পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭ অধ্যায়।] , রাজতর করিল। : এবং যোবৰ মরিলে পর তৈমন দেশীয় হুশম তাহার পদে রাজতন্ত্ৰ করিল। ** এবং হুশম মরিলে পর বিদদের পুত্র যে হদদ মোয়াবের প্রান্তরে মিদিয়নকে জয় করিল, সে - তাহার পদে রাজত্ব করিল ; এবং তাহার, রাজধানীর নাম আবীৎ ছিল । ** এব^ হদদৃ মরিলে পর মস্কে নিবাসি সম্ন তাহার পদে রাজতন্ত্ৰ করিল। ** এবণ সম্ভ মরিলে পর ফরাৎ নদীর নিকটবৰ্ত্তি রিহোবোৎ নিবাসি শৌল তাহার পদে রাজতন্ত্ৰ করিল। ২৮ এবং শৌল মরিলে পর অকবোরের বাল্হানন তাহার পদে রাজতন্ত্ৰ করিল। ৩২ এবx অকবোরের পুত্র বালহানন মরিলে পর হদর তাহার পদে রাজতন্ত্র করিল ; পায়ু নগরে তাহার রাজধানী ছিল, এবং মিহেটবেল নামে তাহার স্ত্রী ছিল, সে মট্টেদের কন্যা ও মেষা

    • এষৌহইতে উৎপন্ন এবং নাম ও স্থাম ও গোষ্ঠী ভেদে যে ২ রাজা ছিল, তাহাদের নাম। রাজা তিমন ও রাজা আলবা ও রাজা যিথেৎ * * ও রাজা অহলীবামা ও রাজা এল ও রাজা পীনোন ২ ও রাজা কিনস্ ও রাজা তৈমন ও রাজা মিবসর *" ও. রাজা মগদীয়েল ও রাজা ঈরম । ইহারা আপন ২ রাজ্যভেদে ও রাজধানীভেদে ইদোম দেশের রাজা ছিল। ইন্দোমীয়দের আদিপুরুষ এষের বxশাবলি সমাপ্ত।

৩৭ অধ্যায়। ১ যুষফের প্রতি ভ্রাতৃগণের দ্বেষ, ৫ ও যুষষ্ণের দুই স্বপ্ন দর্শন, ১২ ও তাঁহাকে ভ্রাতৃগণের কাছে যাকুবের প্রেরণ, ১৫ ও শিথিমে তাহাদিগকে অম্বেষণ . ও তাহীদের সহিত সাক্ষাৎ করণ, ১৮ ও যুষফকে বধ করিতে তাহীদের পরামর্শ করণ, ২৩ ও हन्मांटग्रजीग्रप्मद्र कां८छ् उांशां८क दियग्र कद्र६, ২৯ ও তাছার বক্স রক্তম্রক্ষিত দেখিয়া যাকুবের শোক করণ। * তদবধি যাকুব আপন পিতার প্রবাসস্থান কিনান দেশে বাস করিল। যাকুবের চরিত্রের বিবরণ এই। যুষফ মতের বৎসর বয়সের সময়ে আপন ড্রাতৃগণের সহিত পশুপাল চরাইতে লাগিল ; সে আপন পিতৃভাৰ্য্যা বিলহার ও সিপার পুত্ৰগণের অনুচর ছিল, এবং ঐ ভাতৃগণের কুব্যবহারের বার্ক্স পিতার নিকটে উপস্থিত করিত। ৩ এবং ঐ যুষফ ইসায়েলের বৃদ্ধাবস্থার সন্তান, এই প্রযুক্ত ইস্রায়েল সকল পুত্র অপেক্ষ তাহাকে অধিক ভাল বাসিত, এবং তাহাকে নানাবর্ণের উত্তরীয় বস্ত্র প্রস্তুত করিয়া দিয়াছিল। কিন্তু পিতা সকল পুত্র আদিপুস্তক। ఆలి অপেক্ষ যুষফকে অধিক ভাল বাসে, ইহা দেখিয় তাহার ভাতৃগণ তাহাকে ঘৃণা করাতে তাহার প্রতি প্রেমের কথা কহিতে পারিল না।

  • অপর যুষফ স্বপ্ন দেখিয় আপন ভ্রাতাদিগকে তাহ কহিল ; ইহাতে তাহারা তাহার প্রতি আরো অধিক ঘৃণা করিল। ফলতঃ সে কহিল, আমি এক স্বপ্ন দেখিলাম, তাহ নিবেদন করি, শুন । " দেখ, আমরা ক্ষেত্রেতে অাটি বাহ্মিতেছিলাম, তাহাতে আমার আটি উঠিয়া দাড়াইলে তোমাদের আটি সকল আমার , আটিকে

পুত্র চতুদিগে ঘেরিয়া প্রণাম করিল। ৮ ইহাতে তা হার ভাতৃগণ তাহাকে কহিল, তুই কি আমাদের রাজা হবি ? আমাদের উপরে কি কতৃর্তা করিবি । পরে তাহারা ঐ স্বল্প ও কথা প্রযুক্ত তাহার প্রতি আরো ঘৃণা করিল। I • অনন্তর যুষফ আর এক স্বপ্ন দেখিয়া ভুাতুগণের সাক্ষাতে প্রকাশ করিল। সে কহিল, দেখ, আমি আর এক স্বপ্ন দেখিলাম ; দেখ, সুর্য ও চন্দ্র ও একাদশ নক্ষত্র আমাকে প্রণাম করল। কিন্তু যুষযা আপন পিতা ও ড্রাতৃগণের সাক্ষাতে ইহা কহিলে তাহার পিতা তাহাকে ধমকাইয়া কহিল, তুমি এ কেমন স্বপ্ন দেখিলা ? অামি ও তোমার মাতা ও ভাতৃগণ আমরা ভূমিষ্ঠ হইয়া কি তোমাকে প্রণাম করব ? • • তাহাতে তাহার ভাতৃগণ তাঁহার প্রতি আরো ঈর্ষা করিল, কিন্তু তাহার পিতা, সে কথা মনে রাখিল । g . . . . .

  • ং তদনন্তর যুষফের ভাতৃগণ পিতার পশুপাল চরাইতে শিখিমে গেলে পর ইস্রায়েল কহিল, তোমার ভাতৃগণ কি শিখিমে পশুপাল চরায় না ? অাইস, আমি তাহাদের কাছে কোমাকে পাঠাই ; তাঁহাতে যুষফ কহিল, আমি উপস্থিত আছি। * তখন ই সুয়েল তাহাকে কহিল, জুমি গিয়া তোমার ভাতৃগণ ও পশুপাল ভাল আছে কি না, তাহ দেখিয়া আমাকে সRবাদ দেও। এই রূপে সে ছিক্ৰোণের উপ

ত্যকাহইতে যুষফকে বিদায় করিলে সে শিথিমে গেল।

  • তখন এক মনুষ্য যুষফকে প্রান্তরে ভমণ করিতে দেখিয়া জিজ্ঞাসা করিল, জুমি কি অস্বেষণ করিতেছ? - সে কহিল, আপন ভাতৃগণের অন্বেষণ করিতেছি । তাহার কোথায় পশুপাল চরাইতেছে ? বিনয় করি, তাহ আমাকে বল। * সে মনুষ্য কহিল, তাহারা এ স্থানহইতে গিয়াছে, কেননা আমরা দোথনে যাইব, তাহাদের এই কথা শুনিয়াছিলাম। অতএব যুষফ আপন ভুতাদের পশ্চাৎ ২ গিয়া দোথনে তা হাদের সাক্ষাৎ পাইল। -

37.