পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 by বধি জীবৎ আছে, এবণ সমস্ত মিসরদেশের কতৃৰ্তা সে করিতেছে। তথাপি যাকুবের হৃদয় জড়ীভূত থাকিল, কারণ তাহাদের কথাতে তাহার বিশ্বাস জন্মিল না। কিন্তু যুষফ তাহাদিগকে যে ২ কথা কহিয়াছিল, সে সকল যখন তাহারা তাহাকে কহিল ; এবং তাহাকে লইয় যাইবার নিমিত্ত্বে যুষফ যে ২ শকট পাঠাইয়াছিল, তাহাও যখন সে দেখিল ; তখন তাহাদের পিতা যাকুবের মন পুনর্জীবিত হইতে লাগিল। ** শেষে ইস্রায়েল কহিল, আমার পুত্র যুষফ অদ্যাবধি জীবৎ আছে, এই যথেষ্ট ; আমি গিয়া মরণের পূৰ্ব্বে তাহাকে দেখিব। ৪৬ অধ্যায়। । ১ বেরশেৰীতে যাকুবের গমন ও ঈশ্বরের দর্শন পাওন, ৫ ও মিসরে যাত্রা কর৭, ৮ ও তাহার বNশাবলি, ২৮ ও যুষফের সঙ্গে সাক্ষাৎ করণ, ও ভ্রাতৃগণের কাছে যুষফের কথা।

  • অনন্তর ইস্রায়েল আপন সকল লোকের সহিত যাত্র করণ পূৰ্ব্বক বেরশেবাতে উৰরিয়া তথায় আপন পিতা ইসহাকের ঈশ্বরের উদ্দেশে বলিদান করিল। ই পরে ঈশ্বর রাত্রিতে ইস্রায়েলকে দর্শন দিয়া কহিলেন, হে, যাকুব ২ ; তাহাতে সে উত্তর করিল, এই আমি উপস্থিত আছি। * তখন তিনি কহিলেন, আমি ঈশ্বর, তোমার পিতার ঈশ্বর ; তুমি মিসরে যাইতে ভয় করিও না ; কেননা আমি সেই স্থানে তোমাকে বৃহৎ জাতি করিব। * আমিই তোমার সঙ্গে মিসরে যাইব ; এবং আমিই তথাহইতে তোমাকে প্রত্যাগমনও করাইব, এবং যুষফ আপন হস্তে তোমার চক্ষু নির্মীলন করিবে ।
  • পরে যাকুব বেরশেবাহইতে যাত্রা করিলে ইসুয়েলের বহনার্থে ফিরেীণের প্রেরিত শকটে তাহার পুত্ৰগণ আপনাদের পিতা যাকুবকে এবং বালক ও স্ত্রীগণকে লইয়া গেল। * পরে তাহারা অর্থাৎ যাকুব ও তাহার তাবৎ বংশ আপনাদের পশুগণ ও কিনানদেশে উপাজ্জিত সকল সম্পত্তি লইয়া মিসরদেশে উত্ত্বরিল । * এই রূপে যাকুব আপন পুত্র কন্যা পৌত্র পৌত্রী প্রভূতি সমস্ত বংশকে মিসরদেশে লইয়া গেল। ৮ মিসরে আগত ইস্রায়েল বংশের অর্থাৎ যাকুব ও তাহার সন্তানদের নাম। যাকুবের জ্যেষ্ঠ পুত্র রূবেন। ... "
  • রূবেণের পুত্ৰ হনোক ও পলু ও হিন্তোন ও কাম । - "
    • শিমিয়োনের পুত্র যিযুয়েল ও যামীন ও ওহদৃ ও যার্থীন ও সোহর ও তাহার কিনানীয় স্ত্ৰীজাত পুত্র শৌল। . . . . . .

48 [৪৬ অধ্যায়। আদিপুস্তক। -

    • লেবির পুত্র গেশোন ও কিহাও ও মিরারি * যিহুদার পুত্র এর ও ওনন ও শেলা ও পেরস ও সেরহ। কিন্তু এর ও ওনন কিনানদেশে মরিয়াছিল। এবং পেরসের পুত্র হিষোন ও হামুল । -
    • ইষাথরের পুত্র তোলয় ও পূয় ও যোব ও শিমোন।
    • সিবুলুনের পুত্র সেরদ ও এলোন ও যহলেল। ** ইহার এবং দীণ কন্যা পদন-অরামে যাকুবহইতে জাত লেয়ার বংশ। ইহারা পুত্র কন্যাতে তেত্ৰিশ জন ছিল । - ** গাদের পুত্র সিফোন ও হগি ও শূনী ইষবোন ও এরি ও অরোর্দী ও অরেলী।
    • আশেরের পুত্ৰ যিমন ও ষিশব ও যিশবি ও বিরিয় ও তাহাদের ভগিনী সেরহ। এবx বিরিয়ের পুত্র হেবর ও মলকীয়েল। ১৮ লাবন আপন কন্যা লেয়াকে যে সিম্পা নামনী দাসীকে দিয়াছিল, তাহারি গৰ্ত্তে যাকুবের ঔরসজাত এই ষোল প্রাণী ।

-- যাকুবের ভাষ্য রাহেলের পুত্র যুষফ ও বিনামীন। “ মিসরদেশস্থ ও নগরের পোটীফেরঃ যাজকের আসিনৎ নামনী কন্যার গৰ্বে সেই যুষফের ঔরসে মিনশি ও ইফুয়িম জন্মিয়াছিল। - বিন্যামীনের পুত্র বেল ও বেথর ও অস্বেল ও গেরা ও নামন ও এহী ও রোশ ও মুপপীম ও হুপপীম ও অদ। : এই চৌদ্দ জন যাকুবের ঔরসজাত রাহেলের ব^শ। ° দানের পুত্র দৃশ্যম। ** নপ্তালির পুত্ৰ যহসিয়েল ও গুনি ও যেৎসর ও শিল্পেম । ** লাবন আপন কন্যা রাহেলকে যে বিস্হা নামনী দাসীকে দিয়াfছল, তাহারি গৰ্ত্তে যাকুবের ঔরসজাত এই সপ্ত জন।

    • পুত্রবধু ব্যতিরেকে যাকুবের ঔরসজাত সন্তান ছেষট্টি জন তাহার সহিত মিসরদেশে গমন করিল। মিসরে যুষফের ষে দুই পুত্ৰ জন্মিয়াছিল, তাহাদের সহিত মিসরে গত যাকুবের ব^শ সৰ্ব্বশুদ্ধ সৰরি জন ছিল।
    • পরে গোশম্প্রদেশে সাক্ষাৎ হওনার্থে যুষফকে আনিবার নিমিৰে যাকুব তাহার নিকটে আপন আগে যিহুদাকে পাঠাইল ; তাহাতে তাহারা গোশন প্রদেশে উত্তরিলে - যুষফ আপন রথ সাজাইয়া গোশন প্রদেশে আপন পিতা ইসুায়েলের সহিত সাক্ষাৎ করিতে গেল ; পরে তাহার নিকটে উপস্থিত হইলে তাহার পিতা তাহার গলা ধরিয়া অনেক ক্ষণ রোদন করিল। * তখন ইসায়েল যুষফকে কহিল, এখন স্বচ্ছন্দে মরিব, কেননা তোমার মুখ দেখিয়া জানিলাম,