রাজগণ জন্মিবে। ** এবং আমি ইব্রাহীমকে ও ইসহাককে যে দেশ দিতে প্রতিজ্ঞ করিয়াছি, সেই দেশ তোমাকে ও তোমার ভাবিবংশকে দিব । ** এই রূপ কথোপকথন করিয়া ঈশ্বর তথাহইতে উৰ্দ্ধগমন করিলেন। ** তাহাতে যাকুৰ সেই কথোপকথনস্থানে এক স্তম্ভ অর্থাৎ প্রস্তরের স্তম্ভ স্থাপন করিয়া তাহার উপরে পানীয় নৈবেদ্য ও তৈল ঢালিল । * এবং যাকুব ঈশ্বরের সহিত কথোপকথনস্থানের নাম বৈথেল (ঈশ্বরের গৃহ ) রাখিল।
    • অনন্তর তাহারা বৈথেলহইতে প্রস্থান করিল, কিন্তু ইফুথিায় উপস্থিত হওনের অল্প পথ অবশিষ্ট থাকিতে রাহেলের প্রসববেদনা হইল ; এবং তাহার প্রসব করণে অতি কষ্ট হইল। ** এবং প্রসবব্যথা অতিশয় হইলে ধাত্রী তাহাকে কহিল, ভয় করিও না, তুমি এবারও পুত্র প্রসব করিবা । * তথাপি সে মরিল, এবং প্রাণবিয়োগ সময়ে পুত্রের নাম বিনোনী (কষ্টজাত পুত্র ) রাখিল, কিন্তু তাহার পিতা তাহার নাম বিন্যামীন (দক্ষিণ হস্ত পুত্র) রাখিল। ই এই রূপে রাহেলের মৃত্যু হইলে ইষ্ণুথ অর্থাৎ বৈধলেহমে যাওন পথের নিকটে তাহার কবর হইল। ং* পরে যাকুব তাহার কবরের উপরে এক স্তম্ভ স্থাপন করিল ; রাহেল কবরস্থ সেই স্তম্ভ অদ্যাপি আছে। * . . . .

২১ পরে তথাহইতে প্রস্থান করিয়া মিন্দল-এদর (পালের দুর্গ) পার হইয়। তাহার নিকটে তাম্বু স্থাপন করিল। ২২ সেই দেশে ইস্রায়েলের বাস করণ কালে রুবেন আপন পিতার বিলহা নামনী উপপতনীতে গমন করিলে ইস্রায়েল তাহ শুনিল। যাকুবের দ্বাদশ পুত্ৰ ছিল ; ২° তাহাদের মধ্যে রূবেন জ্যেষ্ঠ। সে ও শিমিয়োন ও লেবি ও যিহুদা ও ইষাথর ও সিবুলুন, ইহারা লেয়ার গৰ্বজাত। " এর ঘূৰফ 35